নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

সময়ের সাথে তাল মিলিয়ে এবং অধিকাংশ মানুষের মৌন নৈতিক সমর্থনের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশে নিম্ন লিখিত বিষয় নিয়ে নতুন কিছু আইন করা যেতে পারে –

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১:০৭

১। যে কোন ধর্ম ত্যাগ করে যে কেউ ইসলাম গ্রহণ করিতে পারিবে কিন্তু ইসলাম ত্যাগ করে কেউ অন্য ধর্ম গ্রহণ করিতে পারিবে না! ইসলাম ত্যাগ চাপাতি কিংবা ছুরি-তলোয়ার দ্বারা কোপানিযোগ্য একটি অপরাধ!!
২। ইসলামি জলসা বসাইয়া ধর্মীয় বয়ানের ফাঁকে-ফুঁকে অন্য ধর্মের, বাঙ্গালি সংস্কৃতির, অন্য সংস্কৃতি এমনকি আওয়ামীলীগ সরকারেরও চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করা যাইবে কিংন্তু ইসলাম ধর্ম, ইসলামী আলেম – ওলামা, সৌদি আরব, মধ্যপ্রাচ্য সম্পর্কে টু-শব্দ পর্যন্ত করা যাইবে না!
৩। একজন মুসলিম ছেলে অন্য ধর্মের যে কোন মেয়েকে ( নারী) যে কোন উপায়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করিয়া বিবাহ করিতে পারিবে কিন্তু অন্য ধর্মের কোন ছেলে কোন মুসলিম মেয়েকে ( নারি) বিবাহ করিতে পারিবে না , উল্লেখ্য যে বিবাহ করিলেও ছেলের ------নু কাটিয়া অবশ্যই খাঁটি মুসলমানে রূপান্তরিত করিতে হইবে!
৪। ১৯৪৭ সালে যেমন ভারতে স্থানান্তরিত হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি ভোগ দখল করিতে শত্রু সম্পত্তি ঘোষণা করিয়া শত্রু সম্পত্তি আইন করা হয়েছিল বর্তমানে সেইরূপ কোন ফন্দি ফিকির করিয়া বাঁদরের পিঠা ভাগের মতো কোন কৌশল অবলম্বন পূর্বক আইনের মার-প্যাচে ফেলিয়া সংখ্যা লঘু সম্প্রদায়ের স্থাবর অস্থাবর ভোগ দখলের অভিনব পদ্ধতির আবিষ্কার আইন সিদ্ধঃ করা যাইতে পারে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.