নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

পুরুষেরা প্রজন্ম থেকে প্রজন্মে নারীর গর্ভে জন্ম নিয়েও ধর্ষণের মতো পাশবিক কাজ করেই যাবে যতক্ষণ না নারীর দিক থেকে প্রবল পাল্টা আক্রমণাত্বক বাঁধা আসে!!!

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২২

এই দেশে নারীরা ধর্ষিতও হবে! আবার সেই ধর্ষণের বিচারও হবে!! কিন্তু ধর্ষণ বন্ধ হবে না, ঘরে বাইরে সবখানেই মেয়েরা ধর্ষিত হতেই থাকবে যেহেতু এই দেশের পুরুষের বিরাট একটা অংশ অসভ্য- বর্বর!!! আর নারীরা হয় দূর্বল না হয় তার চার পাশের পুরুষগুলোর মনোজতাত্ত্বিক দিকটি বোঝে না জ্ঞানের অভাবে । তারচেয়ে বড় কথা আমাদের দূর্বল প্রশাসনিক ব্যবস্থা এবং আইন ও বিচার ব্যবস্থার ফাঁক ফোঁকর!!! পারিপার্শ্বিক পরিবেশ, দূর্বলতা আর ধর্মের কারনেই মেয়েরা নিজেদের সপে দেয় পুরুষের পদতলে! তাই মেয়েরা যতদিন ধর্মের ছায়া তলে থাকবে, দূর্বল থাকবে ততদিন ধর্ষিত হতেই থাকবে!!! আর পুরুষেরা প্রজন্ম থেকে প্রজন্মে নারীর গর্ভে জন্ম নিয়েও ধর্ষণের মতো পাশবিক কাজ করেই যাবে যতক্ষণ না নারীর দিক থেকে প্রবল পাল্টা আক্রমণাত্বক বাঁধা আসে!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯

আলী আজম গওহর বলেছেন: ভালো লিখেছেন

২| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪০

কবর পথের যাত্রি বলেছেন: ভাই যারা ধর্ষিত হয় তারা বাধা দেয়না..আর যারা বাধা দেয়না তারাই ধর্ষিত হয়..।বাধা বলতে যখন কেও ধর্ষন করতে আসবে তার সাথে যুদ্ধ করা নয়। ধর্ষক যেন কাছে আসতে সুজোগ আর সাহস না পায় সে ভাবেই নিজেকে নিরাপদে রাখা আর সচেতন হওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.