![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
আওয়ামীলীগের বড় বড় নেতা কিংবা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ইসলাম ধর্মের আলোকে যত কথাই বলুন না কেন, ওনাদের অধিকাংশ কথা এদেশের অধিকাংশ মুসলমান বর্তমানে মনে প্রাণে মেনে নিতে নারাজ!! এমনি কি দেশের মানুষ সুখে শান্তিতে থাকলেও, দেশের উন্নয়ন তরান্বিত হলেও! এটাই বর্তমানে দেশের মানুষের প্রকৃত অবস্থা। আর এদেশের ইসলাম রক্ষাকারীরা ছলে বলে কলে কৌশলে সেই এন্টি আওয়ামীলীগ দর্শনই জনগণের (সাচ্চা মুসলমানদের) মাথায় ঢুকিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছেন। হয়তো তারা সফল! যা আপাততঃ অদৃশ্য তবে বোধগম্য!!! আওয়ামীলীগ আর যাই করুন, ধর্মের কথা বলে এ দেশের জনগণের(সাচ্চা মুসলমানদের!) মন জয় করতে পারবেন বলে মনে হয় না। মূলতঃ কিছু উদার পন্থি মুসলমান যারা বা যাদের পূর্ব সূরি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের বিরাট একটা অংশ এবং সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায় এরাই হল প্রকৃত পক্ষেই আওয়ামীলীগের অকুন্ঠ সমর্থক। যদিও মুক্তমনা চেতনার বিরাট একটা অংশ পরোক্ষভাবে আওয়ামীলীগকে সমর্থন দিয়ে আসছিল কিন্তু সেই জায়গাটাও ধীরে ধীরে সংঙ্কোচিত হয়ে আসছে আওয়ামীলীগ সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কারণে। সরকার হয়তো বর্তমানে রাষ্ট্রে একটা অস্থিতিশীল অবস্থা এড়ানোর জন্যই মুক্তমনা চিন্তা-চেতনা ইস্যূ, ইসলাম রাষ্ট্র ধর্ম থাকা না থাকা ইত্যাদি ইস্যূ অতি দ্রুত সমাপ্তি টানার চেষ্টা করেছেন ধর্মীয় মৌল চেতনায় ব্রেন ওয়াস হওয়া এদেশের মানুষের দিকটিকেই প্রাধান্য দিয়ে। কিন্তু এর প্রভাব ভবিষ্যতে কোন দিকে যায় সেটাই ভাবনার বিষয়। কারন রাষ্ট্রের ইসলামি করণের ফল কি কট্টর মুসলিম অধ্যুষিত রাষ্ট্র গুলোর দিকে তাকালেই তা আর দ্বিতীয় বার ভাবতে হয় না! মূল কথা হল ইসলামকে রাষ্ট্র ধর্মের মর্জাদায় অক্ষুণ্ণ রাখলেই যে ধর্মীয় মৌল চেতনায় ব্রেন ওয়াস হওয়া এদেশের মানুষের বিশাল একটা অংশ আওয়ামীলীগকে ভবিষ্যতে সমর্থন দেবে তা ভাবা মস্ত বড় বোকামী ছাড়া আর কিছু নয়। যা হোক, আওয়ামীলীগের শুভ বুদ্ধির উদয় হবে এটাই এখন এক মাত্র কাম্য!!!
২| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১:৩৩
প্রবাসী ভাবুক বলেছেন: আওয়ামীলীগ আসলে ইসলামের কথা ভেবে ইসলামের কথা ভেবে রাষ্ট্র ধর্ম ইসলামকে বহাল রাখে নাই। বরং ধর্মীয় চেতনায় ব্রেন ওয়াস হওয়া এদেশের মানুষের দিকটিকেই প্রাধান্য দিয়েই ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে বহাল রেখেছে। কারণ এটা নিয়ে যাতে কেউ জলঘোলা করা বা দেশকে অস্থিতিশীল করার সুযোগ না পায়। আপনার লেখার মাধ্যমেই সেটা পরিষ্কার। আর এ কারণেই সাধারণ জনগণ আওয়ামীলীগকে এন্টি ইসলামিক ভাবে। কারণ আওয়ামীলীগ শুধুমাত্র অস্থিতিশীল পরিস্থিতি এড়ানোর অন্য কোন কৌশল থাকলে ঠিকই রাষ্ট্রধর্ম পরিবর্তন করতে পারে। কিন্তু বাকী অন্য বড় দলগুলো কখনও রাষ্ট্রধর্ম পরিবর্তনের কথা চিন্তাও করবে না।
৩| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ২:১১
আতোভাইলু বলেছেন: There is something wrong with Awami Leaguers DNA
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১:২৭
তিক্তভাষী বলেছেন: আওয়ামীদের পুরোটাই ফেইক। গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম, সবকিছু। সবাই বোঝে সেটা।