![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
এই জীবনে জীবনটাকে উপভোগ করা হল না, মৃত্যুর পর যেন স্বর্গ বা বেহেস্তে গিয়ে প্রাণ ভরে জীবন টাকে উপভোগ করতে পারা যায়!! সুস্বাদু ফলমূল, পানীয়, সূরা, দূধের লহর, সুপেয় পানি, মাছ-মাংস, দুধ-ডিম, পোলাও বিরিয়ানি, পায়েস-খির । পুরুষের জন্য সবচেয়ে লোভনীয় ভোগ্য অনুষঙ্গ হল অষ্টাদশী কুমারী হুর পরীর অক্ষত যোনী! যত বার ইচ্ছে হবে প্রতি বারই পাওয়া যাবে অক্ষত যোনীর অপরূপ রূপসী হুর পরী অপ্সরা! মেয়েরাও হয়তো পাবেন যৌবন উচ্ছলতায় ভরপুর সুন্দর সুন্দর অসংখ্য পুরুষ যত বার ইচ্ছে কিংবা যত ক্ষণ ইচ্ছে!!! আর কি চাই!! এই জীবন গোল্লায় যাক!!
২| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৮
মুক্ত মনের বাক্য বলেছেন: আপনি কি বলতে চাচ্ছেন এ জিবনের কোনো দাম নেই??
আপনি কি বুঝাতে চাচ্ছেন এই জিবন যৌবন চিরস্থায়ী নয়???
আমি মনে করি যতো দিন ''''মানে ৬০,৭০ বছরের বেচে থাকা সময়ই উপভোগ করা উচিৎ, কেনো আবার মরতে হবে?? আসলে জিবনের কোনো অর্থই নেই নাকি? না পরকাল বলতে কিছু আছে?? হায়রে রহস্যময় ক্ষনিকের জিবন !!!
৩| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৫
গোধুলী রঙ বলেছেন: এই জীবন গোল্লায় দিলে ঐ জীবনও গোল্লায় যাবে, তো দাদা আপনার ধর্মেও কি এইসব আছে নাকি? না থাকলে যার যার টা তারে নিয়াই থাকতে দেননা। এতেই বরং শান্তি বজায় থাকে।
০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৯
বীরেশ রায় বলেছেন: আমি কি অশান্তির কথা বলেছি নাকি? আমি আবার কার ধর্ম নিয়া টান দিলাম? আমি কি আমার মনের কথাও প্রকাশ করতে পারবো না?
৪| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সামনে এগুলেই যদি বেশি সুখ বেশি শান্তি তবে কেন অযথা আর বসে থাকা কষ্টের কারাগারে। চলুন যাই সুখের সদনে গড়ি সেখানে স্থায়ী নিবাস, ভোগে উপভোগে কাটুক অনন্তকাল
৫| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০
স্যার এডলফ হিটলার বলেছেন: এই জীবন কাজে না লাগালে আর ওই জীবন পাওয়ার চিন্তা করা লাগবে না আর ওই জীবন পেতে হলে তো আগে কনভার্ট হতে হবে, কবে হচ্ছেন ?
৬| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩
বিজন রয় বলেছেন: জীবন গোল্লায় না যাক।
সুন্দরকে উপভোগ করা যাক।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৭
রাশেদ রাহাত বলেছেন: অসাধারণ বাজে।