![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
আধুনিক ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল ব্যবসা প্রতিষ্ঠানগুলো আজকাল মাছের দামে পুকুর ফ্রি অফার দিচ্ছে! আপনি পণ্য কিনতে যান – দেখবেন আপনার গাঁটের টাকা বের করার পর আপনাকে নিয়ে নামাবে পচা ডোবায়! কিংবা বিয়া করলে বউয়ের সাথে শালী ফ্রি অফার দিয়ে অবশেষে ডাবল বোঝা আপনার ঘারের উপর গচ্ছাবে!!! কাজেই অফারে কোন কিছু কেনার আগে ভাবুন – পণ্যটি আপনার প্রয়োজন কতটুকু মেটাবে, পণ্যের গুণগত মান কেমন? তা না হলে ঠকে ঠকে যেতে হবে আজীবন!! কিংবা ঠকে ঠকে ঠেকেও ইহ জীবনে আর শেখা হবে না সেই লোভনীয় অফারের মোহে!!!!!
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৬ রাত ৩:২৮
চাঁদগাজী বলেছেন:
" কিংবা বিয়া করলে বউয়ের সাথে শালী ফ্রি অফার দিয়ে অবশেষে ডাবল বোঝা আপনার ঘারের উপর গচ্ছাবে!!! "
-ভায়াগ্রার কারখানা খুলতে হবে?