![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
যারা পরকালে বিশ্বাস করেন না এই দুনিয়াই তাদের ভরসা। সুখ, শান্তি, স্বস্তি, ভোগ বিলাস, হাসি-আনন্দ, ভাল পরিবেশ, ভাল মানুষ সব কিছুই তারা এই পৃথিবীতেই পেতে চান । যেমন চান না নিজের কষ্ট ও দুঃখ তেমনি অন্যকেও পারতো পক্ষে দিতে চান কোন কষ্ট! নিজে ভাল থাকার যেমন প্রচেষ্টা করেন তেমনি আপ্রাণ চেষ্টা চালিয়েছেন অপরকে ভাল রাখার! আমার জানা সব নাস্তিকদের মনোজগতের প্রতিচ্ছবিতে আমি এমনটাই দেখতে পেয়েছি সর্বদাই!! কেবল দ্বিধাদন্দ্ব ও হতাশায় পড়েছি ধার্মিকদের বেলায়!!!
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৩
মাঘের নীল আকাশ বলেছেন: মানবিকতা থাকলে আর ঈশ্বরের প্রয়োজন হয় না!