নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট, ওয়েবসাইট, স্যোসাল মিডিয়া ব্যবহারে কি আন্তর্জাতিক বিধি নিষেধ আসবে?

২৭ শে জুন, ২০১৬ সকাল ১০:০১

আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে বিভিন্ন ওয়েবসাইট, স্যোসাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুক, টুইটারে বিভিন্ন গুজব মহামারী আকারে দেখা দেয়ার সমূহ সম্ভবনা রয়েছে!! যদিও ইতিপূর্বে ওয়েবসাইট, স্যোসাল মিডিয়া ব্যবহার করে মিথ্যা , বানোয়াট, তথ্য বিভ্রাটের দ্বারা গুজবের ঝড় অব্যাহত রয়েছে!! মোবাইল সিম ব্যবহারের মতো সারা পৃথিবী ব্যাপী একযোগে স্যোসাল মিডিয়া ব্যবহারেও কঠোর বিধি-নিষেধ না থাকলে খুব শীঘ্রই এর পরিণতি জঙ্গিবাদ , আন্তর্জাতিক সন্ত্রাস ও আত্মঘাতী বোম ব্লাস্ট এর মতোই সারা পৃথিবীকে অস্থির করে তুলবে!! আন্তর্জাতিক ইন্টারনেট রেগুলেটরি অথরিটি ও জাতিসংঘ ব্যবসায়িক চিন্তা করে এখনও যদি জেগে ঘুমায় তার পরিণতি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়ংকর কিছু হওয়ার সম্ভবনা উড়িয়ে দেয়া যায় না!!! আমার ধারনা সারা পৃথিবী ব্যাপী একযোগে স্যোসাল মিডিয়া ব্যবহারেও কঠোর বিধি-নিষেধ থাকলে যারা প্রকৃত পক্ষেই এর সঠিক ও যুক্তিসঙ্গত ব্যবহারে উপকারিতা পেতে চায় তারা সুফল পাবেন , এটা অবধারিত!! তার সাথে অপরাধ মিনিমাইজ হবে এটাও ভাবা নিত্যান্তই যুক্তিসঙ্গত!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.