![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
জীব মাত্রেরই রয়েছে ভোগের স্পৃহা। আর জীব, বিশেষ করে প্রাণীর ভোগ্য বস্তুর অন্যতম অনুষঙ্গ হল খাদ্য। প্রকৃতিতে যে জীবের খাদ্যের তালিকার পরিসর যত বৃহৎ ও বাছবিচারহীন সে জীব অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ততবেশী উপযুক্ত। আন্তঃ ও অন্তঃপ্রজাতিক সংগ্রামে জয়ী হয়ে তারাই দূর্দান্ত প্রতাপের সাথে প্রকৃতিকে শাসন করে ও করবে। এরা প্রতি নিয়ত প্রাকৃতিক পরিবর্তনে বিভিন্ন প্রতিকূলতায় নিজেরা পরিবর্তিত ও অভিযোজিত হয়ে পরিবর্তিত পরিবেশে সহজলভ্য দ্রব্যকে খাদ্যাভাসে অন্তর্ভূক্ত করে। এর ফলে নিজেরা যেমন সুস্থ সবলভাবে বেঁচে থাকে তেমনি জন্ম দেয় সুস্থ সবল নতুন প্রজন্ম। ফলে প্রকৃতির এই নিরন্তর সংগ্রামে নিজেকে, নিজের প্রজন্মের অস্তিত্বকে যেমন দূর্দান্ত প্রতাপের সাথে টিকিয়ে রাখে তেমনি বংশগতির ধারাবাহিকতায় নতুন প্রজন্মকে দিয়ে যায় এক শক্তিশালী সম্রাজ্য ও টিকে থাকার সাহস, শক্তি এবং পরিবর্তিত ও অভিযোজিত হওয়ার সুনিপুণ কৌশল!!
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৭
এন.সি.ডি সেণ্টার ডট কম বলেছেন: তবু মানুষ নামক এ জীবকে স্যালুট করতেই হবে!!!!!