নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

সবার জন্য বয়ে আনুক ...... শান্তির বার্তা, স্বস্তির দিন!

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩

কাল্পনিক কিংবা পার্থিব জড়জগতের কোন কিছুকে আঁকড়ে ধরে সারা জীবন কেউ যদি নিজে ভাল থাকে, স্বস্তিতে থাকে, শান্তিতে থাকে এবং অপরকে ভাল রাখে, স্বস্তিতে থাকতে দেয়, শান্তিতে থাকতে দেয় সেটার চেয়ে মহৎ কিছু আর হতে পারে না!!
আজকের এই পারিবারিক ও বন্ধু-বান্ধব পরিবেষ্টিত মুহূর্তগুলোতে
সবার জন্য বয়ে আনুক ......
শান্তির বার্তা, স্বস্তির দিন!
সাথে থাকুক আনন্দ অনাবিল!!
শুভ কামনায়, বীরেশ রায়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৭

বিজন রয় বলেছেন: শান্তির বার্তা, স্বস্তির দিন!
সাথে থাকুক আনন্দ অনাবিল!

হঠাৎ এমন লেখা দিলেন দাদা?

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৫

বীরেশ রায় বলেছেন: আমরা সবাই তো সেটাই কামনা করছি রে ভাই!! যদিও মুসলিম বিশ্বের আলোকে এসব শান্তি , স্বস্তি চাওয়া ও কামনা করা বোধ হয় নিরর্থক!!

২| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫১

বিজন রয় বলেছেন: তাদের ধর্মে যা লেখা আছে, তারা তাই করছে, তাতে আপনার আমার কি?

আমরা বরং আমাদেরটা নিয়েই ভাবি।
আমাদের ধর্মেও কিন্তু মৌলবাদীরা আছে।

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৪

বীরেশ রায় বলেছেন: এতটা ছিল না, এখন হচ্ছে, হয়তো হবে!! এটাই স্বাভাবিক!! সংগ্রাম ও আধিপত্য এবং ক্ষমতার বিস্তারে দর কষাকষির কিছু অনুষঙ্গ ও কারন লাগে!! না থাকলেও সেটা তৈরি করে নিতে হয়!!! এটাই পলিটিক্স !!! হাজার বছর ধরে হিন্দুরা সেই পলিটিক্স বোঝে নি!! কেবল শান্তির কথাই বলেছে!! লাভ কি হয়েছে? মোঘল-পাঠান আক্রমণ, ব্রিটিশদের গোলামি .।.।.।.।.।.।.।.।.।.।.।

৩| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৫

মহসিন ৩১ বলেছেন: আমার মত অনেকেই ঈদে পার্বণে এখন আর নুুতন কোন উৎসাহের উচ্ছ্বাসে ভাসে না, অনেকে তো আছেন আরও অপরাধী। ... এমনও তো হতে পারে যে সুধু ছেলেমেয়দের জন্মই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.