![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
বাড়িওয়ালীকে বলে দিয়েছি আমি আর এত দাম দিয়ে ফর্সা করার প্রসাধনী কিনতে পারব না!! তাইনে জিগাইল , ক্যান? পারবা না ক্যান? আমি কইলাম এখন থাইক্যা ময়দার বস্তা কিনুম! ক্যান, ময়দার বস্তা ক্যান? ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রায় মাথা গরম ও ৩০ ডিগ্রী এংগেলে চোখ মোচড়াইয়া বউয়ের পাল্টা প্রটেকশন। আমি মাইনাস ৪ ডিগ্রী তাপমাত্রায় মাথা ঠান্ডা আর ৯০ ডিগ্রী এংগেলে ডাইমেনশন নিয়া ১০ ডেসিবল মাত্রায় লো ভলিউমে ভোকাল কর্ডের ফ্রিকুয়েন্সি সেট করিয়া কইলাম, “ ময়দার বস্তা কিনলে এক খরচে দুই কাজ সমাধা হয়! এক- সকালের নাস্তা বাবদ ছয় মাস আর আটা-ময়দা কিনিতে হইবে না! দুই- ফর্সা করার ক্রিমের পরিবর্তে মুখমণ্ডলে ময়দা মাখিয়া তুমি যথেষ্ট ফর্সা হইয়া পাবলিকলি মোভমেন্ট করিতে পারিবে!! বউ মুখখানা কাবাবের ন্যায় ঝলসাইয়া ছোখের আয়তন কিঞ্চিৎ বাড়াইয়া কহিল , “ তুমি আমার এত সুন্দর মুখে ময়দা মাখিতে কও? আমি অধিকতর কিঞ্চিৎ মাথা ঠান্ডা করিয়া কহিলাম, “ ঈদের দিন এত এত মেয়ে তাদের সুন্দর মুখে ময়দা মাখিয়া আনন্দে-উচ্ছাসে ঘুরিয়া বেড়াইতে পারিলে তুমি বা পারিবে না কেন?
২| ০৮ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৫৭
Bangladeshi Moinul বলেছেন:
আপনার বউয়ের অধিকতর ডেসিবলের শব্দগুচ্ছ কি ছিল? বিপ বিপ করা হৃদয়খানা তাহা শুনিতে চায়
০৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৪
বীরেশ রায় বলেছেন: ভাই রে!! আপনি জীবিত না বিবাহিত? সেই শব্দগুচ্ছ জানিতে চাহিয়া কি লজ্জা দিতে চাহিতেছেন?
৩| ০৮ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৩৫
নাবিক সিনবাদ বলেছেন: অইডিয়া টা তো মচতকার
৪| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০২
আরণ্যক রাখাল বলেছেন: আচ্ছা???
৫| ০৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৯
বিজন রয় বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৬ রাত ৩:২১
আবুল হায়াত রকি বলেছেন: যথার্থ।