নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকার সংগ্রাম ও প্রতিবাদ চালিয়ে যেতেই হবে!

১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৯

চোখের অশ্রু ও অঙ্গ প্রত্যঙ্গের বিলাপ-
শত্রুকে যোগায় সাহস ও মনোবল; দূর্বল ও শান্তি প্রিয় সাধারণ মানুষের মনে এনে দেয় ভীতি ও করে তোলে শক্তি হীন; জ্ঞানীর জ্ঞানকে করে হতবাক ও কিংকর্তব্যবিমূঢ়!!! তাই চোখের অশ্রুকে সংবরণ করা একান্ত জরুরি! এভাবে হয়তো একের পর এক আক্রমণ চলতেই থাকবে; এই আক্রমণ করার পিছনে অনেক শক্ত ব্যাকআপ আছে। এই সব হত্যাকাণ্ড, সংখ্যালঘু আক্রমণ ও নির্যাতন ঘটানোর জন্য কোটি কোটি টাকা ইনভেষ্ট করা হয়েছে!! যত দিন এই টাকা শেষ না হবে ততদিন এই সব ঘটনা ঘটতেই থাকবে! তাই দূর্বল হলে চলবে না, শক্তি অর্জন করতে হবে, বেঁচে থাকার সংগ্রাম ও প্রতিবাদ চালিয়ে যেতেই হবে!! মৃত্যু জীবনের অবধারিত একটা ব্যাপার, ভয় পেয়ে লাভ নেই।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই দূর্বল হলে চলবে না, শক্তি অর্জন করতে হবে, বেঁচে থাকার সংগ্রাম ও প্রতিবাদ চালিয়ে যেতেই হবে!!

মৃত্যু জীবনের অবধারিত একটা ব্যাপার, ভয় পেয়ে লাভ নেই।

++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.