নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

সারা বিশ্বের কট্টর ও মৌলবাদী পন্থার মুসলিমদের আশা, স্বপ্ন এবং সেই সাথে প্রাপ্তি !!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৭

সারা বিশ্বের কট্টর ও মৌলবাদী পন্থার মুসলিমরা --
>> সাদ্দামকে নিয়েও আশাবাদী ছিল!
>> আল কায়দাকে নিয়েও আশাবাদী ছিল!
>> বিন লাদেনকে নিয়েও আশাবাদী ছিল!
>>আল-জাওয়াহিরিকে নিয়েও তারা আশাবাদী ছিল!
>> লিবিয়ার গাদ্দাফিকে নিয়েও আশাবাদী ছিল!
>> বাসার আল আসাদকে নিয়েও তারা আশাবাদী!
>> আবু বকর আল বাগদাদীকে নিয়েও তারা আশাবাদী ছিল!
>> তালেবানদেরকে নিয়েও তারা আশাবাদী ছিল!!
>> লস্কর ই তৈয়বাকে নিয়েও তারা আশাবাদী ছিল!
>> তেহেরিক ই ইনসাফকে নিয়েও তারা আশাবাদী!
>> আইএস কে নিয়েও তারা আশাবাদী!!
>>বোকো হারামকে নিয়েও তারা আশাবাদী!
>> আল সাবাবকে নিয়েও তারা আশাবাদী!
>> বাংলাদেশের জে এম বি , আনসারুল্লাহ বাংলা টিম এদেরকে নিয়েও তারা আশাবাদী!!
সব শেষ পাকিস্থানকে নিয়েও তারা একই আশা করেন ও স্বপ্ন দেখেন!! এই ধরনের বিকৃত আশা করা ও স্বপ্ন দেখা যত দিন ত্যাগ না করবে ততদিন মুসলিম জাহানে জঙ্গী উত্থান বন্ধ হবে না । এটা হলফ করে বলা যায়!! সেই বিকৃত আশা ও স্বপ্ন দেখলে মুসলিম সহ সমগ্র বিশ্বে দেশে দেশে, সমাজে সমাজে এমনকি মুসলিমদের ব্যক্তিগত জীবনেও শান্তি ফিরে আসবে না!! এটাই বাস্তবতা!! কাজেই যারা সেই স্বপ্ন দেখায় তাদের ব্যাপারে সাধারণ শান্তি প্রত্যাশী মুসলিম দের নতুন করে ভাবতে হবে!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

নেবুলাস বলেছেন: ইরাককে আক্রমন যে ভুল ছিল তা আমেরিকা ও ব্রিটেন এখন স্বীকার করে। লিবিয়া ও সিরিয়া আক্রমন্ও যে ভুল তা সময় প্রমান করবে।

আল কায়েদা সিআইএ র তৈরি।
আইএস আইএস মোসাদের তৈরি।

তেহরিক ই ইনসাফ পাকিস্তানের একটি ভ্যালিড রাজনৈতিক সংগঠন। যার প্রধান ক্রিকেটার ইমরান খান।

আপনি মৌলবাদী বলতে কি বুঝেন? আমি বুঝি মৌলবাদী হলো সে, যে কোন কিছুর মৌলিক বিষয়গুলোর উপর জোর দেয়।
মৌলবাদী সম্পর্কে আপনার সঙ্গাটি জানতে চাচ্ছি।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

আশাবাদী অধম বলেছেন: লেখক কি শেষ পর্যন্ত আমাকেই টার্গেট করলেন? সব জায়গায় লিখলেন আশাবাদী ছিল!
এক্কারে হাচা মনে কই, আমি এর কোনটাতেই ছিলাম না। শুধু শুধু আমারে জড়াইয়েন না। মানহানি কেস দিলে বুঝবেন ঠেলা কারে কয়!

আরেকটা কথা। শুধু মুসলিম জাহান নিয়ে চিন্তা করলে হবে? হিন্দু জাহান নিয়েও মাঝে মধ্যে দুশ্চিন্তা করলে আরাম পাইবেন। ফ্রিজ খুইজা ছাগলের গোস্তরে গরুর গোস্ত সন্দেহে মুসলিম্রে পিটাইয়া মাইরা ফালানো বহুত ভালো কাজ মনে হয়? কই এ ব্যাপারে তো আপনাদের টেনশিত দেখা যায় না?

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: মুহাম্মাদ সঃ হচ্ছেন সর্বোত্তম আদর্শ । অধিকাংশরাই তার পথে হাটছে না । তবে আপনি মৌলবাদ ও চরমপন্থাকে একসাথে গুলিয়ে ফেলেছেন ।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

জাহাজী বলেছেন: এধরনের উস্কানিমূলক লেখা বাদ দেন বুচ্ছেন। দু লাইন লিখে পোস্ট করেন তা মানসম্মত লিখেন।

আপনার সবকটা আশাবাদীর উত্তর প্রথম কমেন্টেও দেওয়া হয়ে গেছে। দয়া করে ব্লগের পরিবেশ নষ্ট করতে আসবেন না।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

বীরেশ রায় বলেছেন: রেগে গেলেন কেন ভাই? আপনিও কি সেই দলের নাকি?

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় নষ্ট। মাইনাস...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.