![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
এবার একুশে বই মেলায় বই বিক্রি প্রায় ৬০ কোটি টাকা। গতবারের থেকে ৫ কোটি বেশি। এই অর্থনৈতিক পরিসরে দু- চার-দশ জন জনপ্রিয় ও ডাকসাইটে লেখক ছাড়া বাকী লেখকেরা যে প্রকাশকদের ঝুলানো মুলার দিকে তাকিয়ে ছিলেন- গতকাল ৭১ টিভির টকশোতে তা স্পষ্ট হল। যদিও লেখকদের এই দূর্গতি বই মেলার শুরুতে আমি তুলে ধরেছি। নতুন কিংবা পুরাতন অনেক লেখকের শান্ত্বনা ও আত্মতৃপ্তি একটাই - তাদের বইগুলো তো এবারের বই মেলায় প্রকাশ হয়েছে! হোক না সেটা নিজের গাটের টাকা প্রকাশনা খরচ বাবদ প্রকাশকের পকেটে ঢুকিয়ে দিয়ে!!
২| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১:০৪
তারেক_মাহমুদ বলেছেন: জনপ্রিয় লেখক হওয়া কঠিনা কাজ, নতুনরা চেষ্টা করলে একদিন পারবে।
৩| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ২:৪১
গঞ্জালেস বলেছেন: আমি কি পেলুম
৪| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬
রাজীব নুর বলেছেন: এখন কিছু বুঝা যাবে না।
আরও কয়েক বছর যাক, তারপর বুঝা যাবে নতুন লেখরা কি পাবে।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: নতুনেরা পরে নিশ্চয় ভাল করবে।