![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
মোঃ সাহেদ, 'ক্যাসিনো সম্রাট' ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া, ঠিকাদার জি কে শামীম, পাপিয়া এর মতো চিটার, বাটপার, জোচ্চর, দূর্নীতিবাজদের রাষ্ট্রের এত এত ঘাট, প্লাটফর্ম এতদিন ধরে বিনা বাঁধায় চষে বেড়িয়েছে!! এটা জাতির জন্য লজ্জার, অপমানের এবং ......! এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখ করে বলেছিলেন, "শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগের সব নেতাকে কেনা যায়!!"
২| ১২ ই জুলাই, ২০২০ রাত ১২:১৭
নেওয়াজ আলি বলেছেন:
৩| ১২ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৪
রাকু হাসান বলেছেন:
ফেসবুকীয়ান পোস্ট । এরা এতদিন ধরে আমাদের রক্ত চুষেছে। ইতিবাচক দিক হলো । সরকার এদের ছেড়ে কথা বলছে না। সে জন্য সরকার ধন্যবাদ পেতেই পারে।
৪| ১২ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: জনগন যেমন তাদের নেতারাও তেমন।তারাতো আকাশ থেকে আসেনি।তারা সমাজের মধ্যেই বসবাস করে।হাজার হাজার সাংবাদিক প্রতিনিয়ত তাদের দেখছে,তাদের সাথে চলাফেরা করছে।ধরা পরলে তাদের নারিনক্ষত্র পর্যন্ত বের করে আনে,আগে যায় কোথায়।নাকি সবাই একই গুরুর শিষ্য।সমাজে সচেতন মানুষের অভাব।
৫| ১২ ই জুলাই, ২০২০ রাত ১:৩৯
একাল-সেকাল বলেছেন:
ছবি দিয়ে কি হবে? কবি যে নিরুদ্দেশ !
কখন কার আঁতে ঘা লাগে, আর বর্ষার ফলা বেরিয়ে আসে।
অস্ত্রধারী জঙ্গি ধরা হয়, নিরস্ত্র শাহেদ নয়।
জাতি অবাক তাকিয়ে রয়, কি হয়, কেন হয় ??
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা ভালো করেই জানেন তার দলের লোকজন কে কেমন।