নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বীর মুজাহিদ

আমি বাংলাদেশী,আমি বাংলাকে ভালোবাসি।আমার ধর্মধর্ম

বীর মুজাহিদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ সরকারের বিরুদ্ধে রিপোর্ট করায় ইকোনোমিস্টের কাছে প্রতিবাদ জানাবে সরকার; ইসলামবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সরকারের প্রতিবাদ কোথায়?

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১:৩৩


বাংলাদেশ সরকারকে নিয়ে প্রতিনিয়ত মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রকাশ করার প্রতিবাদে যুক্তরাজ্যের প্রভাবশালী ম্যাগাজিন ‘দি ইকোনমিস্ট’-এর কাছে চিঠি পাঠাবে বাংলাদেশ সরকার। (খবর: আমাদের সময়, ১৩ মার্চ ২০১৫ ঈ.)
এটা অবশ্যই প্রয়োজনীয় একটি পদক্ষেপ। শুধু বাংলাদেশ সরকারবিরোধী রিপোর্ট নয়, বাংলাদেশবিরোধী সমস্ত ষড়যন্ত্রেরই শক্তভাষায় প্রতিবাদ করা উচিত সরকারের।
কিন্তু সরকারের এ প্রতিবাদ জানানোর খবরে দেশের একজন মুসলিম নাগরিক হিসেবে সরকারের কাছে আমার কিছু বলার রয়েছে। আমার বলার বিষয় হচ্ছে- বিদেশী পত্রিকায় সরকারবিরোধী রিপোর্ট প্রচারের প্রতিবাদ যদি সরকার করতে পারে, তাহলে নিজের দেশের পত্রিকাগুলোতে প্রতিনিয়ত ইসলামবিরোধী, সুন্নতবিরোধী রিপোর্ট, কলাম ছাপিয়ে যাচ্ছে; কট্টর ইসলামবিদ্বেষীদের সমর্থন দিয়ে তাদের পক্ষে রিপোর্ট, কলাম ছাপিয়ে যাচ্ছে; বাকস্বাধীনতা, মুক্তচিন্তার নামে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে একের পর এক আঘাত করে যাচ্ছে। ইসলামবিদ্বেষী মিডিয়া ও বিভিন্ন মহল পবিত্র সুন্নতী বাল্যবিবাহের বিরুদ্ধে একের পর এক বিভ্রান্তিকর সংবাদ, রিপোর্ট, কলাম ছাপিয়ে যাচ্ছে, পবিত্র সুন্নত উনাকে কটাক্ষ করে যাচ্ছে, ইসলাম নিয়ে বিদ্রƒপ করে যাচ্ছে- এদের বিরুদ্ধে সরকারের প্রতিবাদ, পদক্ষেপ কিংবা কোনো ব্যবস্থা নেই কেন? সরকার তো নিজেদেরকে ইসলামবান্ধব বলে প্রচার করে। নিজেদেরকে পবিত্র দ্বীন ইসলাম উনার ধারক-বাহক বলেও বিবৃতি দেয় সরকারের মন্ত্রীরা। তাহলে পবিত্র দ্বীন ইসলাম উনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সরকারের নাকের ডগায় থাকার পরেও কেন তাদের প্রশ্রয় দেয়া হচ্ছে? কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না? বরং ইসলামবিরোধী কার্যকলাপের জন্য তাদেরকে সরকারের মধ্য থেকেই সাহায্য সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করা হচ্ছে।
সরকারের বিরুদ্ধে রিপোর্ট করলে যদি সরকার প্রতিবাদ জানাতে পারে, তাহলে বিভিন্ন দেশসহ নিজ দেশে প্রতিনিয়ত পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট প্রচারণার বিরুদ্ধে সরকারের প্রতিবাদ কোথায়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.