![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “একদিন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি হযরত যিয়াদ বিন হুদাইর রহমতুল্লাহি আলাইহি উনাকে বললেন, আপনি কি জানেন- কোন্ তিন প্রকার ব্যক্তি সম্মানিত দ্বীন ইসলাম উনার ক্ষতিসাধন করবে? তিনি বললেন- না, আমার সেটা জানা নেই। তখন খলীফাতুল মুসলিমীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, ১. আলিমের পদস্খলন। অর্থাৎ দুনিয়াদার মালানা তথা উলামায়ে ‘সূ’- যারা হক্ব থেকে মাহরূম হয়ে গেছে। ২. মুনাফিক- যারা কিতাব নিয়ে তর্কবিতর্ক করে। ৩. গুমরাহ শাসকদের গুমরাহীমূলক আদেশ নির্দেশ। (কানযুল উম্মাল শরীফ)
বর্তমানে আমরা সেটাই দেখছি যে, উলামায়ে ‘সূ’রা ফতওয়া দিচ্ছে- ছবি তোলা জায়িয। নাউযুবিল্লাহ! বর্তমানে এত পর্দার দরকার নেই। নাউযুবিল্লাহ! আর কিতাব নিয়ে তর্ক-বিতর্ককারী মুনাফিকরা এটার ইন্ধন যুগিয়ে একটা অবস্থানে নিয়ে পৌঁছায়। এবং যারা গুমরাহ শাসক তাদের পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ সম্পর্কে ইলম না থাকার কারণে তারা সেটা বাস্তবায়ন করে। নাউযুবিল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে স্পষ্ট বর্ণনা করা হয়েছে, এই তিন শ্রেণীর লোক সম্মানিত দ্বীন ইসলাম উনার ক্ষতিসাধন করবে। তাই আমাদের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে- এই তিন শ্রেণীর লোক থেকে দূরে থাকা। এদেরকে ধ্বংস করে দেয়া।
মহান মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার উসীলায় মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সে তাওফীক্ব দান করুন। আমীন!
©somewhere in net ltd.