![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব সমস্যার মূল হলো ধর্মীয় গোড়ামি। একটি চরমপন্থাকে প্রতিহত করতে গেলে নতুন নতুন চরমপন্থা মাথা চাড়া দিয়ে ওঠে, যা শেষ পর্যন্ত সবার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। ধর্মীয় গোড়ামি বা মৌলবাদ মূলত ধর্মগ্রন্থ থেকেই উৎসারিত হয়। এই গ্রন্থগুলোর প্রয়োজনীয় সংস্কার না হলে, সেই জাতি নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হয়ে বিলুপ্তির দিকে ধাবিত হতে বাধ্য।
অনেক ব্লগে ফাঁকা কথা বলে বাহবা কুড়ানো যায়, কিন্তু কেউ যখন কোরান বা হাদিস থেকে কিছু উদ্ধৃতি দিয়ে যুক্তি দেয়, তখনই কথার প্যাঁচ শুরু হয়—"আগের আয়াত-পরে আয়াত," "অনুবাদে ভুল," "জাল হাদিস," "এক আরবি শব্দের অনেক অর্থ," বা "এগুলো বোঝার জন্য আলেম হওয়া দরকার" ইত্যাদি। আর তর্কে পার না হলে শেষমেশ ব্যান করাই এদের একমাত্র অস্ত্র। এরা নিজেরা বুঝতে চায় না, এবং অন্যকে বোঝাতেও দেয় না। এদের পথ শেষমেশ ধ্বংসের দিকে নিয়ে যায়।
ভগবান বা আল্লাহ যদি সত্যি থাকতেন, তবে এই ধরনের অনুসারীদের দেখে নিশ্চিত লজ্জিত হতেন। কারণ এরা মগজ দিয়ে চিন্তা করে না।
জাতীয়তাবাদের পক্ষে আমি কথা বলি না। তবে 'ভারত, ভারত' বলে চিৎকার করে এরা মোদীর মতো নেতাদের অনুসারী বাড়াচ্ছে। এতে আমরা যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে, তারা দিন দিন দুর্বল হয়ে পড়ছি। ভারতের বগলের নিচে থেকে খাদ্যে ও শিল্পে স্বনির্ভর না হয়ে, শুধু ইমানের উন্মাদনায় খালি পেটে লড়াই চালিয়ে যাওয়া অসম্ভব। পাকিস্তানের মতো বাংলাদেশেরও একই দশা হতে চলেছে। সুখে থাকতে ভূতে কিলায় ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১২
অগ্নিবেশ বলেছেন: আমার কমেন্ট ব্যান করে রেখেছে মডুরা। এভাবে কি আর কাউকে থামানো যায়?