![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে
সকালে ঘুম থিকা উঠে খোমাখাতা খুলেই দেখি মানু একটা গানের লিংক দিছে , সাথে লিখছে -
"বুরকা পরা মেয়ে পাগল করেছে: এইবার বাংলাদেশে গিয়া এই গানটা শুনলাম। অনন্য সাধারণ লিরিক, অসামান্য সুর এবং নিখুঁত চিত্রায়নের সমন্নয়ে গায়ক শরীফ উদ্দীনের কণ্ঠে এক চমৎকার গান "বুরকা পরা মেয়ে"। গানটি শুনে সকলে আনন্দ পাবেন আশা করি।"
গান শুনে সকাল সকাল আমার মনটাই ভালো হইয়া গেলো । গানের লিরিকটা ছাপানোর লোভ সামলাইতে পারলাম না আর ।
গানটা শুধুমাত্র তুমিনালীতে আছে । তুমিনালী'র লিংক দেয়া হৈলো Click This Link
অসাধারন গানটার লিরিকটা জনস্বার্থে ছাপানো হইলো ...
এই পতে যখনই আমি যাই
মাজে মাজে একটা মেয়ে দেকতে পাই
আলতা রাঙ্গা পাই আবার নুপুর পরেচে
বুরকা পড়া মেয়ে পাগল করেচে
একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে
চোকেতে চশমা হাতে কাঁচেরও চুড়ি
বয়সটা অনুমানে উনিশ কি কুড়ি
চশমা খুইল্যা যকন একটু আমার দিকে চায়
ফুরুৎ কইরা পরান পাকি শূন্যে উইড়া যায়
একন বুজি মজনু কেন লাইলির জন্য মরেচে
বুরকা পড়া মেয়ে পাগল করেচে
একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে
ছট্টু একটা নল দিয়া খায় যখন জুশ
খুদার কসম তকন আমার তাকে না যে হুশ
জুশের পেকেট ফেলে দিয়ে আবার জকন হাটে
জানি না তার কেমুন লাগে আমার বুকটা ফাটে
গাড়িতে নয় বাড়িতে নয় মানে আগুন ধরেচে
বুরকা পড়া মেয়ে পাগল করেচে
একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে
হাটতে হাটতে এসে দাড়াই রাস্তারো মোড়ে
রিশকাতে চড়িয়া আবার কিচুখন গুড়ে
বুক পকেটে রাকে যখন মুবাইল টেলিফন
বাকুম বাকুম করে তখন আমার অবুজ মন
নতুন গাছে ফুল ফুটিয়া বাগান আমার বরেচে
বুরকা পড়া মেয়ে পাগল করেচে
একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে
এই পতে যখনই আমি যাই
মাজে মাজে একটা মেয়ে দেকতে পাই
আলতা রাঙ্গা পাই আবার নুপুর পরেচে
বুরকা পড়া মেয়ে পাগল করেচে
একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০১
বিষাক্ত মানুষ বলেছেন: ক্যান ক্যান !!!! গান শুনে তো আমার মনটাই ভালো হয়ে গেছিলো
২| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৫৯
বুলবুল আহমেদ পান্না বলেছেন: বুর্কা পরা মিয়ে আমায় ফাগল করিছে...
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০১
বিষাক্ত মানুষ বলেছেন: হ
৩| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০০
হিমালয়৭৭৭ বলেছেন: ইন্টারেস্টিং গান, আমাদের ডিপার্টমেন্টের প্রোগ্রামে দর্শক সারি থেকে এই গানটি গাইতে শুনেছিলাম।।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০৩
বিষাক্ত মানুষ বলেছেন: আমি আজকেই প্রথম শুনলাম । অবশ্য এই গায়কের 'আমার বন্ধু ময়ুরী' গানটা শুনছিলাম অনেক আগে
৪| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০২
বুলবুল আহমেদ পান্না বলেছেন: মডেল: সাথি/শাকিল
ভিডিও নির্ম্তা: মোঃ এবাদুর রহমান
লুকেশন: অচিনা ব্রিজের তলা
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০৬
বিষাক্ত মানুষ বলেছেন: গায়ক শরীপ উদ্দিন
৫| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০৪
নাফিস ইফতেখার বলেছেন: খুব ভালো লাগলো ভাইয়া! শুভেচ্ছা রেখে গেলাম!
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১০
বিষাক্ত মানুষ বলেছেন: সেটাতো বুঝলাম ... কিন্তু তোমার ফটুর এটা কে !!!
৬| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০৫
বুলবুল আহমেদ পান্না বলেছেন: জিপসী মিউজিক প্রিজেন্টস...........
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১০
বিষাক্ত মানুষ বলেছেন: হু
৭| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০৭
রিফাত হোসেন বলেছেন: পিছনের নীল পানি না পলিথিন ?
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১২
বিষাক্ত মানুষ বলেছেন: বলতে পারি না
৮| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০৭
ক-খ-গ বলেছেন: পুরাই ডড়াইছি
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৩
বিষাক্ত মানুষ বলেছেন: হে হে হে হে
৯| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১০
মানুষ বলেছেন: বাংলা গানের ভবিষ্যৎ নিয়ে আমার আর কোন চিন্তা নাই
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: হ .... এগেইন আস্ক !!!
১০| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১২
মিলটন বলেছেন: আগে শুনিনাই এখন শুনবো। ডাউনলোড দিলাম।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: শুনেন .... বিনোদিত হৈবেন ... বিফলে মূল্য ফেরৎ
১১| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১২
নাফিস ইফতেখার বলেছেন: আমার প্রিয় ভাইয়াদের জন্য ডাউনলোড লিংক:
যত্নের সাথে ক্লিক করো
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: ঠিকাচে
১২| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৪
রেডসিগনাল বলেছেন: সত্যিই বোরকা পরা মেয়ে মন কেরেছে ।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৬
বিষাক্ত মানুষ বলেছেন: হু
১৩| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৭
রাশেদ বলেছেন: এতোদিনে শুনছোস! শিমুল আমারে কয়েক মাস আগে লিঙ্ক দিছিলো এই গানের।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৯
বিষাক্ত মানুষ বলেছেন: হায় হায় !! তাই নাকি !!!
শিমুল খোমাখাতায় লিংক না দিয়া অপরাধ করছে... তাইলে অনেক আগেই শুনা হৈতো । ধুর
১৪| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৭
জয়িতা বলেছেন: হা হা.....আমিও দেখলাম, শুনলাম।ঘটনা কি মানুর জন্য সত্য কিনা কে জানে!
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২০
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা একটা লাক টাকা দামের প্রশ্ন এখন ।
১৫| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: খাইসে
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২১
বিষাক্ত মানুষ বলেছেন: এগেইন আস্ক !! (আবার জিগায়)
১৬| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৯
বুলবুল আহমেদ পান্না বলেছেন: এতক্ষনে পাইলাম ভচেরে.,...
গীতিকার: হাসান মতিউর রহমান
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: এরে গোল্ডেন গ্লোব এ্ওয়ার্ড দেওন দর্কার
১৭| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২১
হাসান বায়েজীদ বলেছেন: চরমস...লিরিকসের জন্যে +++++++
গানটা ম্যালাবার রাস্তাঘাটে শুইন্যাও (একদুই লাইনের বেশি না) শিল্পী আর এলবামের নাম না জানা থাকনে কিন্তাম্পারি নাই..
অনেক আগে নীলক্ষেতের মোড়ে এরাম আরকেটা গানের এক লাইন শুনছিলাম, আরেক লাইন শোনার জন্যে দীর্ঘদিন মন আকুলি বিকুলি করছিলো, হেরপর ম্যালা খুইজাও ওই গান আর পাইনাই কোথাও। সেইডার এক লাইন ছিলো
"রবিবার দিন তারা সবাই মেয়ে দেখতে গেলো"....আপনেই কন, জানতে ইচ্ছা করেনা হের পর কি হৈলো?
একলাইন কৈরা শোনার আপসুস আরো আছে, ,,....একবার রেললাইন ধৈরা হাটার সময় এক দোকানে বাজতাছিলো..."রিমঝিমরিমঝিম বৃষ্টি পড়েড়ে..তোমার কথা মনে পড়ে-রে"....
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২৬
বিষাক্ত মানুষ বলেছেন: রবিবারে পরে কি হৈছিলো সেইটা তো আমার এখনই জানতে ইচ্ছা কর্তাছে
১৮| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২৩
রাশেদ বলেছেন: শিমুলরে বাইন্ধা পিডা!
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২৭
বিষাক্ত মানুষ বলেছেন: হ .. ইদানিং আবার রাশিবাজী কর্তাছে
১৯| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২৩
নাফিস ইফতেখার বলেছেন: শাবা......ঐ শাবা.......ঐ শাবা........!!!
বুরকা পরা মেয়ে পাগুল করেছে লাইনটার সুর ≈ রূপবানে নাচে কোমড় দুলাইয়্যা!!
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২৮
বিষাক্ত মানুষ বলেছেন: হ .. এইটা ১৪/১৫ টা গানের সুরে বানানো হৈছে
২০| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: চশমা খুইল্যা যকন একটু আমার দিকে চায়
ফুরুৎ কইরা পরান পাকি শূন্যে উইড়া যায়
অসাধারণ... মারহাবা.. মারহাবা...
এক্টা নোপেল দিয়া দেও
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২৯
বিষাক্ত মানুষ বলেছেন: সুইডেনে আজকেই এক্টা মেইল দিতে হৈবো গানের লিংক সহ
২১| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২৫
নাফিস ইফতেখার বলেছেন: মোবাইলটা পরে কিভাবে বের করা হয়েছিলো জাতি দেখতে চায়!
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: অশ্লীল কমেন্ট
২২| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২৮
নাফিস ইফতেখার বলেছেন: একটা নতুন ম্যুভি বানানোর কাম
OO7: The Burkha is not enough
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩২
বিষাক্ত মানুষ বলেছেন: অথবা টুমরো নেভার বুরকা
২৩| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২৮
মানুষ বলেছেন: "দিওনাগো বাসর ঘরে বাত্তি নিভাইয়া" এই গানটা লাগাও
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৩
বিষাক্ত মানুষ বলেছেন: লা হাউলা ওয়ালা কুউয়াৎ !
২৪| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২৯
অদ্রোহ বলেছেন: মানুষ যে হারে শুনতাসে,এইটা তো কয়েকদিন বাদেই আমগো জাতীয় সঙ্গীত হইয়া যাইব।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা হিট নাকি !!! আমি তো আজকেই প্রথম শুনলাম .. ধুর .. নিজেরে আরো আপডেট কর্তে হবে
২৫| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩০
অদ্রোহ বলেছেন:
২৬| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩২
হাসান মাহবুব বলেছেন: প্রিয়তে নিলাম
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৫
বিষাক্ত মানুষ বলেছেন: হা হা হা
২৭| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৩
বুলবুল আহমেদ পান্না বলেছেন: তুমিনালী'র ভিত্রে আরেক্টা পাইলাম--
MEYE DEKHTE CHOCLATE
নিজ দায়িত্বে-
Click This Link
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৫
বিষাক্ত মানুষ বলেছেন: হ দেখছি
২৮| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৩
নাফিস ইফতেখার বলেছেন: পোস্ট প্রিয়তে নিলাম আমিও!
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৭
বিষাক্ত মানুষ বলেছেন: খিক খিক
২৯| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৫
নাজিরুল হক বলেছেন: মারহাবা.. মারহাবা...
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৮
বিষাক্ত মানুষ বলেছেন:
৩০| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৬
শওকত হোসেন মাসুম বলেছেন: মানু কি ঢাকা আইসা মগবাজার গেছিল? বোরকা পড়া পাইলো কৈ?
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৮
বিষাক্ত মানুষ বলেছেন: মাসুম ভাই জায়গামত ধর্ছে রে
৩১| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৬
আকাশ_পাগলা বলেছেন: হা হা হা হা হা হা
সুস্থ মনের মানুষ এই গান শুনে না হেসে পারবে না। কোন এক গাধার লেখা লিরিক্সে নির্মল বিনদোন। হাসতে হাসতে শেষ।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৯
বিষাক্ত মানুষ বলেছেন: আপনে গীতিকার রে অপমান করতাছেণ কেন !! এরকম নির্মল বিনোদন দিয়ার জন্য উনারে গোল্ডেন গ্লোব দেওন দর্কার
৩২| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৯
নাফিস ইফতেখার বলেছেন: সিডিতে বার্ণ দিলাম। আব্বুরে দেখোবো!
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৪১
বিষাক্ত মানুষ বলেছেন: সারছে কাম !!!
কদিন পরে দেখবা চাচা শেভ করতে করতে গুনগুন করে এই গান গাচ্ছে
৩৩| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৯
অপ্সরা বলেছেন: আমার খুবি পঁচা লেগেছে।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৪১
বিষাক্ত মানুষ বলেছেন: ক্যান ক্যান !!!!!
গানটা শুনার পর থেকে আমার ছুট্ট এক্ট নল দিয়া জুশ খাইতে ইচ্ছা করতাছে
৩৪| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩৯
শ।মসীর বলেছেন: অসাধাহরন লিরিকস।মাথা আছে।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৪২
বিষাক্ত মানুষ বলেছেন: হ ... মাথা না থাকলে এইরকম জিনিস বাইর হয় কৈ থিকা !
৩৫| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৪১
লেখাজোকা শামীম বলেছেন: বুরকা পইড়াই যুদি পাগুল কইরা ফালায়, বুরকা খুল্লে কি হইব ? হায় , হায়।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৪৩
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা আশা ভোঁশলে অনেক আগেই বলছে -- পার্দে ম্যায় র্যাহনে দো পার্দা না উঠা্ও
৩৬| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৪৩
কুয়াশা ভোর বলেছেন: সেইরাম তো !!!!!!!!!!!!!!
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৪৫
বিষাক্ত মানুষ বলেছেন: এগেইন আস্ক !!
৩৭| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৪৪
আকাশ_পাগলা বলেছেন: টাইপোঃ বিনোদন ।
৩৮| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৪৭
অদ্রোহ বলেছেন: গানটা চিক্কুর পাইড়া গাইতে খুব মন চাই,মাগার লুক-লজ্জা বলে একটা কথা আছেনা।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৫২
বিষাক্ত মানুষ বলেছেন: আমার সেই সমস্যা নাই .. গলা ফাটায়া গাইতাছি
৩৯| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৪৮
নাফিস ইফতেখার বলেছেন: এক্সটেনশন
বাসর রাতে যকন বউয়ের ঘোমটা কুইলা চাই
তার বদুলে আমি কালি তুমায় দেখতে পাই
নিভাই যখন বাত্তি তখন দিল ধুকুপুকু করে
তোমার জন্য কাইন্দা আমার ছুট্টু পরাণ মরে
তোমার জন্য কাইন্দা-কাইট্টা বাসর আমার মরেচে
বুরকা পড়া মেয়ে পাগল করেচে
একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৫৩
বিষাক্ত মানুষ বলেছেন: হা হা হা হা হা
ণাফিস রে ... তুমার নামে একটা ছুট্টু নল সহ এক পেকেট জুশ বরাদ্দ করা হইলো .. সাক্ষাতে দেয়া হৈবে
৪০| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৪৮
নাজমুল আহমেদ বলেছেন: দেশ এগিয়ে যাচ্ছে.........তার সাথে এগিয়ে যাচ্ছে দেশের গান............
অসাধারন........ অসাধারন............
গিতীকার/সুরকার/গায়ক/মডেল সবডিরে সর্বোচ্চ পুরষ্কারে ভূষিত করা উচিত।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৫৪
বিষাক্ত মানুষ বলেছেন: হ
৪১| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৫১
জয়িতা বলেছেন: গানটা শুইনা এই পুষ্ট পইড়া দিলখুশ হইছে........
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: হে হে হে
কাইল রাতে মেজাজ হট নিয়া ঘুমাইতে গেছিলাম .. সকালে এই গান শুইন্না পুরা দিল খুশ
৪২| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৫৫
অদ্রোহ বলেছেন: একই গাতকের ও বন্ধু লাল গুলাবি আরেকটা সিরাম গান।
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৫৭
বিষাক্ত মানুষ বলেছেন: শুনি নাই তো !!! খুঁজতাছি এখনই
৪৩| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৫৮
লেখাজোকা শামীম বলেছেন: আহারে, আগে ক্যান গানটা শুনলাম না। তাইলৈ একটা বুরকা পড়া মেয়ের সাথেই .......
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৫:০৪
বিষাক্ত মানুষ বলেছেন: আহারে
৪৪| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৫:০৫
জয়িতা বলেছেন: মানু বেচারা বিরহে আছে বলে এই অবস্থা।তুমারও মনে হয় একঐ কেস....
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৫:১০
বিষাক্ত মানুষ বলেছেন:
আমাদের বিরহ নিয়া তো তাও গান আছে
বুরকা পড়া মেয়ে পাগল করেছে
৪৫| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৫:১২
সামী মিয়াদাদ বলেছেন: ৩০ সেকেন্ড পরেই তো মাইয়া বোরখা খুইলা ফালাইলো
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৫:২৩
বিষাক্ত মানুষ বলেছেন: তিরিশ সেকেন্ড যে বুরকা পড়া ছিলো এইটাই বা কম কি !!
৪৬| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৫:১৩
ফা্রুক হাসান বলেছেন: শেষ দিরিসশোটা জটিল...
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৫:২৪
বিষাক্ত মানুষ বলেছেন: কোলে নিয়া ঘুর্নি খায় যে !
৪৭| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৫:১৭
রোডায়া বলেছেন: মারাত্মক!!!
মনটাই ভালো হয়ে গেলো!!!!!!!!
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৫:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: হু .... খাঁটি বিনোদন
৪৮| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৫:২৭
তনুজা বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: আহারে, আগে ক্যান গানটা শুনলাম না। তাইলৈ একটা বুরকা পড়া মেয়ের সাথেই .......
বিমা আপ্নের তো চান্স আছে -- না কি কন
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৫:৩৯
বিষাক্ত মানুষ বলেছেন: তা তো অবশ্যই
৪৯| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৫:২৭
মাহবুব সুমন বলেছেন: অসাধারন গান সোজা প্রিয়তে
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৫:৪০
বিষাক্ত মানুষ বলেছেন: হে হে
৫০| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৫:৩৪
আলী আরাফাত শান্ত বলেছেন: এই গান কবে শুনছি!চ্যানেল আইতে দুপুরের দিকে একটা অনুষ্ঠান ই হয় এগুলো মাস্টারপিচ গান নিয়া
ভিডুটা জোশ
সেরকম একটা গানের লিরিকস কই
শিল্পীর নামটা মনে নাই
আমি নতুন আমার বন্ধু নতুন
দুই নতুনে জললো আজ পিরিতের আগুন!!
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৫:৪০
বিষাক্ত মানুষ বলেছেন: তুমি তাইলে নিয়মিত দর্শক !
৫১| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৫:৪৪
আলী আরাফাত শান্ত বলেছেন: নিয়মিত না! বাংলা গানের কি অবস্থা সেইটা জানার জন্য এগুলা দেখার বিকল্প নাই
আরো কিছু গান আছে লিরিকস কইলে জেনারেল বানাবো কইলাম না!
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৫:৪৫
বিষাক্ত মানুষ বলেছেন: খাইছে ! তাই নাকি !!
৫২| ০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
সৌম্য বলেছেন: জটিল। বুরকা পড়া মাইয়ারে কেমনে দেখলো সেইটা ইস্যুনা। পাগল করেছে। পাগল সব কিছুই দেখতে পায়। এইটা সমস্যা না।
০৩ রা জুন, ২০০৯ রাত ৯:৫৪
বিষাক্ত মানুষ বলেছেন: কথা ঠিক
৫৩| ০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
নাজমুল আহমেদ বলেছেন: গাতক শরিফ উদ্দিন মিয়া মারাত্মক মারাত্মক মডেল লইয়া কাজ কারবার করে!!!
০৩ রা জুন, ২০০৯ রাত ৯:৫৮
বিষাক্ত মানুষ বলেছেন: হ
৫৪| ০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
জেরী বলেছেন: হাসতেই আছি
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:০২
বিষাক্ত মানুষ বলেছেন:
৫৫| ০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আহা...বুরকা কি নিনজা বুরকা নাকি? দেখলো কেমতে আর পাগল হইল কেমতে? বুরকা পড়া মেয়ের বুক পকেট আইলো কই থিকা? এই বুরকা কেঠায় ডিজাইন করছে??
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:০৪
বিষাক্ত মানুষ বলেছেন: এত প্রশ্ন কর্লে তো গানের রস পাওন যাইবো না । বুরকার বুক পকেট থাকতে পার্বো না এইটা কুন সংবিধানে আছে !!
৫৬| ০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
হাসান বায়েজীদ বলেছেন: ডেনমার্কিস্তানের এই বুরকা পড়া মেয়ে ফাগল করিছে......
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:০৪
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা কি মুসলিম মার্মেইড নাকি !!!
৫৭| ০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
অন্যরকম বলেছেন: সুবহানাল্লাহ!
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:০৫
বিষাক্ত মানুষ বলেছেন:
৫৮| ০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
অন্যরকম বলেছেন: @ বায়েজিদ, ইহার তো চুশমা নাই!!!!!
৫৯| ০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
মহলদার বলেছেন: চোখে পানি আয়া পড়ল।
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: হ
৬০| ০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
হাসান বায়েজীদ বলেছেন: কিভাবে বুজলেন@অনরকম? বুরকার নিচে আরো অনেক কিছুই আছে
৬১| ০৩ রা জুন, ২০০৯ রাত ৮:১৮
মোঃ খায়রুল ইসলাম বলেছেন: ভাই - অ - ভাই ।
একটা গান নিয়ে এতো কমেন্ট্স ।
তাহলেতো গানটা শুনতেই হয় . . . .
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:০৭
বিষাক্ত মানুষ বলেছেন: শুনেন তার্তারী
৬২| ০৩ রা জুন, ২০০৯ রাত ৮:৩৯
ছানাপোনা বলেছেন: অশ্লীল ...................ফালতু..................বিশ্রী...
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:০৮
বিষাক্ত মানুষ বলেছেন: হু.. ছানাপোনা পয়দা করার সিস্টেমটাও বড়ই অশ্লীল
৬৩| ০৩ রা জুন, ২০০৯ রাত ৯:১৩
রাইডার বলেছেন: অসম্ভব ভালো লাগা একটা গান
শেয়ারের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:০৮
বিষাক্ত মানুষ বলেছেন: খিক
৬৪| ০৩ রা জুন, ২০০৯ রাত ৯:২১
আশরাফ মাহমুদ বলেছেন: মানু' এই গান সুপারিশ করছে! আহারে পোলাডা......দেশে গিয়ে-ও...।
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:১০
বিষাক্ত মানুষ বলেছেন: আর কৈয়ো না
৬৫| ০৩ রা জুন, ২০০৯ রাত ৯:৩১
অমাবশ্যার চাঁদ বলেছেন: মহলদার বলেছেন: চোখে পানি আয়া পড়ল।
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:১১
বিষাক্ত মানুষ বলেছেন: হ
৬৬| ০৩ রা জুন, ২০০৯ রাত ৯:৩৩
চানাচুর বলেছেন: খুব চমৎকার!
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:১১
বিষাক্ত মানুষ বলেছেন: জ্বী
৬৭| ০৩ রা জুন, ২০০৯ রাত ৯:৩৭
েজবীন বলেছেন:
.... এই মারাত্নক লিরিকস ক্যামনে লিখছে!!!......
ধুর!... লাইন স্লো তাই শুনতে পারলাম না...
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: গানটা শুনতেই হবে .... দাড়াও এমপিথ্রি পাইনাকি দেখি
৬৮| ০৩ রা জুন, ২০০৯ রাত ৯:৫৫
সোজা কথা বলেছেন:
বিমা আপনার লিরিক্স লেখার ধৈর্যকে প্লাস না দিয়ে উপায় নাই।
চিন্তা করছি মেয়েদের দৃষ্টিতে হলে কী হতো লিরিক্সটা? (আশা করি এটা আবার কারো অনুভুতিতে আঘাত লাগাবে না )
এই চ্যানেলে যকনই খবর শুনতে যাই
জোব্বা পরা এক হুজুর দেখতে পাই
মেন্দী রাঙায়ে,
চিড়ুনি আচড়ায়ে
দাড়িওয়ালা সে হুজুর আমায় পাগল করেছে
...
টিভি চ্যানলগুলোতে স্টাইল সচেতন হুজুর তো ভালই বেড়েছে। তাজ্জব কাজের জামা টুপির বাহার দিয়ে জা জি যুর ছড়াছড়ি। হয়তো মমতাজেরা এরকম প্রতি:সঙ্গীতের "বিডিও" বাজারে ছাড়বে কয়দিন পর।
(অবশ্য জানিনা এটা কি পাঞ্জাবীওয়ালার রিভার্স নাকি?)
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:১৬
বিষাক্ত মানুষ বলেছেন: হা হা হা হা ... ভালো লিখছেন
৬৯| ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:১২
চানাচুর বলেছেন: আপনি কি দেশে?
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: কি মনে হয় !!!
৭০| ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:১৬
আমিনুল ইসলাম বলেছেন: গানটা প্রথম গ্রামে শুনেছিলাম। এখন দেখি পাশের বাড়িতেও এসে পড়েচে
গানটা ভালোই শুধু উচ্চারণ মেজাজ খারাপ করে দেয়।
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:২১
বিষাক্ত মানুষ বলেছেন: হা হা হা .. ঐটাই তো গানটার চুম্বক অংশ
৭১| ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:২০
আমিনুল ইসলাম বলেছেন: বুরকা পড়া মেয়ে অ্যালবামের পরের হিট "চশমা পড়া মেয়ে"। সংগ্রহ করুন জলদি করে।
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:২২
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা কে বাইর কর্ছে !! আপনে !!
৭২| ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:২৫
চানাচুর বলেছেন: আমি বলছি কি.... দেশ আছেন নাকি বিদেশে চলে এসছেন?
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:২৭
বিষাক্ত মানুষ বলেছেন: বিদেশ যাওয়া কি আর হবে আমার কখনো !
৭৩| ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:২৯
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: বেশ কয়েকমাস আগে, আমি যখন প্রথম এই ব্লগে, তখন এই গানটা দেখি। আর সাথে এর একটি লাইভ ভার্সন। পোস্ট টির লিংক পাচ্ছিনা। কিন্তু খুদে মাঝির কণ্ঠের এই গানটা বুকমার্ক করে রেখেছিলাম। শেয়ার করার লোভ সামলাতে পারলামনা।
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৩২
বিষাক্ত মানুষ বলেছেন: হা হা .. গানতো তাইলে পুরা বাংলায় হিট !!
৭৪| ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৩৬
চানাচুর বলেছেন: আপনার বিয়ে সাদির কত দূর? খুব মেয়ে দেখে বেড়াচ্ছেন মনে হচ্ছে...... :-<
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৩৭
বিষাক্ত মানুষ বলেছেন: কার পোস্টে কার কমেন্ট কর্তাছো !!
মাথায় সেদ্ধ পানি ঢালো
৭৫| ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৩৯
ফারহান দাউদ বলেছেন: এই গান শুইনাই? আপনের অক্ষনি ওয়েষ্টার্ন (ওয়েস্টার্ন না) মিলনের গান শুনা দরকার,মৌরি মৌরি মৌরি,তুমি গেচো চলে।
Click This Link
http://www.youtube.com/watch?v=aXWAJ6hdA2k
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৪৩
বিষাক্ত মানুষ বলেছেন: লে হালুয়া !!!!! এইটা আবার কোন চিজ !!!! আমি হতভম্ব
৭৬| ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৪০
চানাচুর বলেছেন: আপনার পোস্টেই আপনার জন্য কমেন্ট দিচ্ছি .....গান শোনা দেখে উপরিউক্ত মন্তব্য মাথায় এসেছে
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৪৪
বিষাক্ত মানুষ বলেছেন: ও আচ্ছা
৭৭| ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৪৫
ফারহান দাউদ বলেছেন: ওয়েষ্টার্ন মিলন এই মুহূর্তে ব্যাপক হিট,এই পুস্টে বসের ফটুক পাইবেন।
Click This Link
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৫০
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা তো দেখি মারাত্মক জিনিস !!!!!
৭৮| ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৪৬
~স্বপ্নজয়~ বলেছেন: আ আ আ ...... আ আ আ ... আ আ আ ...... আ আ আ ...
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৫২
বিষাক্ত মানুষ বলেছেন:
৭৯| ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৫৯
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: হুমমমমমমমমমমম
১০ ই জুন, ২০০৯ রাত ১২:২৬
বিষাক্ত মানুষ বলেছেন: হু
৮০| ০৩ রা জুন, ২০০৯ রাত ১১:০০
অপরিচিত_আবির বলেছেন: গানটার ভিডিওটা হইলো আরো দারুণ। এইটাতো বুয়েটে আমাদের বান্দর গ্রুপের ফেভারিট গান। বিগত সিভিল ফেস্টিভালে বেচারি উপস্থাপিকা মাথা ঢেকে রাখবার খেসারত দিসে আমাদের বান্দর গ্রুপের কোরাস গানে।
১০ ই জুন, ২০০৯ রাত ১২:২৭
বিষাক্ত মানুষ বলেছেন: আহারে বেচারী
৮১| ০৩ রা জুন, ২০০৯ রাত ১১:০১
মমমম১২ বলেছেন: উদ্ভট!!
জোব্বা পরা ছেলে পাগল করেছে আমি লিখতেছি ।
আপনি একটু গেয়ে দিয়েন।
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: আপনার গান আমি গাইতে যাবো ক্যান !!!
৮২| ০৩ রা জুন, ২০০৯ রাত ১১:১৯
টুশকি বলেছেন: ছট্টু একটা নল দিয়া খায় যখন জুশ
খুদার কসম তকন আমার তাকে না যে হুশ
ঘানের ড়ছয়িথা ইকানে ফেফসি, কুক, ছেভেন আফ বাদ দিয়া জুশের কথা লেখচেন। ব্যাফারটা আন্নেরা খিয়াল কৈচ্চেন্নি?
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৩১
বিষাক্ত মানুষ বলেছেন: হু খিয়াল কর্ছি
৮৩| ০৩ রা জুন, ২০০৯ রাত ১১:৫২
শূন্য আরণ্যক বলেছেন: শুনতে হয় কি জিনিষ এটা ........।
এত বিক্ষ্যাত গান
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৩৩
বিষাক্ত মানুষ বলেছেন: শুনেন
৮৪| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১২:০৩
ঘনাদা বলেছেন: হাহাহাহ!
হাসতে হাসতে শ্যাস!!
আলতারাঙ্গা পাই...আবার নুপুর পরেচে... হাহাহাহা
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৩৮
বিষাক্ত মানুষ বলেছেন:
৮৫| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১২:১৮
মোতাব্বির কাগু বলেছেন: চি চি বুরকা পড়ে এরকম গান গজব পইরব /
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৪৭
বিষাক্ত মানুষ বলেছেন: ৩০ সেকেন্ড বুরকা পড়া আছিলো কেবল । সমস্যা নাই
৮৬| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১২:২৭
রন্টি চৌধুরী বলেছেন: তুমার আর মানুর উপকার জীবনে ভুলব না।
দেশ থিকা আইসা হোমসিক এড়াইতে গিয়া দেশের সব স্মৃতি ভুইলা গেছিলাম। গানটা শুইনা নষ্টালজিক হইলাম।
সেন্টমার্টিন যাওয়া আর আসার পথে সারা জাহাজে এই গানের সুমধুর সঙ্গীত সহ্য করতে হয়েছে।
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫০
বিষাক্ত মানুষ বলেছেন: আমি একবার খুলনা গেছিলাম সারা রাস্তা 'ইয়ে দিল আশিকানা' শুনতে শুনতে । সেই গান এখনো আমার পুরা মুখস্ত আছে
৮৭| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১২:২৯
রন্টি চৌধুরী বলেছেন: গানখানা আমাগো এলাকায় শুনতে পাই নাই বেশী, কিন্তু গায়ক বেচারা তো জন্মসুত্রে আমাগো এলাকার বইলাই জানি।
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫০
বিষাক্ত মানুষ বলেছেন: কোন এলাকা
৮৮| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১২:৩৩
রন্টি চৌধুরী বলেছেন: পোষ্টে গীতিকারের নাম না দেখে হতাশ হলাম।
গীতিকার হাসান মতিউর রহমান।
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫১
বিষাক্ত মানুষ বলেছেন: গীতিকারের নাম ভিডুতে দেয়া আছে
৮৯| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১২:৪৩
তারার হাসি বলেছেন:
তুমিনালী ... প্রথমে ভেবে কূল পাচ্ছিলাম না, এটা আবার কোন সাইট, গানখানি শোনার কোন ইচ্ছা নাই তবুও শুধু তুমিনালী কি তা দেখার জন্য ক্লিক করলাম ...
এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে ?
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫১
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা তো অনেক আগেই আবিষ্কার হইছে
৯০| ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৮:১০
রাহাজানি বলেছেন: তুমিনালীতে আরেকজন মহিলা শরিফুড্ডীন পাইছি Click This Link
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫২
বিষাক্ত মানুষ বলেছেন: দেখলাম
৯১| ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১০:২৫
কাঙাল মামা বলেছেন: বুরখার ফ্রেমে ফইড়া গেলুম
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫৩
বিষাক্ত মানুষ বলেছেন: হু!
৯২| ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১০:৩৮
প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: হা হা হা........................এই গান আগে শুনিনাই! লিরিকস পড়ে মজা পাইলাম।
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫৪
বিষাক্ত মানুষ বলেছেন:
৯৩| ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:৩২
তায়েফ আহমাদ বলেছেন: বোরকা হড়ি হেতী আঁরে হাগল কইচ্ছে!
হা হা প গে!
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫৫
বিষাক্ত মানুষ বলেছেন:
৯৪| ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:৪১
মেঘবাজি বলেছেন:
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫৫
বিষাক্ত মানুষ বলেছেন:
৯৫| ০৫ ই জুন, ২০০৯ রাত ১২:০৫
নিবিড় অভ্র বলেছেন: খিক খিক
বুরকা পরা মাইয়া মানু ভাইরে ......
এইডা বিশাল বিখ্যাত গান! ফারামগেইট গেলেই শুইনা কানে মধু গ্রহণ করি .....
সোওওওওওওওওওওওওওওওজা শোকেসে
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫৫
বিষাক্ত মানুষ বলেছেন: হি হি হি হি
৯৬| ০৬ ই জুন, ২০০৯ সকাল ১১:০০
অক্ষর বলেছেন: আগে শুনি নাই, শুনলাম
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: ঠিকাছে
৯৭| ০৬ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৬
অলস ছেলে বলেছেন: জটিলস্য জটিল। পাগলা হৈয়া নাচতে মন চায়।
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন:
৯৮| ০৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৬
নিবিড় অভ্র বলেছেন: টিং টং!!
টিং টং!!
বাড়িতে কেউ আছেন???
নক নক নক....
এনিবাডি হোম??????????
খট খট খট.....
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫৭
বিষাক্ত মানুষ বলেছেন: ৪ দিন বাসায় আছিলাম না । আজকে আসছি । এখন বাসায় আছি
৯৯| ০৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৯
পুসকি বলেছেন: আমি বুরকা পড়তে চাই
১০ ই জুন, ২০০৯ রাত ১:০১
বিষাক্ত মানুষ বলেছেন: পড় .. তোকে মানা করছে কে !!!
১০০| ০৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৫
আনিসুজ্জামান উজ্জল বলেছেন: বাহবা বাহবা বাহবা ...
১০ ই জুন, ২০০৯ রাত ১:০১
বিষাক্ত মানুষ বলেছেন: হু
১০১| ০৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৫
শাওন৩৫০৪ বলেছেন: ইমোশন দইরা রাকতে পারটাছিনা গো বাই...গানটা তো আমায় পাগুল করেচে...
১০ ই জুন, ২০০৯ রাত ১:০৩
বিষাক্ত মানুষ বলেছেন: হু আমারেউ
১০২| ০৯ ই জুন, ২০০৯ সকাল ৯:১১
পারভেজ রবিন বলেছেন: আপনার ব্যাঙ্গ উপস্থাপনা চমৎকার।
এই গানটার অত্যাচারে দেশ ছাড়ার উপক্রম হয়েছে। প্রতিদিন আইসক্রিম ওয়ালা এই গান বাজিয়ে কান ঝালাপালা করে যায়।
১০ ই জুন, ২০০৯ রাত ১:০৪
বিষাক্ত মানুষ বলেছেন: হা হা হা .. তাই নাকি !
১০৩| ০৯ ই জুন, ২০০৯ সকাল ১০:৪২
সৌরভ১৩ বলেছেন: গানটা আগে টুকটাক শুনছিলাম... এখন সম্পূর্ণ শুইনা আর দেইখা মনটন তো নরম হইয়া যাইতেছে ভাই...
১০ ই জুন, ২০০৯ রাত ১:০৮
বিষাক্ত মানুষ বলেছেন: এক্কেবারে খাঁটি বিনোদন
১০৪| ০৯ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৩
সিক্স স্ট্রিং বলেছেন: গানটা শুনছি , আসলেই জটিল লাগছে
১০ ই জুন, ২০০৯ রাত ১:০৯
বিষাক্ত মানুষ বলেছেন: হ
১০৫| ০৯ ই জুন, ২০০৯ দুপুর ২:২৬
শাওন৩৫০৪ বলেছেন: গানের লিন্ক তো ফেস ভুখে দিয়া হিট খাইয়ালছি...
১০ ই জুন, ২০০৯ রাত ১:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: হ
১০৬| ১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫৩
জেনারেল বলেছেন: লুকে কয় শরফুদ্দিন নাকি বর্তমানে ময়ুরীর বয় ফেরেন্ড?
কথা সত্য নিকি?
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫৮
বিষাক্ত মানুষ বলেছেন: খাইছে আমারে !!!!! তাই নাকি !!! ময়ুরী তো শারফুদ্দিনরে শাঢ়ির আচলের মত মাথার উপর নিয়া বন বন কইরা ঘুরাইতে পার্বো
১০৭| ১০ ই জুন, ২০০৯ রাত ১:০৫
জেনারেল বলেছেন: size does not matter,
১০ ই জুন, ২০০৯ রাত ১:১২
বিষাক্ত মানুষ বলেছেন: এম কে রওলিংস এর সেই বিখ্যাত ডায়লগ
১০৮| ১০ ই জুন, ২০০৯ রাত ৯:০০
নতুন বলেছেন: http://www.youtube.com/watch?v=BTbRPqhFuu
বাংলা ভিডিও টা দেখেন..
১০ ই জুন, ২০০৯ রাত ৯:১৬
বিষাক্ত মানুষ বলেছেন: লিংক কাজ কর্তাছেনা
১০৯| ১০ ই জুন, ২০০৯ রাত ৯:০৭
পারভেজ বলেছেন: আপাততো শোকেসে রাখলাম
জুশ মতো শুনতে হবে
১০ ই জুন, ২০০৯ রাত ৯:১৭
বিষাক্ত মানুষ বলেছেন: ঠিকাছে
১১০| ১০ ই জুন, ২০০৯ রাত ৯:১৬
সহেলী বলেছেন: খুবই হাসি পাচ্ছে !
তবে বোরখা নিয়ে মশকরা , কলিকাল একেই বলে !!!!!!
১০ ই জুন, ২০০৯ রাত ৯:১৮
বিষাক্ত মানুষ বলেছেন: হু .. কেয়ামতের আর দেরি নাই
১১১| ১০ ই জুন, ২০০৯ রাত ৯:১৯
১০ ই জুন, ২০০৯ রাত ১০:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: এইটাই তো সেইটা
১১২| ১১ ই জুন, ২০০৯ রাত ১০:৩৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: পোস্ট প্রিয়তে লইলাম। তয় গানডা দেখবার চাই। ডাউনলোডামু কেমতে????
১৩ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৯
বিষাক্ত মানুষ বলেছেন: ফায়ার ফক্সে ডাউনলোড হেল্পার নামে এক এডঅন আছে । সেইটা দিয়া খুব সহজেই নামাতে পারবা।
১১৩| ১১ ই জুন, ২০০৯ রাত ১০:৫৫
নকীবুল বারী বলেছেন: বেশি জোসসসসস
১৩ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪০
বিষাক্ত মানুষ বলেছেন: হ
১১৪| ১৩ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৩
হনলুলু বলেছেন: ওরে খাইছেরে ......
হাস্তে হাস্তে পেটে বেদানা হৈতেছে .....
১৩ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৬
বিষাক্ত মানুষ বলেছেন: সেইরকম গান এক্টা
১১৫| ১৩ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৩
ভালো-মানুষ বলেছেন: "সামাজে বিক্বতির ধারা যত উর্ধ্বমুখী হয় শিল্পের গুনগত মানের ধারা তত নিম্নমুখী হয়।" গানটা শুনে এই বিখ্যাত উক্তিটি মনে পড়ল।
১৩ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা নাকি দেশের এই সময়ের হিট গান ?
১১৬| ১৩ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
ভালো-মানুষ বলেছেন: গানটির গীতিকার হাসান মতিউর রহমান আগে প্যারা-ফোক সিঙ্গার ইব্রাহীম, আশরাফ উদাস এদের জন্য ফরমায়েশী গান লিখতেন। গ্রামবাংলায় সেইসব গানের একটা গ্রহণযোগ্যতা রয়েছে সেটা স্বীকার করছি। সেই গানগুলো শৈল্পিক মানের ক্ষেত্রে কতটা উত্তীর্ন হতো সেটা কখনো প্রশ্নের মুখোমুখি হয়নি। কিন্তু এ ধরণের গান যখন বোরকা-পরা ও স্কার্ট পরা মেয়েসহ মিউসিক ভিডিও করে টিভি-ইন্টার্নেটে প্রচার করা হয় তখন সেটি নানা কারণেই প্রশ্নবিদ্ধ হবে - এমনকি সেইসকল 'রেগুলার' শ্রোতাদের কাছেও।
১৩ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
বিষাক্ত মানুষ বলেছেন: তাইলে এখন প্রতিকারের কিছু দিক নির্দেশনা দেন
১১৭| ১৫ ই জুন, ২০০৯ রাত ১১:৫৭
নোক্সেনডার বলেছেন: সেইরকম
মুরাদ ভাই আপনে এমন একটা ভিডিও বের করেন না
১৬ ই জুন, ২০০৯ রাত ১:৪২
বিষাক্ত মানুষ বলেছেন: ঠিকাছে .. তুমারে নায়কের পিছনে নাচার দলে সিলেক্ট করা হৈলো। নাইকা কারে নিমু চিন্তা কর্তাছি। বিলাতি চকলেটের মাইয়াটারে নিমু নাকি ?
১১৮| ১৬ ই জুন, ২০০৯ রাত ১:৪৫
নাজিম উদদীন বলেছেন: এখন তাহলে এধরণের গান চলতেছে, খারাপ না।
১৬ ই জুন, ২০০৯ রাত ২:৪৪
বিষাক্ত মানুষ বলেছেন: তাইতো দেখতাছি
১১৯| ১৮ ই জুন, ২০০৯ রাত ১:২৮
মোহাম্মদ লোমান বলেছেন: শিরোনামটা বেশ অকর্ষনীয়।
১৮ ই জুন, ২০০৯ রাত ১০:৫৭
বিষাক্ত মানুষ বলেছেন: হু
১২০| ১৮ ই জুন, ২০০৯ রাত ১০:৪৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার আইকন কিভাবে দেয়?!
১৮ ই জুন, ২০০৯ রাত ১০:৫৮
বিষাক্ত মানুষ বলেছেন: কৈতারিনা ।' =)) ' এইটা দিতে পারো .. সামাঝদাররা বুঝে নিবে
১২১| ১৯ শে জুন, ২০০৯ রাত ৯:১৬
অরণ্যচারী বলেছেন: শুন্তেছি।
২৫ শে জুন, ২০০৯ রাত ৯:২৪
বিষাক্ত মানুষ বলেছেন: ঠিকাছে
১২২| ২৫ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৩
রাজর্ষী বলেছেন: হেগো ওতো গান গাওনের সাধ আছে। এইডা লইয়া মজা.. ঠিক্না এসব...।
২৫ শে জুন, ২০০৯ রাত ৯:২৬
বিষাক্ত মানুষ বলেছেন: মজা না .. এইটা সিরিয়াস পুস্ট
১২৩| ২৬ শে জুন, ২০০৯ রাত ১২:০৮
আহমেদ রাকিব বলেছেন: হাসতে হাসতে পেট ব্যথা হইয়া গেল। কমেন্ট গুলাও সেরাম হইছে। বিমা ভাইরে ধইন্যা। এমন অসাধারন একটা গান, এই পুষ্ট না পুষ্টাইলে শুনাই হইত না। বুরকা পরা মেয়ে পাগল করেচে।
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৪:১১
বিষাক্ত মানুষ বলেছেন:
১২৪| ২৬ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২২
তারার হাসি বলেছেন:
ভিডিও টা দেখে আমি হাসতে হাসতে আমার চোখে পানি এনে ফেলেছি, তখন অনলাইনে ছিল আমার এক বন্ধু, সে আমাকে দেয় এক ঝাড়ি (সেও হাসতে হাসতে )! "পাও কই এসব, মাথা ঠিক আছে তো ?"
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৪:১২
বিষাক্ত মানুষ বলেছেন: হি হি হি হি হি ....
১২৫| ২৭ শে জুন, ২০০৯ দুপুর ১২:৩১
কুতুব্ বলেছেন: খোমাখাতা কি
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৪:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: খোমা = চেহারা = Face
খাতা = নোটবুক = Book
অবশ্য এইটারে খোমা-কিতাব ডাকা উচিত .. তবে খোমাখাতা ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে
১২৬| ২৭ শে জুন, ২০০৯ বিকাল ৩:২২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হগলের লিগা উন্মুক্ত এক্সকুলুসিভ ডাউনলোড লিংক।।।।।।।।।।।।।।
Click This Link
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৪:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: সাবাশ ! থ্যাঙকু তোমারে
১২৭| ২৭ শে জুন, ২০০৯ বিকাল ৩:৪৬
মাতব্বর বলেছেন:
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৪:১৫
বিষাক্ত মানুষ বলেছেন:
১২৮| ৩০ শে জুন, ২০০৯ ভোর ৪:৩৪
সপনীল বলেছেন: ভাই, এ রকম একটা সুন্দর লিংক এর জন্য ধন্যবাদ, অত্যন্ত আনন্দদায়ক একটা গান!!!!!
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৪:১৭
বিষাক্ত মানুষ বলেছেন: ঠিক।
১২৯| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১২:১৭
হুতুমপেঁচা বলেছেন: চটিল গান, হা হা প গে
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৪:১৯
বিষাক্ত মানুষ বলেছেন:
১৩০| ০৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩০
একজন সুখীমানুষ বলেছেন: আমি এক্টা শুনেছিলাম একবার সিলেট যাবার পথে
"গম দেবার কথা বইলা ডাইকা আনলেন ক্যান
ও চেয়ারম্যান
আচল ধইরা টান দিলেন ক্যান"
১৪ ই জুলাই, ২০০৯ ভোর ৫:১৮
বিষাক্ত মানুষ বলেছেন: নাউজুবিল্লাহ
১৩১| ১০ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫৮
বর্ণান্ধ বলেছেন: "দিওনাগো বাসর ঘরের বাত্তি নিভাইয়া............." শুন্তেমঞ্চায়
১৪ ই জুলাই, ২০০৯ ভোর ৫:১৮
বিষাক্ত মানুষ বলেছেন: অশ্লীল... অশ্লীল
১৩২| ১০ ই জুলাই, ২০০৯ রাত ১০:৩৪
ব্ল্যাক মামবা বলেছেন: শওকত হোসেন মাসুম বলেছেন: মানু কি ঢাকা আইসা মগবাজার গেছিল? বোরকা পড়া পাইলো কৈ?
লেখক বলেছেন: মাসুম ভাই জায়গামত ধর্ছে রে
১৪ ই জুলাই, ২০০৯ ভোর ৫:১৯
বিষাক্ত মানুষ বলেছেন: হে হে
১৩৩| ১২ ই জুলাই, ২০০৯ রাত ১:০৩
কুতুব্ বলেছেন: জটিলসসো জটিল
১৪ ই জুলাই, ২০০৯ ভোর ৫:২২
বিষাক্ত মানুষ বলেছেন: হ
১৩৪| ১৬ ই জুলাই, ২০০৯ সকাল ১১:২১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: বর্ণান্ধের গানডা আমিও শুনছি। তয় এক দোস্তের কানে।।।।
সেইদিন রাস্তা দিয়া হাইটা যাওয়ার সময় এক রিকশাওয়ালা চিল্লায়া একডা গান গাইতাছিল। লেখবার পারুম না। ব্যান খামু................
১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৬
বিষাক্ত মানুষ বলেছেন: মুন্নার বয়স কত হৈছে !!!
১৩৫| ২২ শে জুলাই, ২০০৯ রাত ১২:০৯
দেশী পোলা বলেছেন: esnips লিংক চাই
১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: নাই
১৩৬| ২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:২৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনাগো হগ্গলের লিগা একটা গান দিতাছি।।।
তুমি দিওনাগো বাসর ঘরের বাত্তি নিভাইয়া
আমি বদ্ধ ঘরে অন্ধকারে যাবো মরিয়া
তুমি ভয় কেন পাও, প্রাণ সজনী আমায় দেখিয়া
তোমায় বেশ সোহাগে রাখব আমার বুকে জরাইয়া
আচল ধরে টান কেন দাও লাজে মরে যাই
প্রথম রাতে তোমার কাছে একটু ক্শমা চাই
আমি চাইনা তোমার প্রেমের আদর দাওনা ছারিয়া
জোর করে সবকিছু নিওনা কারিয়া
ওগো বাত্তি নিভাইয়া..............................
গানটা আরো বড়। তয় আর শুনিনাইক্কা.........
১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৯
বিষাক্ত মানুষ বলেছেন: লা-হাউলা ওয়ালা কুউয়াৎ
১৩৭| ২৭ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫০
ম্দু বলেছেন: প্রিয়তে ....
১৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: ত্যাঙকু
১৩৮| ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:০৮
হেমায়েতপুরী বলেছেন: অসাধারন...
সত্যি মন ভাল করে দেয়া চুন্দর...
১৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩১
বিষাক্ত মানুষ বলেছেন: হ
১৩৯| ১৩ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: বয়স দিয়া কি করবেন? এইডা দেখেন...............
http://www.youtube.com/watch?v=iyaE6ZV9XjY
আর ইউটিউবে "Lajuk Meye" লেইখা একখান সার্চ মারেন।।।।।।।।।
১৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: বাসার লাইনে য়ুটুব দেখার ধৈর্য নাই
তিন ঘন্টা বইসা থাকতে হৈবো তাইলে
১৪০| ১৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমি কয়েকটা ডাউনলোডাইছি। এককতায় "অচলিল.................."
১৪১| ২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৪
রিমি (স. ম.) বলেছেন: উরে আল্লারে! কি চমেৎকার ঘান রে!!
১৪২| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪২
মাছুম পলাশ বলেছেন: হাসতে হাসতে শেষ। পরিপূর্ণ বিনোদন
১৪৩| ০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৩
মএসএইসভূইয়া বলেছেন: ঊনি ত ময়ুরি কে নিয়েও গান গায়!
ময়ুরি নাকি শরিফ এর বন্ধু!!!!
১৪৪| ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: পুরাখান পাইছি.........
তুমি দিওনাগো বাসর ঘরের বাত্তি নিভাইয়া
আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া
তুমি ভয় কেন পাও প্রাণসজনী আমায় দেখিয়া
তোমায় প্রেম-সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া।
তুমি দিওনাগো বাসর ঘরের বাত্তি নিভাইয়া
আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া
আঁচল ধরে টান দিওনা লাজে মরে যায়
প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই
সুখের পরশ দেব তোমায় থেকোনা দুরে
শান্তি খুজে পাবে আমার প্রেমের আদরে
আমি চাইনা তোমার প্রেমের আদর দাওনা ছাড়িয়া
সবকিছু জোর করে নিওনা কাড়িয়া
ঘরের বাত্তি নিভাইয়া।
তুমি ভয় কেন পাও প্রাণসজনী আমায় দেখিয়া
তোমায় প্রেম-সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া
তুমি দিওনাগো বাসর ঘরের বাত্তি নিভাইয়া
আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া
এই রাত আর কোনদিনও আসবে না ফিরে
একটু পরেই রাত পোহাবে থেকোনা দুরে
আমার বুক কাপে যে দুরুদুরু মনে লাগে ভয়
জানি তো আজ নিশিতে কি জানি কি হয়
আমার ইচ্ছে করে ময়ুরপন্ক্ষি নায়ে চড়িয়া
আমি তোমায় নিয়ে প্রমে-যমুনায় যাব ভাসিয়া
আমি যাব ভাসিয়া, ঘরের বাত্তি নিভাইয়া।
তুমি দিওনাগো বাসর ঘরের বাত্তি নিভাইয়া
আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া
তুমি ভয় কেন পাও প্রাণসজনী আমায় দেখিয়া
তোমায় প্রেম-সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া।
আমার অনেক কথা বলার আছে বন্ধু তোমার সাথে
মনের কথা বলবো সবই এইনা বাসর রাতে
তুমি যতই করো ছলাকলা শুনবো না আর আমি
ভুলে কেন যাওগো তুমি আমি তোমার স্বামী
আগে মনের সাথে মনটা আমি নেব মিলাইয়া
দুটি মনে যদি হয় মিলন কয় তারে বিয়া
বন্ধু কয় তারে বিয়া, ঘরের বাত্তি নিভাইয়া।
তুমি ভয় কেন পাও প্রাণসজনী আমায় দেখিয়া
তোমায় প্রেম-সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া।
তুমি দিওনাগো বাসর ঘরের বাত্তি নিভাইয়া
আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৫৮
তনুজা বলেছেন: ডরাইছি বিমা