![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।
সিঁড়িভাঙা অঙ্কের মতো যখন নেমে আসে সন্ধ্যা
আমি সেই ভেজানো জ়ানালার
ফাঁক দিয়ে দেখি
কি নিবিড়ভাবে তুই
ভূগোলের পাহাড় নদী পার হয়ে
এসে পড়েছিস রুপ্সার ঘোলা জলে ...
তারপর এক সময় নূরজাহান হয়ে
নিজেই মিশে যাচ্ছিস পাঠ্যবইয়ের ইতিহাসে ...
কখনও আবার রসায়নের পাতা ওল্টাতে ওল্টাতে
হয়ে যাচ্ছিস
টেস্টটিউবের লঘু সালফিউরিক আ্যাসিড
আর দূরে তখন আমি
কোনও এক ল্যাবে
সাতশো বছর ধরে পড়ে থাকা কপার
কেঁপে কেঁপে উঠছি তোর স্পশের অপেক্ষায় ...
২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১
ফেলুদার তোপসে বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য, অনেক অনেক ভালো থাকুন।।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৬
আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ