![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।
আলোটা নিভিয়ে দাও,
একটা কথাই বলা বাকি;
যতদুর আমি জেতার জন্য খেলি,
হারতে আসলে ভীষন ভালবাসি ৷৷
অন্ধকারটা একটু বাড়িয়ে দে ,
নিজেকেও যেন খুজে না পাই খুজে,
হারার আগে হেরেই বসে আছি ,
ঘেন্না দিয়ে জংধরা ছিটকিনি ৷৷
হেরেই চলেছি লড়াই সংগ্রামে ,
আবার হেরেছি স্বয়ম্বরের ঘরে,
টেক্কা,বিবি আমার থেকে দুরে,
জোকার গুলো আমার সঙ্গে হারে ৷৷
আমার হারে শ্যাওলা স্যাঁতস্যাঁতে,
না মাখা সাবানে আমার হারের গন্ধ,
আমার হারে মরন চোরাবালি ,
হার মানা হার তোদের জন্য থাক,
আমার হারটা হীরের মতোই খাঁটি৷৷
২| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৬
মো: ইমরান আল হাদী বলেছেন: দারুন লিখনি।
৩| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৫৯
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৩
বিজন রয় বলেছেন: অাসলেই আমাদের সময় খুব অল্প।
কবিতায় +++