![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।
তোর ছাদে রাত নেমেছে নাকি?
আমার ছাদে সবে তো গোধূলি ওড়ে
সেখানেই কাটি মুখ বুজে চার বেলা আর
তোর ছাদে খুঁজি রোদ ভরা মেঘ ঝুলি।
তিন প্রহরের পারলৌকিক ব্যাথা
চার দেওয়ালে বেবাক প্রহসন
সব ঢেলে দিস মুখচোরা মহীখাতে
মাটি গিলে নেয় তরতাজা সম্ভ্রম।
সারা শরীরে এলোমেলো আবদার
স্নায়ু চেপে তোর নিরলস অনশন
চাঁদের গায়ে জমছে খিদের ক্ষোভ
কালপুরুষে রাখলি নিজের কায়া।
গোধূলি পেরিয়ে দেখি উঁকি দেয় চাঁদ
তুই পাঠালি?নাকি পথ খুঁজে এল?
বুঝতে চাই নি-
সরিয়ে দিয়েছি জমা করা যত ক্ষোভ।
রুমালে মুছেছি তোর অযাচিত ঘাম।
আবার খুঁজেছি রোদে ভেজা ছায়াবাজি
খুঁজেই চলেছি চুপিসারে বারে বারে-
আমি এতো টাও অবুঝ না রে-
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৬ রাত ১১:০২
ডরোথি গোমেজ বলেছেন: ভালো