নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

আত্মকথা

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৩

পিছন ফিরে দেখেছি বহুবার,
যদিও কেউ ডাকেনি কোনোদিন;
পিছনে দেখেছি আমারই ইতিহাস
আমার রক্তে হয়েছে রঙিন ৷৷

আমি ছিলাম মাটির কাছাকাছি,
আমি ছিলাম নিচের তলার লোক;
তবু আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিলো মনে
সেই ছোঁয়ার জন্য বিদ্রোহ বিক্ষোভ ৷৷
আমি একাই ছিলাম বেয়নেটের সামনে,
আমার রক্তে শহীদ শহীদ গন্ধ
আমার মতো কেউ ছিলোনা আর;
বাস্তবে তাই “বিপ্লব” এক দ্বন্দ ৷৷

আমি তাদের কথা বলেছিলাম গানে,
যারা রুটির জন্য লড়াই করতে পারে
আমি শুনেছি তাদের অলীক কথকথা;
যারা জেতার জন্য ইচ্ছা করে হারে ৷৷
আমি চেয়েছি দিতে উষ্ণতার স্পর্শ,
যারা শীতের রাতে আগুন পেতে চায়
আমি আগুন হয়ে তাদের কানে কানে;
বলেছি ফাগুন দিনের রোমাঞ্চ অধ্যায় ৷৷

পিছন ফিরে দেখেছি বহুবার
যদিও কেউ ডাকেনি কোনোদিন,
তবুও দেখেছি আমার শরীর জুড়ে;
ধুলো,আলো মাখা পৃথিবীর কতো ঋণ ৷৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৭

ধ্রুবক আলো বলেছেন: বাহ! খুব সুন্দর,..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.