![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে এখন বিভিন্ন রকম প্রতিভাদের কদর দিতে এগিয়ে এসেছে বিভিন্ন রকম মিডিয়া। যদিও এর আড়ালে তাদের ব্যবসাটাই মূখ্য সেই সাথে প্রতিভা তৈরির নামে কিছু বদ নিয়ত হাসিল করাটাও সমান যৌক্তিক বটে। এই দেশে যত রকম প্রতিভা অন্বেষন হয় তার কতগুলু সঠিক ভাবে হয়? সবইতো লোক দেখানো আর পন্যর প্রচার। তার মধ্যে এসএমএস নামে রয়েছে আরেক নোংরা খেলা। যে যতগুলো খুশি তত এসএমএস পাঠাতে পারবে। আর যত এসএমএস আসবে তত ইনকাম। তারা যদি সত্যিকার অর্থে এসএমএস মাধ্যমে ভোট চাইত তবে এক মোবাইল থেকে একটি এসএমএস দেয়ার ব্যবস্থা রাখত। তাহলে বুঝতাম আসলে তাদের ভোট প্রয়োজন এসএমএস নামে টাকা নয়।
মূল ঘটনা হলো আমি গতকাল বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ক্ষুদে গান রাজের ফাইনাল রাউন্ড তাদের বর্ণনা অনুযায়ী মহাউৎসব এ উপস্থিত ছিলাম। মনে হলো এটা ফাইনাল রাউন্ড নয় অনান্য অনুষ্ঠানের বিজ্ঞাপন। এটা নাকি লাইভ হয়েছে ৭.৩০মি থেকে চ্যানেল আইতে। এক ভদ্দরলোক (ফরিদুর রেজা সাগর) তার প্রতি আমার অগাত শ্রদ্ধা ছিল ! কিন্তু গতকালের অনুষ্ঠান থেকে তা গায়েব হয়ে গেছে। একটু পর পর ষ্টেজে একবার সেরা নাচিয়ে তো একবার সেরা কন্ঠ তো একবার নিজের (ছোট কাক্কু) বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত। আমার নিজেরও একটা সিপি কোম্পানীর সাথে চুক্তি রয়েছে বিধায় আমি জানি যত এসএমএস যাবে তার কত % কে পাবে। (আমি পাই ৬০%সিপি কোম্পানী ৪০%) চ্যানেল আই আরো বেশী পায়। যথারীতি সেরা ৫জন গান গাইল কিন্তু কে বিচারকের দৃষ্টিতে কত নাম্বার পেল এবং কে কত গুলো এসএমএস পেল তার কোন উল্লেখ নেই শুধু মাত্র বিজয়ীদের নাম ঘোষনা দিল। দেখে মনে হল আগে থেকেই তৈরি করা ছিল এখন শুধু মন্ঞস্থ হলো। বাইরে এসে লোকমুখে শুনলাম যে প্রথম হয়েছে তার নাকি ১৫ লক্ষ টাকা খরচ হয়েছে। তাহলে কেউ যদি ১৫ লক্ষ টাকা খরচ করে প্রথম হতে পারে তবে এখানে প্রতিভার মূল্যায়নটা কোথায় রইল। আর চ্যানেল আই কেনই বা এসএমএস এর সংখ্যা এবং বিচারকের নাম্বার প্রকাশ করলনা। তবে আগে শুনতাম লিপসিং হয়। গতকালের অনুষ্ঠানে দেখলাম লাইভ বলতে সবাই শুধু ঠোট মিলিয়ে গেল এবং কম্পিউটার থেকে তা প্লে হয়েছে।
চ্যানেল আইয়ের প্রতি আমার যে সফট কর্ণার ছিল সেটা চিরতরে উবে গেল সেই সাথে যারা মানুষের আবেগ নিয়ে এসএমএস বানিজ্য করে নিজের পকেট পূর্তি করে সেই সকল প্রতিভা অন্বেষকারীদের প্রতি শ্রদ্ধাটুকু আপাতত যাদুঘরে ঠাই দিলাম।
২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫
মতিউর রহমান মিঠু বলেছেন: বুঝি কম ভাইজান।
৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫
মতিউর রহমান মিঠু বলেছেন: বুঝি কম ভাইজান।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা ।