![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নিজস্ব একটা দর্শন আছে । সেখান থকে লিখি, বলি, করি; কারো তোয়াক্কা করিনা ।
(কারও ধর্মকে কটাক্ষ করে লিখিনি, কেউ যদি কথাগুলো নিজের মাথায় নেয় তবে সে দায় তার নিজের)
জামাত ই ইসলাম এবং ছাত্রশিবিরের কাছে আমার কিছু ব্যক্তিগত প্রশ্ন আছে । বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ, অনেক ধর্মপ্রান মুসলমান এখানে আছেন । আপনারা আলাদাভাবে আরেকটা দল কেন চান ? টিভি তে দেখলাম কয়েকজন জামাতী কে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা বাংলাদেশে ইসলামি শরীয়াহ মোতাবেক দেশ পরিচালনা করতে চান, ভাল কথা । এর পরের ধাপ টা কি ? অন্যান্য ধর্মালম্বীদের এ দেশ থেকে তাড়িয়ে দেবেন নাকি মেরে ফেলবেন যেটা আপনারা বা আপনার বাপ-দাদারা ৭১ এ করে গেছেন ? আর মেরে ফেলার আগে ভাববেন এত্ত সুন্দরী মেয়ে গুলো অব্যবহৃত হয়ে মরবে তার চেয়ে বরং কয়েকবার দাঁড়িওয়ালা মুসলমানদের খায়েশ মিটুক !!!
অতিভক্তি চো্রের লক্ষন । আপনাদের পূ্র্বপুরুষদের অতী্ত বাক্সবন্দি করার লক্ষে পূ্র্ণাংগ একখান রাজনৈ্তিক দল গঠন করলেন, আমরা সবাই জানি যে রাজনীতির ছত্রছায়ায় সকলেই ধোয়া তুলসিপাতার ন্যায় পবিত্র হয়ে যায় । আর তাও আবার ইসলাম নামধারী একটি রাজনৈতিক দল হলে তো কথায় নেই, তাইনা ??? আপনাদের চিন্তাভাবনা এত্ত ডিজিটাল !!! আর এই হাতিয়ারটিই আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার এ পরিনত হয়েছে । ধর্ম মানুষের কাছে বরাবরই একটি স্পর্শকাতর জায়গা, আপনারাই সম্ভবত এর যথাযথ ব্যবহার করতে পারছেন ।
আপনাদের কাছে আসলে ধর্ম টা আত্বশুদ্ধি নয় বরং নিজেদের মাথা গোঁজা্র একটা প্লাটফর্ম । কেন এমন করে ধর্মের দোহাই দিয়ে মানুষ মারেন ? আমি অস্বিকার করছিনা যে অন্য কোন দল মারেনা । সবাই মারে কিন্তু তারা ধর্মের ছাতা মাথায় ধরে মারেনা । ইসলামী শরীয়াহ কি মানুষ মেরে কায়েম করবেন ? ইসলামে তো মিথ্যের কোন ঠাঁই নেই, তবে আপনারা কিভাবে প্রচারনা চালাচ্ছেন যে শাহবাগে সবাই গাঁজা টানা কিংবা মধ্যরাতে নারীমাংশ লাভের আশায় ভিড় জমাচ্ছে ???? আপনাদের যদি পাকিস্তানী্দের মত ঐতিহ্যবাহী ধর্মব্যবহার এর প্রয়োজন হয় তবে পাকিস্তানের পাসপোর্ট ভিসা করিয়ে নিন, নাকি তারা তাদের মাটিতে বাংলা ভাষাভাষীদের আশ্রয় দিতে চায়না ? এটা তো আপনাদের কাছে কোন সমস্যা হবে বলে মনে হচ্ছেনা । আর যাই হোক ধর্ম তো এক, আরবি বলে চালিয়ে নিতে পারবেন না ? পারার ই তো কথা, আপনারা সব বড় আলেম এলেম, কোরানের হাফেজ বলে কথা । আমি কোরআন কে অবমাননা করছিনা, যদিও উনাদের কোরানের হাফেজ বললেই অনেকটা অবমাননা করার শামিল ই হয় ।
আপনাদের এই বর্বরতায় বিশ্বের অন্যান্য দেশগুলোতে মুসলিমদের কে টেরোরিষ্ট হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে । আপনারা আমাদের মত নির্দ্বলীয় জনগনদের নাস্তিক নিধন প্রকল্পের আওতায় ফেলে বেঁচে থাকা অনিশ্চিত করে ফেলছেন । কেন ?
আপনাদের নিজের প্রতি যদি নিজের এত আস্থা তবে পুলিশে ধরলে কেন বলেন, ‘আমি কিছু করিনি স্যার,আমাকে ছেড়ে দিন’ । সাহস করে আমাদের মত বলুন দেখি “আমরা শাহবাগে গিয়েছিলাম, সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিয়ে” ……।
রাজপথে বুক ফুলিয়ে বলুন তো দেখি যে, আপনি জামায়াতে ইসলাম ! কেন প্রকাশ্যে এলে বলেন, ‘শাহবাগের কথা বললে লালঘরে যেতে হবে ?’ সত্য এবং শাশ্বত পথ ধরে নিজেরা কখনোই হাঁটবেন না বরং ছোট ছোট ছেলেমেয়েরা কিছু বোঝার আগেই তাদের ব্রেইনওয়াশ করিয়ে ধর্ম এবং দেশের বিকৃত নীতিকথা গুলো যত্ন করে মগজে প্রবেশ করিয়ে দিচ্ছেন ।
নিপাত যাক এমন ধর্ম ব্যবসা, আপনাদের মাথায় শুভ বুদ্ধি এবং সৎ চিন্তার উদয় হোক ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
স্বাধীনচেতা মানবী বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
কালীদাস বলেছেন: পয়লা কথা হইল ইসলামের নামে যেইটা ইউজ করতাছে ঐ জিনিষটার গোড়াতেই তো গলদ। মওদূদূীর ইসলামের সাথে সুন্নি/শিয়া দুই মতেরই কঠিন পার্থক্য আছে, বহুৎ বিকৃতি করা হইছে, মনগড়া জিনিষ অনেক। ধর্মব্যবসার একটা আলাদা চার্ম আছে, ফ্যানাটিকরা খুব এনজয় করে সেইটা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
স্বাধীনচেতা মানবী বলেছেন: ঠিক বলেছেন । আপনার সঙ্গে পুরোপুরি একমত ।
ধন্যবাদ আপনাকে ।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: ভাই বিথী (সুরাইয়া হক)
শুভেচ্ছা নিবেন। এখানে কোন জামাতি আপনাকে এই প্রশ্ন গুলির উত্তর দিবে না। শুধু শুধু কষ্ট করে লিখছেন। তবে আমার কিছু কথা ছিল যদি পারেন আপনার একটা ফেক মেইল আইডি দিয়েন এস এম এস এর মাধ্যমে ০০৯৭১৫০১৫৯৮৬২৩।
আমাকে ভুলবুঝবেন না। প্রথমে আমার পোষ্ট গুলো ও মন্তব্য গুলি পড়ে মন্তব্য কইরেন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
স্বাধীনচেতা মানবী বলেছেন: দুঃখিত, আমার কোন ফেইক আইডি নেই ।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
ফুটবলকেএস বলেছেন: ভাই সাঈদী সাহেব এর ফোনআলাপ এইটা একটা ডাহা মিথ্যা ছাড়া কিছু না।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
স্বাধীনচেতা মানবী বলেছেন: আপনি কিভাবে জানলেন যে ওইটা মিথ্যে ? আমাকে একটু বলেন ।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬
এম আর ইকবাল বলেছেন: আজ যারা শাহবাগে, তারা কিন্তু নিজ ইচ্ছায় গেছে । নিজের পকেটের টাকা খরচ করে গেছে । রাজনৈতিক কর্মীদের টাকা খরচ করে আনতে হয় ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
স্বাধীনচেতা মানবী বলেছেন: তারপরেও সবাই একে দলীয় ভাবে অবিহিত করছেন, আমি বুঝতে পারছিনা কিভাবে !!!!!!!!
৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২
রাইসুল সাগর বলেছেন: নিপাত যাক আমার বাংলার বিরুদ্ধে সব অপচেষ্টা। ধর্ম আত্মার সাথে সম্পৃক্ত সেটা নিয়ে ব্যাবসার রাজনিতি কখনোই গ্রহন যোগ্য হতে পারে না। আমাদের শুভ বুদ্ধির উদয় হোক। পোষ্টে ++ এবং শুভকামনা সব সময়ের জন্য।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১২
স্বাধীনচেতা মানবী বলেছেন: পোষ্টে প্লাস দেয়ার জন্য আপনাকেও ধইন্যযোগ আবার আসবেন আমার ব্লগে ।
৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯
মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভাল লিখেছেন ।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩
স্বাধীনচেতা মানবী বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: নিপাত যাক এমন ধর্ম ব্যাবসা, আপনাদের মাথায় শুভ বুদ্ধি এবং সৎ চিন্তার উদয় হোক । ++++++++