নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনচেতা মানবী

স্বাধীনচেতা মানবী

আমার নিজস্ব একটা দর্শন আছে । সেখান থকে লিখি, বলি, করি; কারো তোয়াক্কা করিনা ।

স্বাধীনচেতা মানবী › বিস্তারিত পোস্টঃ

অন্য কিছু কেন নয় !!!

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬





অবিকল প্রথম প্রেমের মত আনমনা হই, উদাস বসে পিঁপড়ের সারি দেখি

যেন কি এক গভির মগ্নতায় সময়ের অস্তাচলে নিবিড় পারাবার

চারিদিকের কোলাহল মিইয়ে আসে, রাস্তার ধারে ধীরে ধীরে জ্বলে ওঠে নিয়নের আলো

হেডলাইটের নিথর হলদে জ্বলুনি থামেনা কখনো, প্রতদিন নিয়ম করে জ্বলে, নিয়ম ভেঙ্গে জ্বলে

তবু সারি ভেঙ্গে কোথাও যাওয়া হয়না ।

আমি কিন্তু ভাংতেই ভালবাসি, দুর্বার সঙ্কোচন- প্রসারণের নিয়ম ভেঙ্গে –

যেমন করে তোমাকে ভালবেসে ফেলেছি ! একের পর এক নিঃশ্বাস,

আমার পায়ের তলায় পড়ে থাকা ধুলো আর ঠিকরে পড়া আঁধার;

এমনি করেই ফিরে আসা পথে ফিরে গিয়েছি অসংখ্যবার !

বুঝতে চেয়েছি আসলেই কি তোমার চোখের কোন এক টুকরোয় আমি আছি !!!

হয়ত ঈশ্বর জানেন চাহনির দুর্বোধ্য সংস্করণ কিংবা রক্তারক্তি সময়ে-

যখন অহর্নিশি রক্তক্ষরণ হয় মনে মনে । হতেও পারে সে নিছক তাকিয়ে থাকা...

সঙ্গতির বেড়াজালে আটকে পড়া দীর্ঘনিঃশ্বাস নাকি বহুমাত্রিক বিশ্লেষণে অবিরত ভঙ্গুর ?

মোড়ানো কার্পেটের মত ভাঁজ করে গুটিয়ে নিজেকে নিজের মাঝে তুলে রাখতে চেয়েছি...

দেবতার পুজো ভুলে বরং প্রেমে পড়লাম ! তুমি তো পুজোই চাও,

কোন দুঃসাহসে সহসা সব নিয়ম ভেঙ্গে দিলাম – সে আর জানতে চেওনা ।

বুঝতেই পারিনি এমন অস্থিরতার পকেটে কখন কিভাবে আমি আমাকে গুঁজে দিলাম !

এটা কি তবে ভালবাসা ? কেন ভালবাসা, অন্য কিছু কেন নয় তবে !!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮

খেয়া ঘাট বলেছেন: বুঝতেই পারিনি এমন অস্থিরতার পকেটে কখন কিভাবে আমি আমাকে গুঁজে দিলাম- ভালো লাগলো।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২০

স্বাধীনচেতা মানবী বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট, ভালো থাকুন । :)

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত কবিতা! ভালো লেগেছে!

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৫

স্বাধীনচেতা মানবী বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন :)

৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা । অনেক ভাল লাগা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

স্বাধীনচেতা মানবী বলেছেন: ভালোলাগা গ্রহন করলাম আর আপনার কমেন্টেও ভালো লাগা রইল । ভালো থাকুন । :)

৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

একজন আরমান বলেছেন:
অনুভূতিরা বেঁচে থাক !

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

স্বাধীনচেতা মানবী বলেছেন: অনুভূতিরা আজন্ম বেঁচে থাকে ভাইয়া, তারা অবিনশ্বর !!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.