![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৬ বছর পরে মেয়ে তার অন্যায় উপলদ্ধি করে অনুশোচনায় বাবার কাছে এসে ক্ষমা প্রার্থনা করেছে।
ঘহটনাটি ঘটে USA -এর New York -এ।
২৪ বছর বয়স্ক চেনিয়া কেলির যখন ৯ বছর তখন ঘটনাটি ঘটে। কেলি বক্তব্য অনুসারে কেলির মা (একজন মাদকসেবি) কেলিকে রাগের সুরে প্রশ্ন করে “তোমার বাবা কি তোমায় ছুয়েছে?
তোমার বাবা কি তোমার লজ্জাস্থান ছুয়েছে?” উত্তরে কেলি না বলার পরেও কেলির মা কেলিকে বার বার ধমক দিতে থাকে। এক পর্যায়ে কেলি ভয়ে বলে হ্যা হাত দিয়েছে। কেলির মা পুলিশ কল করে বাবাকে ধরিয়ে দেয়।
Daryl Kelly, a father of five, is still in jail despite the fact that his daughter said she lied about the horrific accusations against him.
তার পর সুরু হয় কেলির বাবা ডেরিল কেলির জিবনের কাল অধ্যায়। October 29, 1997 তরিখে পুলিশ ডেরিল কেলিকে গ্রেপ্তার করে। বর্তমানে ২৪ বছর বয়স্ক চেনিয়া কেলির বলেন:
Chaneya Kelly says that in 1997, she falsely accused Daryl Kelly, her father, of raping her after pressure and threats from her mother.
“মা আমাকে ভয় দেখিয়ে মিথ্যা বলতে বাধ্য করেছিল। সরকারি আইনজিবিও আমাকে মিথ্যা স্বক্ষ্য শিখেছিল। কারো সাথেই মায়ের উপস্থিতি ছারা দেখা করতে দেওয়া হত না। ভয়ে কারো কাছে সত্য কথা বলার সুযোগ পাই নি।”
সংকলন: New York woman whose testimony at age 9 jailed father for rape now says she lied
২| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৭
তুফান মেল বলেছেন: এখানে কোন ভুল ছিল না। স্টকহোম সিনড্রোমের কারনে শিশুটি মিথ্যা বলছিল।
৩| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪১
মেহেদী_বিএনসিসি বলেছেন: মেয়েটির হয়তো কিছুই হবেনা.......তবে তারও সাজা হওয়া উচিত এই মিথ্যা বলাটা বুঝতে দেরি করার কারনে.........
৪| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৮
তুফান মেল বলেছেন: মহিলাটির কোন সাজা হয়নি।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৯
চাঁদগাজী বলেছেন:
অনেক কিছু ভুলের জন্য ঘটে