![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"Ash" ভক্তদের মানব্বন্ধনে দাড়াতে দেই নি পুলিশ । লাঠি চার্জ করছে। অনেকের ধরে নিয়ে গেছে। কি অপরাধ ছিল এদের?????????????????????
কতদূর থেকে যে আসছে আপনাদের বোঝাতে পারব না। তাদের কারও কথা এখানে তুলে ধরলাম।
একজন আসছে সিলেটের জুড়ী থেকে। পেশায় চা বিক্রেতা। নাম সিরাজ।
একজন আসছে সাতক্ষীরার নবারুণ থেকে। ছাত্র। বাসা থেকে লুকিয়ে আসছে। নাম সাদ্দাম।
একজনের নাম রহমত। সে আসছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে Management dept এ।
একজন আসছে কেরানীগঞ্জ থেকে। নামটা শোনা হয় নি। তার সাথে কথা বলতে বলতেই আমার সামনে থেকে ধরে নিয়ে গেছে পুলিশ ধরে নিয়ে গেছে।
কি অপরাধ ছিল এর। মানবিকতার জন্যই তো এরা এখানে এসেছিল Ash এর হয়ে আবেদন জানাতে। তারা তো রাস্তা রোধ করে নাই। তারা তো গাড়ি ভাংচুর করে নাই। তাইলে কেন আমাদের মানব বন্ধন করতে দেয়া হল না? কেনই বা লাঠি চার্জ করা হল?
কেউ কি উত্তর দিবেন? যারা FB তে Ash এর জন্য কেন সাফাই গাউয়া Status দেয়া হচ্ছে, এর প্রতিবাদ জানাচ্ছে তাদেরকে বলছি, আজ যা করা হল Ash এর ভক্তদের সাথে, এটা কি ঠিক হল?
কাল প্রথম আলো দেখবো আমাদের উৎপল শুভ্র ভাই কেমন NEWS করে? কেমন অনুসন্ধানী NEWS করে। আজ কি বের করতে পারবে কেন এরকম আচরন করা হল ASH এর ভক্তদের সাথে।
২| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:২২
আলোকন বলেছেন: যাক, পুলিশের টু পাইস কামানোর ব্যবস্থা হলো
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:২১
অপূর্ণ রায়হান বলেছেন: আজব তো ! মানববন্ধনে লাঠি চার্জ কেন ? !!