নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরিত্র অমূল্য সম্পদ

বিজে রায়হান

সামাজিক অবক্ষয় রুখতে চায়।

বিজে রায়হান › বিস্তারিত পোস্টঃ

আজ কই গেলো সেই প্রথম আলো।?

১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৩

আজ প্রথম আলোই হেড লাইন হল না। আজ করা হল না কোন দেশের স্বনামধন্য ক্রিকেটারদের মন্তব্য করার কোন special বক্স। কোন ক্রিকেটারের মন্তব্যও পাউয়া গেল না। নাকি পাউয়া গেলেও সেগুলো ছাপা হবার জন্য বিশেষ গুরুত্ব ও দেয়া হয় নি। "বাংলাদেশের ক্রিকেটের অন্ধকার জগত "- রিপোর্টটা করার সময় অনেক মশলাপাতি পেয়েছিলেন। উৎপল শুভ্র দাদাকে বলব, আজ কি রিপোর্ট করার জন্য কোন মশলাপাতি পান নাই, পান নাই কোন ক্রিকেটারের মন্তব্য। আশরাফুল ভক্তদের উপর যে লাঠিচার্জ করা হল তার জন্য কি কোন অনুসন্ধানী রিপোর্ট পেলেন না- কেন করা হল এটা? কাদের নির্দেশেই বা করা হল এটা? আশরাফুল অনেক বড় মাপের ক্রিকেটার তাই এত বড় হেড লাইন করে এটা জানান দিতে চেয়েছেন যে, প্রথম আলো সত্য এর সাথে সব সময় ,নিজের কাটতি বাড়ানোর জন্য। আজ রিপোর্টটা করলেও তো আপনাদের কাটতি বাড়ানও যেতো না?। " ক্রিকেট ইতিহাসের কলঙ্সকময় একটি দিন"- ক্রিকেটার ভক্তদের উপর পুলিশের লাঠিচার্জ। এই রিপোর্ট করলে হইত কারও দালালি করা হল না, তাই না? হইত আশরাফুলের মত এরকম ক্রিকেটারের মাথামুণ্ডু কাটা যাবে না। এ দেশটা আমাদের, দেশের মানুষগুলো কি অন্য কারোর?

আজ হইত দৈনিক পত্রিকাগুলোর অনেক কিছুই করার ছিল, কিন্তু কিছুই করলেন না। আজ আপনারা আশরাফুল ভক্তদের আবেগটাকে স্থান দেন নাই। সে আমাদের ডেকে আনে নাই। তার সাহসিকতা, নিজের ভুল স্বীকার করার ক্ষমতা, তার চোখের জলের শক্তিই আমাদের নিয়ে এসেছে। আমরা যারা ওখানে একসাথে গিয়েছিলাম তারা কেউ কাউকে চিনতাম না, আগে কখনও দেখাও হয়ই নি। শুধু একটা বৃত্তই আমাদের একসাথে করেছিলো। সে বৃত্ত হল বাংলাদেশের ক্রিকেটের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম আশার ফুল……………………………………………..আশরাফুল। আমরা কি পারি না এই আশার ফুল টাকে বাঁচাতে?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৬

অদ্ভুত স্বপ্ন বলেছেন: আজকে প্রথম আলো একটা দায়সারা রিপোর্ট করেছে। এবং রিপোর্টে সূক্ষভাবে আশরাফুলের ভক্তদের কে টিটকারি মেরেছে।

অথচ একসময় এরাই আশরাফুলকে মাথায় করে রাখত। তাঁর উপর অতিরিক্ত প্রত্যাশার বোঝা প্রথম আলো চাপিয়ে দিয়েছিল। আশরাফুলের অধারাবাহিকতার একটা অন্যতম কারণ এই পত্রিকা।

গতকালকে খুব ইচ্ছা ছিল মিরপুরে যাবার কিন্তু একটা জরুরী কাজের জন্য যেতে পারিনি। তবে আশরাফুলের জন্য অন্তর থেকে শুভ কামনা রেখেছি।

পরবর্তী কর্মসূচিতে অবশ্যই যোগ দেওয়ার জন্য চেষ্টা করব।

২| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৬

কালো পতাকার খোঁজে বলেছেন: পুলিশের ভুমিকা অনৈতিক। তবে আশরাফুল ভক্তদের ও সাপোর্ট করিনা।

৩| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:১০

সোহানী বলেছেন: হা অপরাধী তার অপরাধ বুঝতে পেরেছে তাই ক্ষমা চেয়েছে...আর উৎপলের মত লেখক তার অপরাধ বোঝার ক্ষমতা রাখে না....

৪| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৭

জাহি বলেছেন: প্রথম আলো তো একটা টয়েলেট পেপার, এটা আবার পত্রিকা হল কবে

৫| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

সত্যযুগের মানুষ বলেছেন: আশরাফুলকে বাচিয়ে আপনারা আসলে কি করতে চান? আবারো দেশের সম্মান এই মীরজাফরের হাতে তুলে দিতে চান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.