নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরিত্র অমূল্য সম্পদ

বিজে রায়হান

সামাজিক অবক্ষয় রুখতে চায়।

বিজে রায়হান › বিস্তারিত পোস্টঃ

জীবন মানে জী বাংলা………

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৫

বাংলাদেশ সরকারের উচিত ভারতীয় টেলিভিশন চ্যানেল গুলো বন্ধ করে দেওয়া ।তাতে আমাদের যে সকল লাভ হবে,

১। টিভির প্রচারে ভারতকে প্রতি বছর যে ১৫ কোটি রুপি করে দিতে হয় তা বেচে যাবে।

২। ভারতীয় আগ্রাসন থেকে আমাদের দেশীয় সংস্কৃতি মুক্তি পাবে।

৩। দেশীয় সংস্কৃতির মানের উন্নতি হবে।

৪। ভারতীয় অসংস্কৃতি কারনে সৃষ্ট পারিবারিক সম্যসা থেকে দেশ ও জাতি মুক্তি পাবে।

৫। আমাদের ………………

আমার মনে হয় মাথায় সম্যসা হয়েছে, তা না হলে রাত করে ভাড় বকচ্ছি কেন…

যায় দেখে আসি রাশির কি হল। আফটার অল জীবন মানে তো জী বাংলাX(X(X(

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

ভোরের সূর্য বলেছেন: বাংলাদেশ সরকারের উচিত ভারতীয় টেলিভিশন চ্যানেল গুলো বন্ধ করে দেয়া। ভাল কথা বন্ধ হল।কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এখন সব টিভি চ্যানেল দেখা যায়।ইউটিউবে সব হিন্দি মুভি দেখা যায়।এটা কিভাবে বন্ধ করবেন?বাংলাদেশের টিভি চ্যানেলে হিন্দি চ্যানেলগুলোর মত ডেইলি সোপ বা নাটক,অনুষ্ঠান গুলো হয় এগুলো বন্ধ করবেন কিভাবে? ঈদের যেসব ড্রেস বিক্রি হয় সব হিন্দি বাহারি নামে এগুলও বন্ধ করবেন কিভাবে?কত টাকা যে খরচ হচ্চে এবাবদ তার কোন হিসাব নাই।প্রথমে নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান চালাতে হবে।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০০

বিজে রায়হান বলেছেন: ভাই নিজের ঘরে বন্ধ করলে অন্য ঘরে গিয়ে দেখে।আর ইন্টারনেটের মাধ্যমে টিভি চ্যানেল দেখা মহিলা বাংলাদেশে কমই আছে। এবং ডেইলি সোপ গুলোর কারনেই হিন্দি বাহারি নামের ড্রেস গুলো বাংলাদেশে পরিচিতি লাভ করেছে।
আপনাকে ধন্যবাদ।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৬

আনোয়ার ভাই বলেছেন: বাংলাদেশ সরকারের উচিত ভারতীয় টেলিভিশন চ্যানেল গুলো বন্ধ করে দেয়া। এতে দেশের টাকা বাচবে।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
লেখক রায়হান সাহেবের সাথে এই বিষয়ে একমত।
ভারতীয় টেলিভিশন চ্যানেল গুলো বন্ধ করে দেয়া দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.