![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমতা এবং সম্মান কেই কাউকে দেয় না, এটা অর্জন করতে হয়, আর নারীরা সে ক্ষেত্রে পূরূষের থেকে অনেক পিছিয়ে, তাই আজ তারা ঘরে,বাইরে নির্যাতন আর হয়রানি শিকার হচ্ছে, অনেক নারীই অশালীন পোশাক বা অনেক রাত বাইরে থাকে তারা কিন্তু নির্যাতন -হয়রানির শিকার হয়না উল্টো তাদের আমরা বাহবা দিই, কারন তারা সেই, ক্ষমতা এবং সম্মান তারা অর্জন করেছে। নারী যতদিন করুনার পাত্র হয়ে পূরূষের উপর নির্ভরশীল হয়ে থাকবে ততদিন এরকম ঘরে,বাইরে নির্যাতন আর হয়রানি শিকার হবে। কেবল মাত্র নারীই স্বীয় ক্ষমতাই পারে নারীকে তার পূর্ণ সম্মান এবং স্বাধীনতা দিতে, কারণ নরপশুরা শুধু যাকে ক্ষমতার কারণে নগ্ন করা যায় কেবল তাকেই ধর্ষণ করে বিকৃত আনন্দ পায়, আর ক্ষমতার কারণে যার কেশাগ্রও স্পর্শ করা যায়না তার পাছার দিকে কেবল তাকিয়ে থেকেই আনন্দ লাভ করে !!
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
সব কিছুই কন্ট্রোলের বাইরে চলে গেছে?
১৯৭১ স্বাধীনতাকামী জেনারেশনকে নামতে হবে?