![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলো আমায়।
কোন সাগরের মুহূর্তে ভেসে
কিছু বাকি আছে
তা হয়ত শেষ হাসি,
যা ভাবি
আমার পথে কখনও হাঁটিনি।
মন খুলে মনের শূন্যগর্ভে
পাখির ভেঁজা চোখ।
সেইতো শেষে ভেঙ্গে যাবে।
ভাবো এখনও স্মৃতিরা কিছু বাকি কোথায়
অল্প হারিয়ে যেতে......। দেয়ালের ছবি।
কিছুটা অন্যরকম
যেখানে আমি জড়াই
আমার অহংকার লুকাই
আর দীর্ঘশ্বাস
স্পর্শের আড়ালে মুখ গুঁজে।
- শাহরিয়ার খান শিহাব
ঢাকা।
©somewhere in net ltd.