![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।
।
।
।
।
।
।
।
আমার জীবনে এমন একটা ঘটনা ঘটবো এইটা জিন্দেগীতেও কল্পনা করি নাই...আমি একজন ফুড ব্লগার যার ৯৫% ব্লগ লিখার বিষয় হইলো খাওয়া খাইদ্য সম্পর্কিত...আইজকা আমি আমার জীবনের খুবই সেন্সেটিভ পারসোনার উউপস স্যরি পারসোনাল গোপনীয় নমনীয় স্পর্শপাতর বিষয় নিয়া না বলা কাহিনীর স্তর উন্মোচন করুম...গত পরশুদিন পল্টনে এক বড় ভাইয়ের অফিসে গেসিলাম তো বাইর হইতে হইতে প্রায় সাড়ে নয়টা বাইজা গেলো...অফিস থেকা নাইমাই দেখলাম এক বেডায় ডিমের খানদান নিয়া বইসা রইছে...নগদে গিয়া একটা হাফ বয়েলড আর একটা ফুল বয়েলড হাসের ডিম হালাল কইরা ফালাইলাম
...শরীর টা গরম হওয়া শুরু করলো
....ফুর ফুর একটা ফিলিং পাওয়া শুরু করলাম
...আশে পাশে কোনো রিকশা না পাইয়া শুরু করলাম হাটা প্রায় ১০০ মিটার হাটার পরে দেখলাম এক বেটায় ফুটপাতে চকি ফালাইয়া সস্তা বইয়ের দোকান খুইলা বইছে....এইসব দোকানে মাঝে মাঝে পুরাতন ভালো বই পাওন যায় তাই দোকানে উকি ঝুকি মারা শুরু করলাম...দুই একটা বই হাতে নিয়া দেখা শুরু করলাম যার মইধ্যে অনলাইনে টেকা কামানির উপায়, ঘরে বসে মাশরুম চাষ, মানুষ চেনার উপায়, তুমি জিতবেই ইত্যাদি...হঠাৎ একটা বই চোখে পড়ল নাম হইলো গিয়া আধুনিক যৌন বিজ্ঞান
..বইটা হাতে নিতেই পাশ থেকা একজন বলল''আসলেই আধুনিক যামানায় সবকিছুতেই আধুনিক হওয়া দরকার''...আমি থোড়া থতমত খাইয়া গেলাম
..পাশে তাকাইয়া দেখি প্রায় ২৮/২৯ বয়সের একটা পোলা আমার দিকে তাকাইয়া কথা কইতাছে, আমি ব্যাক্কলের মতন তার কথার জবাবে মাথা নাড়লাম
...তো হঠাৎ মূত্র বিসর্জনের প্রয়োজন হওয়ায় পাশেই একটা বড় বিল্ডিংয়ের ভিতরে ঢুইক্যা একটা কার্পেটের দোকানদাররে জিগাইলাম যে ''ভাই টয়লেট টা কুনদিকে''...দোকানদার বাম কব্জিটা ঘুরাইয়া টয়লেটের পাতা বাতাইয়া দিলো...টয়লেটে গিয়া ঢুকলাম গিয়া দেখি তিন চাইরজন লোক সিরিয়ালে আছে, পিছে তাকাইয়া দেখি সেই ২৮/২৯ বছরের মানুষটাও আইছে ...অস্বাভাবিক লাগলো না, তার দিকে তাকাইতেই একটা হাসি দিলো...মনে হইলো কি জানি বলতে চাইতেছে...ভালো কথা যেহেতু তিন চাইর জন সিরিয়ালে খারাইয়া রইছে তাই সিরিয়াল পাইতে একটু সময় লাগতেছে...এর মধ্যে পিছে তাকাইয়া দেখি ভদ্রলোক নাই....ভালো কথা এর মধ্যে সিরিয়াল পাওয়াতে আমি আমার কাম সাইরা টয়লেট থেকা বাইরা হইয়া রাস্তায় হাটা ধরছি...১০ কদমও যাই নাই এর মধ্যে কেডায় জানি ঘাড়ে হাত রাইখ্যা কইলো ''ভাই একটু দাড়ান''...আমি খাড়াইয়া পিছে তাকাইয়া দেখি সেই ভ্দ্দরলোক আবারও আমার পিছে...বলল ''ভাই বিরক্ত হইয়েন না একটা কথা বলি আপনাকে আমার খুব পরিচিত লোক মনে হইতেছে, আপনার দেশের বাড়ি কই''...চিন্তা করলাম গ্রামের বাড়িই তো জিগাইসে এটিএম কার্ডের পিন নাম্বার তো আর জিগায় নাই তো কইলাম গ্রামের বাড়ি বিক্রমপুর...তারপর সে শুধাইলো ''আপনের বাসা মগবাজার না''?? ব্যাক্কলের মতন কইয়া ফালাইলাম জ্বিনা ভ্রাতা আমার বাসা ধানমন্ডিতে...তখন কইলো যে ''ও না তাইলে তো মনে হয় আপনারে চিনি না...কিন্তু খুব চেনা চেনা লাগতেছে''...আমি আবারো হাসি দিয়া চইলা আইতে লাগলাম...বেডায় আবার সামনে আইসা দাড়াইলো...''আইসা কইলো ভাইয়া আপনি কি জানেন যে আপনি অনেক স্মার্ট''...আমি কইলাম ''বুঝলাম না কি বললেন''...আবার কইলো যে ''যেকোন মডেলের চেয়ে আপনি কিন্তু কম স্মার্ট না''...আমি কইলাম ধইন্যবাদ(মনে মনে একটু খুশি হইছিলাম..মনে আরেকটা আশা জাগছিলো যে বেডায় মনে হয় কোন ডিরেক্টর আমারে হের নাটকে বা সিনেমায় নিতে চাইতাছে
)...আবারো কইলো ''একটা কথা বলি''? আমি কইলাম 'বলেন'...এরপর যা শুনলাম যেইটা এক্সপেক্ট করি নাই...কইলো ভাইয়া আমি একজন সমকামি...শুনার সাথে সাথে অটোমেটিক্যালি নিতম্বের দুটি অংশ টাইট হইয়া জোড়া লাইগা এক হইয়া যাওয়ার চেস্টা করল...
কুৎ কইরা একটা ঢোক গিল্লাম... :-& :-&
সমকামি: আপনাকে আমার খুব ভালো লাগছে
আমি: কুৎ :-& :-&
সমকামি: আমি আপনার পার্টনার হইতে চাই
আমি: কুৎ কুৎ :-& :-&
সমকামি: আমাদের ৫/৬ জনের একটা ক্লাব আছে, ওরা সবাই খুবই ফ্রেন্ডলি আপনার ভালো লাগবে।
আমি: কুৎ কুৎ কুৎ :-& :-&
সমকামি: আপনি রাজি না থাকলেও কুনো সমস্যা নাই কিছু করতে হইবো না শুধু চলেন ক্লাবটা দেইখ্যা আসলেন, কিছু নতুন অভিজ্ঞতা হইলো
আমি: কুৎ কুৎ :-& :-&
সমকামি: আসেন ডিম খাই
বইলা আমার হাত ধইরা টানতে লাগলো
বিশ্বাস করেন যখনই আমার হাত ধরলো ২২০ ভোল্টের একটা ঝাটকা খাইলাম বইলা মনে হইলো..নগদে কইলাম আমি ডিম খাই না আমি ভেজিটেরিয়ান...
সমকামি: হাঃহাঃ তাইলে তখন যে দুইটা হাসের ডিম খাইলেন
আমি: ছাগলের মতন বড় বড় চোখ কইরা হের দিকে তাকাইয়া বড় বড় নিশ্বাস নিতে শুরু করলাম, মুখের কথা আটকাইয়া আইতে লাগলো.. এবার কুৎ কইরা ঢোকটাও গিলতে পারলাম না,(শালার পো তখন থেকা আমার পিছে লাগছে
)
সমকামি: আরে আসেন তো আপনের যে ফিগার তাতে দুইটা ডিমে কিছুই হইবো না ৪ টা খাইলে শরীরে জোড় পাইবেন
আমি: নাআ নাআ নাআ নাআ নাআ নাআ নাআ নাআ ভাই আমি ডিম খাবো না
সমকামি: ঠিক আছে ঠিক আছে খাইতে হবে না...তো কিসে যাবেন রিকসায় নাকি সি এন জি তে
আমি: অনেক কস্টে কুৎ কইরা ঢো ক গিল্লা কইলাম কই যামু??
সমকামি: কেন!! আমাদের ক্লাবে
আমি: আ আ আমমি কেন আপনাদের ক্লাবে যাবো
সমকামি: অইযে বল্লাম নতুন অভিজ্ঞতা হবে
আমি: দদ্দদরকার নাই আমার অভিজ্ঞতার
সমকামি: আহা ভাইয়া ঠিক আছে অভিজ্ঞতার দরকার না থাকুক সমকামি সম্পর্কে যে আপনার ভুল ধারনা আছে সেগুলি ভেঙ্গে যাবে
আমি: আমার কোনো ধারনারই দরকার নাই
সমকামি: ভাইয়া আমার সঙ্গ পেলে আর কখনই কোনো নারীর সঙ্গ চাইবেন না, আমি মেয়েদের চেয়েও ভালো ফোরপ্লে করতে জানি, আমরা সবাই প্রটেকশন ইউজ করি, লুব্রিকেন্ট ইউজ করি...জানেন নিশ্চই ডিমের সাদা অংশ খুব ভালো লুব্রিকেন্ট :-&
আমার কেমন জানি বমি বমি লাগা শুরু করলো, মাথা ঘুরানি আরম্ভ করলো, শরীর ঝিম ঝিম করতে শুরু করলো :-& :-& :-&
সমকামি: কি ভাইয়া যাবেন না?? আমি আপনাকে রাতের বেলায় আপনার বাসায় ড্রপ করবো
আমি: ভাইয়া আপনি যেরকম ভাবছেন আমিতো আসলে অইরকম না ( অনেক কস্টে )
সমকামি: হাঃ হাঃ ঠিক আছে তাহলে আপনার মোবাইল নম্বরটা আমাকে দিন আর আমারটা রাখুন যদি কখনো আপনার রুচি বদল হয় তো আপনি আমাদের সাথে যোগাযোগ করলেন
আমি কইতে যামু যে আমার মোবাইল নাই এর মধ্যেই আমার মোবাইল বাইজ্যা উঠলো...ফোনটা কাইট্যা চি চি কইর্যা কইলাম যে ভাইয়া আমি জানি আমার রুচি কখনই বদলাবে না তাই নম্বরটা দিতে চাচ্ছি না
সমকামি: তাহলে আপনার পরিচিত যে দেখতে আপনার মতন অথবা এইসব বিষয়ে আগ্রহ আছে তার কোনো নম্বর দিন
আমি: নাআ নাআ ভাই এরকম কাউকে আমি চিনি না
সমকামি: আপনার একটা ছবি তুলি
আমি: নাআ নাআ প্লিজ
সমকামি: সবকিছুতেই না না করছেন তাহলে একটা কথা বলে রাখি আজকে আপনার কথা চিন্তা করে আমি স্বমেহন করব সেটা না করবেন কি ভাবে
আমি: কুৎ :-&
ঠিক তখনই একটা বাস আইস্যা থামলো আমার সামনে আমি কোনো মতে কইলাম ভাই আমার বাস আইস্যা পরছে কইয়া দিলাম দৌড়
বাসের সামনে গিয়া দেখি ৮/৯ জন বাসে উঠার লইগ্যা ঠেলাঠেলি করতাছে...ক্যামনে ক্যামনে যে কাউরে পারা দিয়া কারো ঘাড়ের উপড়ে দিয়া লাফাইয়া বাসে উঠলাম অইটা একটা মিরাকল...বাসে উইঠ্যা দেখি জন্মের ভিড়...কানে খালি একটা কথাই বারেবারে বাজতাছে ''সবকিছুতেই না না করছেন তাহলে একটা কথা বলে রাখি আজকে আপনার কথা চিন্তা করে আমি স্বমেহন করব সেটা না করবেন কি ভাবে"
নগদে আমার আশেপাশের সবার দিকে চোখ দিলাম, কাউরে বিশ্বাস হইতাছে না...নিতম্বটারে কোনমতে গিয়া বাসের দেয়ালে ঠেকাইয়া ধইর্যা খাড়াইলাম..মনে খালি এটুকুই আশা যে এই বাসের দেয়াল কমপক্ষে আমার লগে বেঈমানি করবো না....কোনো মতে বাসায় গিয়া পৌছাইলাম....বাসায় ঢুইকাই নগদে গোসল দিলাম, পানি ঠান্ডা কি গরম অইটা দেখার অবস্হা আসিলো না....তারপর খাটে বইস্যা আধঘন্টা ঝিম ধইর্যা বইস্যা চিন্তা করলাম কি হইলো এইডা....আমার উনারে কল দিয়া সব কইলাম.....আপন মানুষ যদি কথা শ্যাস করতে না দিয়াই হাসতে হাসতে দম বন্ধ কইরা ফালায় তাইলে কার কাছে যামু??দেড় ঘন্টা ধইরা খালি হাসতেই ছিলো....এক লাইন কাহিনী শুনে তিন লাইন হাসে....
সব দুঃখ কোনো মতে ভুলছি...আম্মা ডাক দিলো ভাত খাওনের লাইগ্যা ....ভাত খাইত্যে বসলাম...প্লেটে ভাত নিসি দেখি আম্মা দেখি প্লেটে ভুনা ডিম বাইরা দিলো....আমার কানে বাইজা উঠলো "জানেন নিশ্চই ডিমের সাদা অংশ খুব ভালো লুব্রিকেন্ট "
ভাত খামু না কইয়া নগদে বাথরুম আইসা বমি কইরা পল্টনে খাওয়া হাফ বয়েলড আর ফুল বয়েলড ডিম দুইটা বাইর করার চেস্টা করতে থাকলাম
কতদিন যে ডিম খাইতে পারুম না কে জানে ওয়াকঃ
বিঃদ্রঃ## বাংলা সিনেমার নায়িকারা রাস্তা দিয়া বাচাও বাচাও কইয়া দৌড় দেয় দেইখ্যা জিবনে খেক খেক কইরা কত হাসছি....এই ব্লগে প্রমিস কইরা গেলাম আর জীবনে হাসুম না নায়িকাগো দেইখ্যা...অগো দুঃখটা আইজকা বুঝলাম
## যদি লোকটা কইত্য যে ভাই আমি একজন ভ্যাম্পায়ার আমি আপনের ঘাড়ে কামুড় দিয়া ব্যুফে চুক্তিতে আপনের রক্ত খামু তাইলেও এত ডরাইতাম না
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১২
শিশির সিন্ধু বলেছেন: শুধু ভয়াবহ????
২| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০০
কক বলেছেন: আপানর সেন্ষ অব হিউমার অসাধারন। সময় হলে আমার এই পেইজে একটা লাইক দিবেন।
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৩
শিশির সিন্ধু বলেছেন: ধইন্যবাদ
৩| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৫
আশকারি রহমান বলেছেন: তন্ময় হাসানরে কেন ডাক দেন নাই মিয়া!!
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৫
শিশির সিন্ধু বলেছেন: ইজ্জত বাচামু ক্যামনে সেই চিন্তায় বাচি না আবার তন্ময় হাসানরে ডাকিম তাই না
৪| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৭
নিশাচর ভবঘুরে বলেছেন: অভিজ্ঞতা মিস খাইলেন
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৫
শিশির সিন্ধু বলেছেন: দরকার নাই অশুভ অভিজ্ঞতার
৫| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৮
নিশাত রহমান বলেছেন: আল্লাহ
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৬
শিশির সিন্ধু বলেছেন: আল্লাহু আকবার
৬| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৯
আশকারি রহমান বলেছেন: নিশাচর ভবঘুরে বলেছেন: অভিজ্ঞতা মিস খাইলেন
হাসতেই আছি
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৭
শিশির সিন্ধু বলেছেন: আমার কাছে তো চাইলো ইন্টেরেস্টেড মানুষের নাম্বার....তআ তুমার মুবাইল নম্বরটা কত জানি
৭| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৩
আলাভী বলেছেন:
এরপর
এরপর
এরপর
এখনও হাসতেই আছি ..............
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৮
শিশির সিন্ধু বলেছেন: হাসেন মিয়া হাসেন......যেইদিন সামনে পড়ব হেইদিন বুঝবেন
৮| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৩
সাগর আহ্মেদ বলেছেন: এমন কাহিনি আমার জিবনে কয়েক বার ঘটছে। তবে আপনার মত এত ভয় পাইনাই। আপনার মত বাসায় আইসা ঝিম মাইরা বইসাছিলাম। আর বার বার মনে মনে বলতাছিলাম। "এইডা কি হইল?"
বড়ই বিচিত্র দুনিয়া।
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৮
শিশির সিন্ধু বলেছেন: বড়ই বিচিত্র দুনিয়া
৯| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: বেডার মনে এমতে দুক্কু দিতাম পারলেন ?
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৯
শিশির সিন্ধু বলেছেন: বেডার চাইতে তো দেহি তুমি বেশি দুঃখ পাইলা কাহিনী কি
১০| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২১
tarit বলেছেন: হাসিতো থামায়তে পারিনা। আপনার উনি যে মাত্র দেড় ঘন্টা হাসচে এই কারণে উনারে একটা প্রাইচ দেয়া দরকার।
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৮
শিশির সিন্ধু বলেছেন: এমনেই নাচুনী বুড়ি তার উপর ঢোলের বাড়ি
১১| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২১
জাহুমুজামা বলেছেন: ভাই, আমিও হাসতেই আছি...
তবে হ্যা, এটা ভয়াবহ অভিজ্ঞতা...আমার এক ফ্রেন্ড এইভাবে একজনের পাল্লায় পড়েছিল...
আল্লাহ...কি যে হবে
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৮
শিশির সিন্ধু বলেছেন: আল্লাহ!!!!কি যে হপে
১২| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৩
জলারণ্য বলেছেন: কুৎ কুৎ কুৎ :-& :-&
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৯
শিশির সিন্ধু বলেছেন: কয় বার যে ঢোক গিলসিলাম নিজেই কইতেপারি না
১৩| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৮
আজব কবি বলেছেন: হা হা হা হা ,
বড় বাঁচা বাইচা গেছেন , আমার এক বডি বিল্ডার কলিগরে এক পোলায় ফোন দিয়া ফোন সেক্স করতে চাইতো , আমার কলিগ ওই পোলার ডরে জিম এ যাওয়া ছাইরা দিসে , কি জামানা আইলো , কেউ নিরাপদ না
ভাই, আপনার এই ডিম এর কথা পইড়া আমারো বমি বমি লাগতাছে, দুপুরে ডিম খাইছিলাম
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৩০
শিশির সিন্ধু বলেছেন: তাইলে আমার কি অবস্হা হইসিলো একটু চিন্তা করেন...আসলেই বড় বাচা বাইচ্যা গেসি
১৪| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৮
হীরক রাজা বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৩০
শিশির সিন্ধু বলেছেন: জ্বি ভাই এইটাই ঘটছিলো
১৫| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৩১
হীরক রাজা বলেছেন: আমারেও ২জন ধরছিলো.....তয় সামনা-সামনি না....মুবাইলে....বহুত জালাইছে আমারে....একদিন কইস্যা ঝাড়ি দিছি........এহন আর ডিস্টার্ব করেনা....
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪০
শিশির সিন্ধু বলেছেন: :-& :-& :-& :-& কিছুই কওনের নাই
১৬| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৩২
ইকরাম উল্যাহ বলেছেন: পুরাডা পরলাম!
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪০
শিশির সিন্ধু বলেছেন: উদ্ধার করছেন
১৭| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৯
ঢাকাবাসী বলেছেন: দারুণ! অনে--ক ক্ষন হাসলাম। লেখার স্টাইলটা ভাল লেগেছে।
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪০
শিশির সিন্ধু বলেছেন: আমি এমনেই লেখি
১৮| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৪
রয়বেস্ট বলেছেন: আমাদের এই ইভটিজিং এর বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হইবেক।
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১২
শিশির সিন্ধু বলেছেন: অই মিয়া ইভ টিজিং য়ের বিরুদ্ধে করলে আমার কি লাভ হইবো
১৯| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৫
আরহাসান বলেছেন: নিজের ভুলে এইরকম এক সমস্যায় পড়সিলাম..
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৩
শিশির সিন্ধু বলেছেন: আমি তো কুনো ভুল করি নাই তাইলে আমি ক্যান??
২০| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৬
আন্ধা পোলা বলেছেন: হেডিং পইড়া ভাবতাছিলাম ঢুকমু নাকি ঢুকমু না পরে সাহস কইরা ঢুইকাই পড়লাম! লস হয় নাই! ভালৈ হাসলাম!
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৪
শিশির সিন্ধু বলেছেন: আপনে লাভ লসের কথা চিন্তা করতাসেন??
২১| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৮
সতবাদী বলেছেন: বাচাও বাচা ও.......
বাচাও বাচা ও.......
বাচাও বাচা ও.......
বাচাও বাচা ও.......
বাচাও বাচা ও.......
বাচাও বাচা ও.......
বাচাও বাচা ও.......
বাচাও বাচা ও.......
বাচাও বাচা ও.......
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৭
শিশির সিন্ধু বলেছেন: ঠিক এইরম কইরাই চিল্লাইতে চাইসিলাম...কিন্তু যারা বাচাইতে আইতো হেগোরে কি কমু চিন্তা কইরাই চিল্লাইতে পারি নাই
২২| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০০
আবুল হাসান নূরী বলেছেন: ভাই বিরক্ত হইয়েন না একটা কথা বলি আপনাকে আমার খুব পরিচিত লোক মনে হইতেছে...আপনার দেশের বাড়ি কই.....তারপর সে শুধাইলো আপনের বাসা মগবাজার না?? ... তাইলে তো মনে হয় আপনারে চিনি না...কিন্তু খুব চেনা চেনা লাগতেছে
মনে করছিলাম ছিনতাইকারীর খপ্পরে পরছেন, এখন দেখতাছি..........
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৯
শিশির সিন্ধু বলেছেন: সত্য কথা কইতে আমিও পরথমে এরকম কিছুই ভাবছিলাম...তাই ডরাইনাই কারন আমার কাছে তেমন কিছুই আসিলো না...কিন্তু....
২৩| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৫
ভ্রমন কারী বলেছেন: আজব তো
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২০
শিশির সিন্ধু বলেছেন: খালি আজব..তার আগে একটা মহা লাগায় দেন না
২৪| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৬
আইজউদদীন বলেছেন:
:#> :#> :#>
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২১
শিশির সিন্ধু বলেছেন: বড় কষ্টে আছি
২৫| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৭
মাহমুদ মান্না বলেছেন: ২০০৭ এ জাবিতে এডমিশনের মৌসুমে একজন আমারে একজন কিছুটা এরকম গল্প শুনিয়েছিল...তোমারে ভাল লাগছে.. প্রটেকশন... লুব্রিকেন্ট... তোমার ?নের ছবি তুলে এম এম এস করে পাঠিয়ে দিও...
নামটা ছিল সাগর, তার পর থেকে বন্ধুত্বই শেষ।
যুবসমাজের অনিবার্য পতনের যাত্রা শুরু হয়েছে, এটাইতো প্রগতির রাস্তা
তাই নয় কি?
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২২
শিশির সিন্ধু বলেছেন: কিছুই কওনের নাই
২৬| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৯
নষ্ট কবি বলেছেন: ভাই আমি নিজেই এর শিকার হইসিলাম সেই ছোট বেলা- ঠিক ছোট ও না - আমি তখন কলেজে- সেই সময়। হায়রে ভাই সে কি অভিজ্ঞতা- আমি টানা ১৫ দিন না খায়া থাকছি
আপনার জন্য শুভকামনা- যাতে আপনি ডিম দিয়া ভাত খাইতে পারেন।
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৪
শিশির সিন্ধু বলেছেন: কন্কি?? খুইলা কন্তো!!!!আবার ভাইবেন না যে যে কাপড় চোপর খুলতে কইছি
২৭| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৩
আজমান আন্দালিব বলেছেন: শিরোনামটা ঠিক হয় নাই। এতে অনেকেই বিভ্রান্ত হতে পারে। কারণ পোস্টে ঢুকবেই অনেকে আপনার প্রতি নেতিবাচক ধারণা নিয়ে। বরং শিরোনামটা সাবধান জাতীয় কিছু হলে ভালো হতো। এতে অনেকেই এরকম উদ্ভট ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকার শিক্ষা গ্রহণ করতে পারতো।
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৫
শিশির সিন্ধু বলেছেন: পাবলিক অ্যাট্রাকশান
২৮| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৪
হাসান মাহবুব বলেছেন: ঘটনা অতি অস্বস্তিকর হৈলেও বর্ণনা খুবই মজার হৈছে
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৫
শিশির সিন্ধু বলেছেন:
ধইন্যবাদ
২৯| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
ফেলুদার চারমিনার বলেছেন: নিশাচর ভবঘুরে বলেছেন: অভিজ্ঞতা মিস খাইলেন
চরম কমেন্ট
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৬
শিশির সিন্ধু বলেছেন: যা ভাগ ব্যাটা
৩০| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৯
জাতির নানা বলেছেন:
নাতি, অহন থেইকা সব সম্য লগে একখান ব্লেড রাখবা। নিজের ইজ্জত বাচানের লাইগা কামে দিব। তুমার কপাল ভালা যে ঐ সমকামি একলা আছিল। ঐ ক্লাবের আরও কয়েকটা থাকলে তুমাররে ডিমের লুব্রিকেন্টের মজা দিয়া দিত।
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৮
শিশির সিন্ধু বলেছেন: নানাগো অইদিন বানিজ্য মেলা থেকা আওনের সময় আধা ঘন্টা ধইর্যা চেক করছে....পকেটে যদি ব্লেড পাইতো টাইলে খবরই আসিলো
৩১| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪২
গ্রামের মানুষ বলেছেন:
ডিমের প্রতি অভক্তি আইন্না দেওনের জইন্য আপনেরে মাইনাশ
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৯
শিশির সিন্ধু বলেছেন: মাইনাস দেন তাও সই
৩২| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৯
শিপু ভাই বলেছেন:
পোস্টটা পড়ার সময় বারবার হাস্তেছিলাম। আমার অফিস স্টাফ তার বন্ধুকে বলছে- "স্যারে পাগল হইয়া গ্যাছে!!!"
তয় বিক্রম্পুরের পোলা হিসাবে আপ্নেরে মাইনাস। এত ডড়াইছেন কেনু?
বর্ণনা সেইরাম হৈছে।
পোস্ট ডাইরেক্ট প্রিয়তে।
++++++++++++++++++++++++++++++++++
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩২
শিশির সিন্ধু বলেছেন: শিপু ভাই এই বিক্রমপুরের পোলা তিনডা ছিনতাইকারির লগে একলা মারামারি করছে....তখন ডরাই নাই.....কিন্তুক এইখানে অনেক কিছউ হারানোর ডর আসিলো না ডরাইয়া থাকি ক্যামনে...ডিমের স্বাদ তো মুখ ছাড়া আরকোনো দিক দিয়া পাই নাই কিন্তুক অই ক্লাবের আর কয়েকজন লগে থাকলে তো তাও পাইয়া যাইতাম নে
৩৩| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৬
দুঃখ বিলাসি বলেছেন: আপনার কথা চিন্তা করে আমি স্বমেহন করব সেটা না করবেন কি ভাবে
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩২
শিশির সিন্ধু বলেছেন: মজা লইয়েন তো মিয়া মনে বেজায় দুঃখ
৩৪| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৬
ছানাউল্লাহ বলেছেন: ভাই, এত ভয় পাওয়ার কি আছে? আমার জীবনে এ রকম অনেক ঘটনা আছে,এর চেয়ে অনেক ভয়াবহ ঘটনা আমার জীবনে আছে? সময় হলে সব কথা ব্লগে প্রকাশ করবো।
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
শিশির সিন্ধু বলেছেন: ডিমের স্বাদ তো মুখ ছাড়া আরকোনো দিক দিয়া পাই নাই কিন্তুক অই ক্লাবের আর কয়েকজন লগে থাকলে তো তাও পাইয়া যাইতাম ন..তাই ডরাইছিলাম...আপ্নের কাহিনিতে কি আপ্নে শিকারি আসিলেন নাকি শিকার
৩৫| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২২
বাদ দেন বলেছেন: আপনের বাসা মগবাজার না?
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৫
শিশির সিন্ধু বলেছেন: অই মিয়া আপ্নেও আইসেন মজা লইতে
৩৬| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২২
অনিক আহসান বলেছেন: কুৎ কুৎ কুৎকুৎ কুৎ কুৎকুৎ কুৎ কুৎ
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
শিশির সিন্ধু বলেছেন: জ্বি কুৎ কুৎ কইরাই শোক আর ঢোক গিলছিলাম
৩৭| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৭
মোঃ মোশারফ হোসেন বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
শিশির সিন্ধু বলেছেন: হাসেন ভালা কইরা হাসেন..ঠ্যালা তো বুঝেন নাই এহোনো
৩৮| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৯
নিখিলেস প্যারিসে বলেছেন:
কি শুনাইলেন এইসব...........
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৮
শিশির সিন্ধু বলেছেন: যা ঘটছে তাই তো কইলাম
৩৯| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৯
ডেজা-ভু বলেছেন:
এইডা কি শুনাইলেন?!! কুৎ কুৎ :-& :-&
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৯
শিশির সিন্ধু বলেছেন: জ্বি ভুল শুনেন নাই
৪০| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩১
এ হেলাল খান বলেছেন: মাবুদে এলাহী দৌড় দেয়া দরকার না?
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪০
শিশির সিন্ধু বলেছেন: দিসিলাম তো...তয় আরেকটু আগেই দেওন দরকার আসিলো
৪১| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
তন্ময় ফেরদৌস বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪০
শিশির সিন্ধু বলেছেন:
৪২| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৯
শেখ সাব্বির আহমেদ বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪১
শিশির সিন্ধু বলেছেন:
৪৩| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৪
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: আমার এক বন্ধুর সাথেও এমনই ঘটেছিল !! তবে ও এত মজা করে বর্ণনা দিতে পারে নি!! তবে আপনার এক্সরেশনটা বেশি বেশি হয়ে গেছে !!
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২০
শিশির সিন্ধু বলেছেন: বেশি বেশি কইরাই দিছি....কম কইরা দিমু ক্যান
৪৪| ২০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৬
শিপু ভাই বলেছেন:
বিক্রম্পুরের কোথায় বাড়ি??
আমাগো টঙ্গীবাড়ি বালিগাঁও।
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২৩
শিশির সিন্ধু বলেছেন: টঙ্গীবাড়ি যশলং ইউনিয়নের সেরাজাবাদ....আসেন গলায় গলা মিলাই
৪৫| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০৬
আমি সুফিয়ান বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২৮
শিশির সিন্ধু বলেছেন: হাসেন মন খুইলা হাসেন
৪৬| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১১
বেঈমান আমি বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৩
শিশির সিন্ধু বলেছেন:
৪৭| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৩১
বটতলার টারজান বলেছেন: আরে জায়গামত বাড়ি দিলেই তো সমকামির খায়েশ মিতে যাইত !!
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৯
শিশির সিন্ধু বলেছেন: নেক্সট টাইম
৪৮| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৪১
চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাই আমারটা একটু পড়ে দেখেন
সমকামির খপ্পরে ১ দিন
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫১
শিশির সিন্ধু বলেছেন: পড়লাম আর মজা পাইলাম আর নিজের দুঃখডা একটু ভুল্লাম
৪৯| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫২
আহমেদমিশুক বলেছেন: আসেন ডিম খাই
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৫
শিশির সিন্ধু বলেছেন: ইয়াকঃ
৫০| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৮
আরিফ আরাফাত রুশো বলেছেন: ছেলেদের অবস্থা মেয়েদের চাইতেও খারাপ। ওরা তো তাও চিতকার করতে পারে ছেলেরা লজ্জায় তাও পারেনা
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:২২
শিশির সিন্ধু বলেছেন: এইতো বুঝবার পারছেন রে ভাই
৫১| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:১১
আমি তানভীর বলেছেন: নিশাচর ভবঘুরে বলেছেন: অভিজ্ঞতা মিস খাইলেন চরম কমেন্ট
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:২৬
শিশির সিন্ধু বলেছেন: চলেন অভিজ্ঞ মাইনষের লগে পরিচয় করাই দেই
৫২| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:১৭
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ওপরে একজন ঐ টাইপ কমেন্ট করছে, খিয়াল কৈরা
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩১
শিশির সিন্ধু বলেছেন: কোনডা খালি দেহান
৫৩| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫২
স্বর্ণমৃগ বলেছেন: হিহিহিহিহিহিহ... হাঁসতে হাঁসতে শেষ!
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০২
শিশির সিন্ধু বলেছেন: হাসেন তয় সাবধান বাটে পরলে কিন্তুক ডিম থেরাপি খাইতে হইবো
৫৪| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৩
ইকরাম উল্যাহ বলেছেন: @ইশতিয়াক আহমেদ চয়ন
হেইডা তন্ময় হাসান
তন্ময় ফেরদৌস না
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০৩
শিশির সিন্ধু বলেছেন: তাই তো কই কোনডা...এবার বুঝলাম হেয় বুঝতে ভুল করছে
৫৫| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১৪
মৈত্রী বলেছেন: ফেসবুকে এক ছেলে একবার নক করছিলো...
চ্যাটলগ রাইখা দিছি।
বাস্তবেও বাসের চিপায় এমন অভিজ্ঞতা হইছে...
কিন্তু লিখতে চাচ্ছি না.....
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২২
শিশির সিন্ধু বলেছেন: আরে লেখেন মিয়া আমরা একটু জানি কি হইছিলো
৫৬| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১৯
সাকিন উল আলম ইভান বলেছেন: হা হা হা .
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২৩
শিশির সিন্ধু বলেছেন: খুব মজা তাইনা!!!!
৫৭| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২৫
জানালার বাইরে বলেছেন: "জানেন নিশ্চই ডিমের সাদা অংশ খুব ভালো লুব্রিকেন্ট "
"আপনার কথা চিন্তা করে আমি স্বমেহন করব সেটা না করবেন কি ভাবে" :-& :-& :-&
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৩
শিশির সিন্ধু বলেছেন: কিছুই কওনের নাই :-& :-& :-&
৫৮| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৬
মিরাজ is বলেছেন: হা হা হা। কষ্ট পাইয়েন না হাসি এম্নিতেই চলে আইলো।
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৯
শিশির সিন্ধু বলেছেন: ব্যাপার না, হাসেন
৫৯| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪১
জানালার বাইরে বলেছেন: ডিমের দেখি নানাবিধ ব্যবহার আছে
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৯
শিশির সিন্ধু বলেছেন: নতুন কিছু জানার মজাই আলাদা তাইনা
৬০| ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৬
চিত্তবিকারগ্রস্ত বলেছেন: ভাই আপনের দুঃখডা আমি বুঝতেছি...কারন আমারও একি রকম অভিজ্ঞতা হইছিল ফার্মগেট এ...অল্পের জন্যে ইজ্জত নিয়া বাইচা আইছি... কুৎ কুৎ :-& :-& :-&
২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:০৫
শিশির সিন্ধু বলেছেন: ইজ্জতের ছদকা দিছিলেন তো!!! না দিয়া থাকলে দিয়া ফালান
৬১| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:০২
সুস্ময় পাল বলেছেন: পোষ্ট পড়ে একটাই রিঅ্যাকশান ... ... ... ...
২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:০৬
শিশির সিন্ধু বলেছেন:
৬২| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৭
গুপ্তঘাতক007 বলেছেন: আপ্নে পোলাডার সমকানুভতিতে আঘাত কর্সেন আপ্নে লুক কুব খ্রাপ ,আপ্নেরে তেব্র ধেক্কার! @চয়ন ভাই,৫০ মনেলয় ওই ধান্ধাতেই ঢুক্সিলো
২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩২
শিশির সিন্ধু বলেছেন: আসলেই আমি লুক কুব খ্রাপ
৬৩| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৪
নাঈম আহমেদ আকাশ বলেছেন: ইয়া খোদা । এইডা কি হইল ? আমি আর পল্টন যামু না । কিন্তু একটু আগে তিনডা ডিম খাইছি ,এখন কি হপে?
পোষ্টে ভা্লোলাগা রইল ।
আপ্নে মিয়া আমার ব্লগে যান ই না,ঘুইরা আইসেন,২য় রম্যতে দাওয়াত রইল ।
২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৬
শিশির সিন্ধু বলেছেন: আইজকা আমার আবার পল্টন যাওনের কথা আসিলো...যাই নাইক্যা...ডিমের ব্যাপারে আমি কিছু কইতে রাজী না....জানি না কদ্দিন ডিম না খায়া থাকতে হয় কে জানে......আপ্নার পোস্টে গিয়া উকি মাইরা কমেন্টও কইরা আইছি....ধইন্যবাদ
৬৪| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৫
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: আপনি পারেনও......
এত কুৎ কুৎ করলেন ক্যান বাই, ঘুইরা টাডায়া কান পাশায়া একটা রাম থাবডা দিলেন না ক্যালা.......
২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৩
শিশির সিন্ধু বলেছেন: এক হাত দিয়া বসার জায়গা সামলাইছি আরেক হাত দিয়া ইজ্জত...আর তো হাত বাকি আছোলো না কি করুম কন
৬৫| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ২:০৮
প িথক বলেছেন: ভাই আমি একবার পড়েছিলাম হিজড়ার খপ্পরে.
২১ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:২৮
শিশির সিন্ধু বলেছেন: অই হালার তুলনায় হিজড়ারা বহুত ভালা....অগোরে ১০ টেকা দিলে চুপ কইরা যাইবো....
৬৬| ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:৫৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বাপ্রে!
২১ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:২৬
শিশির সিন্ধু বলেছেন: মাগো
৬৭| ২১ শে জানুয়ারি, ২০১২ ভোর ৪:১২
মানস সেন বলেছেন: দিলেন তো মিয়া আপনের নিজের বারটা বাজাইয়া। ব্লগের ছাগুগুলানতো এখন আপনেরে আরো বেশী ডিসটার্ব দিবো। ঐগুলা তো সব মগবাজারি আর সমকামী।
২১ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:২৯
শিশির সিন্ধু বলেছেন: ব্লগের টা টেকল দিতে পারুম বইলাই তো কাহিনী খুইলা কইলাম
৬৮| ২১ শে জানুয়ারি, ২০১২ ভোর ৪:১৩
গডব্রাদার বলেছেন: সবই তো বুঝলাম কিন্তু একটা জিনিস বুঝলাম না। আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যা দেখে ওই লোক আপনারে তাদের মতই ভাবছে
২১ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:২৪
শিশির সিন্ধু বলেছেন: জ্বি ভাই আমি প্রচন্ড ম্যানলি
...চামে দিয়া বৈশিস্ট জাইনা নিতাসেন না তো!!
৬৯| ২১ শে জানুয়ারি, ২০১২ ভোর ৫:৫৭
টানজিমা বলেছেন: বিঃদ্রঃ## বাংলা সিনেমার নায়িকারা রাস্তা দিয়া বাচাও বাচাও কইয়া দৌড় দেয় দেইখ্যা জিবনে খেক খেক কইরা কত হাসছি....এই ব্লগে প্রমিস কইরা গেলাম আর জীবনে হাসুম না নায়িকাগো দেইখ্যা...অগো দুঃখটা আইজকা বুঝলাম
## যদি লোকটা কইত্য যে ভাই আমি একজন ভ্যাম্পায়ার আমি আপনের ঘাড়ে কামুড় দিয়া ব্যুফে চুক্তিতে আপনের রক্ত খামু তাইলেও এত ডরাইতাম না ........
.......***
একটা মেয়ে কতটা অসহায় যখন সে কোন রেপিস্টের হাতে পরে, আমিও প্রথমদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম... আজও ভুলি নাই সেই ভয়ংকর রাতের কথা। তবে এখন ওসব গা সওয়া হয়ে গেছে। একটু এদিক-সেদিক হলেই পুলিশে কল দেই।
২১ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:২৪
শিশির সিন্ধু বলেছেন:
৭০| ২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৮
মুহসীন৮৬ বলেছেন: সত্য কইরা কন তো ভাই-ঐ ব্যাটার নাম কি তন্ময় হাসান ছিলো কিনা?
২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৪
শিশির সিন্ধু বলেছেন: ঈমানসে কইতাছি অই হালার নাম জিগাই নাই...তয় মনে হয়.......
৭১| ২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৭
আবুল হাসান নূরী বলেছেন: বাসায় ফেরার পথে বাসে সারা রাস্তা অন্ডকোষ চাইপ্যা দইর্যা রাখসিলাম, যাতে উধাও না হইতে পারে....সারা রাত এট্টু পরে পরে গিয়া হাতাইয়া আর তাকাইয়া চেক করসি....সে এক কাহিনী
চেয়ারম্যান সাবের পোস্টে আম্নে এই কমেন্ট করছেন। আম্নের এই কাহিনী জাতি জানতে চায়।
২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৬
শিশির সিন্ধু বলেছেন: সেই কাহিনী খুইলা কইলে ৯০% ব্যান নিশ্চিত
৭২| ২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৯
মেংগো পিপোল বলেছেন: একটি সাইন্সফিকসন ও সমকামীতা (১০০০ শীত বসন্ত শেষে ১৮+)
২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৯
শিশির সিন্ধু বলেছেন: পাংখা একটা সাইন্সফিকশন
৭৩| ২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৬
~মাইনাচ~ বলেছেন: হাসতেই আছি ননষ্টপ
আপনাকে মাইনাচ লোকটাকে ? কষ্ট দেয়ার জন্য
তবে বর্ণনা কিন্তু দারুন হয়েছে,
শুভকামনা
২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৯
শিশির সিন্ধু বলেছেন: মাইনাচ নিতে আপত্তি নাই.....তাও ডিম খামু না.....লেখা ভালো লাগায় ধইন্যবাদ
৭৪| ২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৮
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: @ইকরামউল্লাহ!! আপনাকে মিয়া চতুর ভাবছিলাম। তন্ময় ফেরদৌস আমার বন্ধু। ওকে আমি বলব কেন !! আমার কমেন্টের ওপরের একজন সমকামিতা নিয়ে এবং কোন জেলার ছেলেরা সুন্দর এসব টাইপের পোস্ট দেয় !! খেয়াল কৈরা মিয়া
@লেখক, খালি ভালা লিখলেই হইব না, আশে পাশে খেয়াল না করলে বারবার এমন ফাদে পড়বেন, এই বার তো বাইচা গেছেন!! পরেরবার কিন্তু পার পাবেন না!! সুতরাং সাধু সাবধান!!
২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩২
শিশির সিন্ধু বলেছেন: কোনজন অই টাইপের এইডা কিন্তুক খোলাসা করলেন না...যাইহোক ইজ্জতের ছদকা দিমু ভাবতাছি
৭৫| ২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫৪
হতভাগা রিজভী বলেছেন:
২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪৯
শিশির সিন্ধু বলেছেন: বেশি মাইসেন না মাইনকার চিপায় ফাইস্যা গেলে বুঝবেন
৭৬| ২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২১
সুদীপ্ত কর বলেছেন: ঘটনা ব্যপক খারাপ হৈলেও লিখসেন ভালো।
অই বেটারে কষ্ট দেয়া ঠিক হয়নাই। সেতো এখন আপনারে চিন্তা কৈরা স্বমেহন করতেসে।
দেশের অবস্থা যা তা।
২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫০
শিশির সিন্ধু বলেছেন: দেশের অবস্হা যা তা
৭৭| ২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৭
অহন_৮০ বলেছেন: কন কি!!!!!!!!!!
২১ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪৯
শিশির সিন্ধু বলেছেন: ঠিকই কইসি
৭৮| ২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৬
ভুলো মন বলেছেন: বছর তিনেক আগে আমাকে একবার ধরতে চেয়েছিল ধানমন্ডি ৩২ নং বঙ্গবন্ধু যাদুঘরের সামনে!!
২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১০
শিশির সিন্ধু বলেছেন: তাইলে নির্ঘাত ছাত্রলীগের কেউ আছিলো
৭৯| ২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৯
ইন্সিত বলেছেন: নাউজুবিল্লাহ।
২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৫
শিশির সিন্ধু বলেছেন: পুরাডা একবারে কন মিয়া..নাউযুবিল্লাহ মিন জালেক
৮০| ২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৮
জারনো বলেছেন:
একেই বলে করো সর্বনাশ আর কারো পৌষ মাস।
ভাইজান আপনার সর্বনাশের কথা শুনে আমার
পৌষ মাসের মতো লাগছে। হাহাপগে
দারুন অভিজ্ঞতা। কোন শত্রুও যেন এমন
বিব্রতকর অবস্থার মধ্যে না পড়ে।
২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৬
শিশির সিন্ধু বলেছেন: কুন অ্যাঙ্গেল থাইকা দারুন অভিজ্ঞতা লাগতাচে হেইডা আগে বুঝাইয়া কন আমার সর্বনাশে তো খালি পৌষ মাষ না অনেকের ফাল্গুন মাসও লাইগা গেসে বইলা মনে হইতাছে....
কোন শত্রুও যেন এমন
বিব্রতকর অবস্থার মধ্যে না পড়ে।
৮১| ২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৪
এস বাসার বলেছেন: পুরাই টাসকি খাইলাম
ঘটনা কিতা হাছানি?
২১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
শিশির সিন্ধু বলেছেন: মিছা লাগে কুন দিক থেকা.....বানাইয়া বানাইয়া গল্প কইলাম নাকি??
৮২| ২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৩৫
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: ভাই আপনার পোষ্ট গতকাল পইড়া সমস্যায় পড়ছিলাম। রুমমেট ছিল ঘুমাইয়া। পোষ্ট অর্ধেক পইড়া চরম হাসি আসছিল। রুম থিকা বাইর হইয়া কতক্ষণ হাসছি। পরে রুমে আইসা বাকীটুকু পড়ছি। মোটামুটি একটা ভাল সাহি নির্যাতন চালাইছেন আমার উপর গতকাল। বিশেষ কইরা কুত কুত কুত কইরা যে ডায়ালগগুলা লেখছেন পুরাই খারাপ অবস্থা হাসতে হাসতে। আপনার বান্ধবী যে একলাইন শুইনা তিন লাইন হাসছে কথাডা আপনে বাড়াইয়া বা বানাইয়া লেখছেন বইলা আমার মোটেও মনে হয় না, আমি নিজেই এক লাইন পড়ি আর হাসির চোটে পড়ের লাইন পড়তে পারি না। হাস্যক্ষমতারও তো একটা লিমিট আছে নাকি?
২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩৯
শিশির সিন্ধু বলেছেন: লেখলাম দুঃখের কাহিনী, আর আপনের একেক জন হাসতে হাসতে গড়াগড়ি খাইতাছেন.....কাহিনী তো কিছুই বুঝবার পারতাছি না
৮৩| ২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩৬
িটউব লাইট বলেছেন: কালকে রাতে লেখা টা পড়া শেষ করতে পারি নাই। আজকে সকালে ওফিস এ আইসা পড়লাম। ভাষা হারায়া ফেলছি......
২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৯
শিশির সিন্ধু বলেছেন: সব বাদ. আগে চলেন দুইজনে মিল্লা আপনের ভাষা খুইজ্যা আনি..তারপরে সব
৮৪| ২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৪৭
নযােকট বলেছেন: বাংলাদেশেও এরকম আছে???????? আপনি কয়েক বন্দু সহ গিয়া ভালো কইরা উত্তম মাধ্যম দিতে পারেন না?????
২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫১
শিশির সিন্ধু বলেছেন: আমার চৌদ্দ পুরুষের ভাগ্য ভালো যে অর লগে কোনো বন্ধু বান্ধব আসিলো না.......থাকলে তো আমি কয়দিক দিয়া যে ডিম খাইতে হইতো......
৮৫| ২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৫
গুরুজী বলেছেন:
২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫২
শিশির সিন্ধু বলেছেন: গুরুজী মুখ ভার ক্যালা
৮৬| ২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৭
নেফেরতিতি বলেছেন: অসুস্থ মানুষ আমি আপনের লেখা পইরা হাসতে হাসতে ঠিক হয়ে গেসি।তয় আপনার খোমায় নিশ্চয় সমকামী ভাব আসে অথবা আপনার হাটার স্টাইলে সমস্যা।আর আপনি যে টয়লেটে গেলেন লোকটাও ছিল বলছেন,সে যে আপনার ইজ্জত দেখে ফেলেছে তা কি বুজতে পারছেন??
২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:০০
শিশির সিন্ধু বলেছেন: আপনেরে সুস্হ কইর্যা দিলাম, তা আমার ফিস টা কবে দিবেন?? ফিস বেশি না আপনে যে কইছিলেন হেরিটেজ এর পিজা ওয়ার্ল্ড বেস্ট, অইটা গোটা দুয়েক খাওয়াইয়া দিলেই সারবো......
আমার খোমায় সমস্যা নাকি হাটায় সমস্যা অইটা নইলে পিজা যেইদিন খাওয়াইবেন যেই দিন সেইদিন সামনা সামনিই কইয়্যা দিয়েন......
আর কইলেন যে ইজ্জত দেইখা ফালানির কথা সেইটা তো দরজা আটকাইয়া টয়লেটে গেসিলাম এর মইধ্যে দেখব ক্যামনে....বাথরুমে ক্যামেরা থাকলে অইডা হইলো আলাদা কথা
৮৭| ২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৪
ঝটিকা বলেছেন: পোস্ট আর কমেন্ট গুলো পড়ে মনে হচ্ছে, আর বেশি দেরি নেই যখন মেয়েদের বদলে ছেলেরা রেপড হওয়া শুরু হবে। কি অবস্থা!!!
২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:০১
শিশির সিন্ধু বলেছেন: বাচাও বাচাও কে কোথায় আছ মোরে বাচাও
৮৮| ২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৭
ইচ্ছে বলেছেন: দারুন লেখছেন, হাসতে হাসতে চোখ দিয়া পানি আইসা পরছে... বুঝেন অবস্থা।
আপনারে বলতে ইচ্ছা করতেছিল যে, আরো স্মার্ট হবেন এই রকম সিচুয়েশন হ্যন্ডেলের ক্ষেত্রে, কিন্তু তাও বলতে পারতেছিনা কারন এমনিতেই যা স্মার্ট আছেন তাতেই লোকজন নক করতেছে, এর চেয়ে বেশি হলে না তুলে নিয়ে যায়...
২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:০৩
শিশির সিন্ধু বলেছেন: ধইন্যবাদ.....যেই জিনিষ লাইফে পরথম ঘটে তাতে যে কুনো স্মার্ট বেডার ঢুস খায়া যাওনডা অস্বাভাবিক না....
৮৯| ২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:০০
আশফাক সফল বলেছেন: জানেন নিশ্চই ডিমের সাদা অংশ খুব ভালো লুব্রিকেন্ট ..ওস্টাদ তো টেনশনে পইরা গেলেন, যদি জিগাইতেন হাসের না মুরগীর তাইলে অন্তত এক টাইপের ডিম্ব খাইতে পারতেন
২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:০৪
শিশির সিন্ধু বলেছেন: ডিম খাওয়াই বাদ দিয়া দিসি....আবার তারে জিগাইয়া নিজের োগাটা নিজেই পাইত্যা দেই আরকি!!!!
৯০| ২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৯
ফয়সাল তূর্য বলেছেন:
:-& :-& :-& :-&
২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩৩
শিশির সিন্ধু বলেছেন: কাহিনী যারে কই সেই আপনের মতন রিঅ্যাকশন দেয়
৯১| ২২ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৮
শিবলী১২৩ বলেছেন: আরে ভাই, আপনেরে কি বলবো দুঃখের কথা, অনেকে মাইয়া না পাইয়াও পোলাদের প্রতি পজেসিভ হইয়া যায়। আমাদের এলাকাতে এক পোলা ছিল নাম খলিল। ক্লাস সেভেনে পড়ার সময়কার কথা, খলিল এলাকার আমাদের বয়সি যত পোলাপান ছিল, সবাইকে তিন গোয়েন্দা অথবা ভিডিও গেমস খেলানির লোভ দেখিয়ে যে কোন বিল্ডিং এর সিড়িঘরে নিয়া যাইত, তারপরে কি করত আর নিশ্চয়ই কওয়া লাগবে না
২২ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:১৩
শিশির সিন্ধু বলেছেন: তো অই হালারা মাইয়া পায়না দেইখ্যা কি তার খেশারত আমার বসার জায়গারে দিতে হইবো নাকি.....
৯২| ২২ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৬
ওবায়েদুল আকবর বলেছেন: অনেকেই তাইলে সমকামী পজিটিভ। অনেক অভিগ্যতা হইছে দেখতেছি।
২২ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:১৪
শিশির সিন্ধু বলেছেন: তা আবার বলতে
৯৩| ২২ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৫
শয়তান শাহীন বলেছেন: আমি পরতাসিলাম.................হাসার আগে হঠাৎ কইরা দেহি পিছন থেইকা কেডা জানি হাসতাসে তকাই দেহি আমার ছোট ভাইগনা...আমি নিজেই বেক্কল হইয়া গেলাম..
আফনের লেখা হেব্বি হইসে কিন্তু মাগার এইডা কি হইল...
.কেউ.মাইর খাইলে আমাবস্যার রাইতে ব্যাথা উডে....আফনের তো দেহি ডিম দেখলেই এই ব্যাথা উডবো.......
২২ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৫
শিশির সিন্ধু বলেছেন: আপনের ভাইগ্না যদি ১৮+ হয় তাইলে কিছু কওনের নাই....আর যদি ১৮- হয় তাইলে ২টা কানমলা দিয়া বাইর কইরা দেন....
বেয়াদব পোলাপাইন মামাগোর ব্যক্তিগত জিনিষপাতি নিয়া ঘাটাঘাটি করে
৯৪| ২২ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৭
পিদিম বলেছেন: আপনের যে ফিগার তাতে দুইটা ডিমে কিছুই হইবো না ৪ টা খাইলে শরীরে জোড় পাইবেন
২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২২
শিশির সিন্ধু বলেছেন: কথাডা অবশ্য মিছা কয় নাই......মেলা দিন পরে অনেক কস্ট কইরা আইজকা একটা ডিম খাইছি
৯৫| ২২ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৮
সৃজনশীল বলেছেন: বড় বাচন টা বাচলেন ভাই অর কাছ থেকে পালিয়ে এসে :প চরম অবস্থা!
২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২৩
শিশির সিন্ধু বলেছেন: মানির মান রাখে আল্লায়
৯৬| ২২ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫০
আরজু পনি বলেছেন:
আরেক ব্লগে লিংক দেইক্খা বুঝিনাই এমন শিরোনাম!
তবে ভেতরের কাহিনীতে যা বলছেন তাতে সাবধান হওয়ার যথেষ্ট কারণ আছে...
আর হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে...
২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২৫
শিশির সিন্ধু বলেছেন: আপনে আর সাবধান হইয়া কি করবেন.....আপনেরে তো আর ধরবো না
২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৪
শিশির সিন্ধু বলেছেন: আরেক ব্লগে লিংক দেইক্খা বুঝিনাই এমন শিরোনাম!
কুন ব্লগে দেখছেন??
৯৭| ২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০২
অনির্বাণ রায়। বলেছেন: কি কমু বুঝতার্তেছি না
২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪২
শিশির সিন্ধু বলেছেন: আপাতত কিছু না কইলেও চলবো...কারন আমার মনে হয় না আর কিছু কওনের বাকী রইছে
৯৮| ২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪২
সিদ্দিক আহমেদ বলেছেন: ভাই ভয় খাইসি ...............
২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৮
শিশির সিন্ধু বলেছেন: খালি প্যাটে খাইয়েন না, অ্যাসিডিটি হইবার চান্স আছে
৯৯| ২৩ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:০৮
ফাহাদ চৌধুরী বলেছেন: আপনার জন্য ঘটনা অসস্থিকর হলে বহুদ্দিন পর ব্লগের একটা পোষ্ট পৈরা সত্যিকার অর্থেই একটা ইমু ব্যবহার করতে মুঞ্চাইছে, সেইটা হৈল....
২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৮
শিশির সিন্ধু বলেছেন:
১০০| ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৬
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: খিক খিক..........
আমি তো প্রেমে পড়িনি....
প্রেম আমার উপরে পড়েছে.........
২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৬
শিশির সিন্ধু বলেছেন: আপ্নে কি উস্টা খাইছেন নি
নইলে উষ্টাই আন্নেরে খাইয়ালাইবো
১০১| ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৪
বাজেকাম বলেছেন:
আপনি: "" তুই আমার দেহ পাবি মন পাবি না শয়তান""
সমকামী: " আরে দেহটার জন্যই তো ডিম খাওয়াইতে চাইতাছি।"
২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫২
শিশির সিন্ধু বলেছেন: আমি: "" তুই আমার দেহ পাবি মন পাবি না শয়তান""
সমকামী: " আরে দেহটার জন্যই তো ডিম খাওয়াইতে চাইতাছি"
আপনি: অই সমকামী অই ফাজিল শিশির সিন্ধুর দেহে কি আছে যা আমার দেহে নাই....আমি কি অর চাইতে কম নাদুস নুদুস, আমি কি কম সেক্সি, সবাই আমারে দেখলে বলে ''পোলা তো নয় সেতো আগুনের ই গোলা রে'' আর তুই কিনা অই শিশির সিন্ধুরে ডিম খাওয়াস.....
সমকামি: না জান না তুমি আমাকে ভুল বুইজ্য না....আমি তুমার জন্যই অই হটি অ্যান্ড নটি শিশির সিন্ধুরে ধইর্যা আনতে চাইসিলাম যাতে তুমি আর আমি মিল্যা অরে ভোগ করতে পারি
আপনি:ঊম্মমমমমমমম্মা :> জান, ওমা তাঈঈ, যাও আমি আরো শুধু শুধু তোমাকে ভুল বুঝলাম চল অই ব্যাটাকে নিয়া ভোগ করি
সমকামি : আরেকটা উম্মা দেও না :#> :#>
আপনি: আরে তুমিও না, আশে পাশে লোক কি বলবে? যাও বাসায় গিয়ে তোমাকে উম্মায় উম্মায় শহীদ করে ফেলব
সমকামি: কসম??
আপনি: তোমার অইটার কসম
সমকামি: যাওওওওওওওও ডুষ্টু :#> :#>
আপনি: হইছে এখন আর সময় নস্ট না করে শিশির সিন্ধুরে নিয়া ক্লাবে যাই...
তারপর দুইজনে তাকাইয়া দেখেন আমি নাইক্যা.
.....আপনেরা যখন একজন আরেকজনরে নিয়া উলাল্লা উলাল্লা করতাছিলেন, তখনই বাস আয়া পড়ছিলো আর আমি বাসে উইত্যা পগার পার
১০২| ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৯
রাশেদ হাসান নোবেল বলেছেন:
:-&
২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫৪
শিশির সিন্ধু বলেছেন: সামনে পড়লে ক্যামনে ঠ্যালা সামলাইবেন সেডা চিন্তা কইরা রাইখ্যেন
১০৩| ২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩৩
জাহুমুজামা বলেছেন: ভাই, আপনে কোন জায়গায় পড়েছিলেন এই বিপদে, আমি প্রায় সেইম কাহিনী...ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে এই ঝামেলায় পড়লাম...কষাইয়া ১ টা চড় আর লাথি দিছি...মানুষজন চেয়ে ছিল...
কি সময় আইলো রে ভাই
২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৫
শিশির সিন্ধু বলেছেন: লিখ্যাই তো দিসি যে পল্টনে হইসিলো এই কাহিনী.....
কি সময় আইলো রে ভাই
১০৪| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ২:২০
কাউন্সেলর বলেছেন: এই লিংকের ১২ নম্বরের জবাবে পেয়ে এখন পড়ে তো পুরাই হা হা প গে!
২৫ শে জানুয়ারি, ২০১২ ভোর ৬:৪৩
শিশির সিন্ধু বলেছেন: পারো পৌষ মাস আর কারো পুরাই আইক্কা বাশ
১০৫| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৪১
আকাশ_পাগলা বলেছেন: সাংঘাতিক ব্যাপার। এমন ডাইরেক্ট বলে দিলো !! খাইছে।
২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৩
শিশির সিন্ধু বলেছেন: শুধু কি ডাইরেক্ট বইলা দিলো নাকি?? ডাইরেক্ট নিয়া যাইতে লাগছিলো
১০৬| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ..শুনার সাথে সাথে অটোমেটিক্যালি নিতম্বের দুটি অংশ টাইট হইয়া জোড়া লাইগা এক হইয়া যাওয়ার চেস্টা করল...
কুৎ কইরা একটা ঢোল গিল্লাম...
২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৪
শিশির সিন্ধু বলেছেন: খুব মজা তাই না!!!!
১০৭| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:২৫
বিরোধী দল বলেছেন:
২৬ শে জানুয়ারি, ২০১২ ভোর ৬:১১
শিশির সিন্ধু বলেছেন:
১০৮| ২৬ শে জানুয়ারি, ২০১২ ভোর ৬:৫৩
দ্যা ডক্টর বলেছেন: ভাই আপনার সহ্য ক্ষমতা অসাধারণ! আমি হইলে দ্বিতীয়বার ফিরে এসে যখন কাঁধে হাত রাখছে তখনি পিটানো শুরু করে দিতাম। কোন প্রাপ্তবয়স্ক ছেলের সাথে সৌজন্যতা ছাড়া(কয়েক মুহুর্তের জন্য) ফিজিক্যাল কন্ট্যাক্ট আমার কাছে সবসময় চরম অস্বস্তিকর লাগে।
২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ৭:০৭
শিশির সিন্ধু বলেছেন: ঘটনাডা ঘটার পর থেকা আমিও আপনের মতন হইয়্যা যাইতেছি
১০৯| ২৭ শে জানুয়ারি, ২০১২ ভোর ৫:৫৯
সৌমিকলিটু বলেছেন: ভাই ,আপনের সেন্স অফ হিউমার তো চরম ..!!
হাসতেই আছি ---.........
২৭ শে জানুয়ারি, ২০১২ ভোর ৬:৩৮
শিশির সিন্ধু বলেছেন: কলি কাল আইয়া পড়সে রে...মাইনষেরে আইজকাইল দুঃখের কথা কইলেও সেন্স অব হিউমারের প্রশংসা করে
১১০| ২৭ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫২
মাহ্মুদুল হাসান । বলেছেন:
২৭ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৮
শিশির সিন্ধু বলেছেন:
১১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৪
আবুল হাসান নূরী বলেছেন: পোস্টটি ৬১ জনের ভাল লেগেছে
কান্ড দেখছেন !! আফনের বিপদের কাহিনী মাইনষে ভালা পায়।
ভাইজান কি আন্ডা খাওয়া শুরু করছেন
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৪
শিশির সিন্ধু বলেছেন: কোনো মতে খাওয়া শুরু করছি আরকি.......মানে দিনে একটা...
১১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:২১
সানাউল্লাহ তুষার বলেছেন: হা হা প গে!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১৫
শিশির সিন্ধু বলেছেন: অ অ ধ
১১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১৪
অনু পম বলেছেন: বিদ্রুপ হলেও বাস্তবতা ফুটে উঠেছে লেখনীতে
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১৪
শিশির সিন্ধু বলেছেন: বিদ্রুপ করলেও ঘটনা কইলাম সত্য
১১৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৩
হাসিন ঐশী বলেছেন: হা হা ম গে
২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০৫
শিশির সিন্ধু বলেছেন: কা কা ম গে
১১৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
হাসিন ঐশী বলেছেন: কেন???? কান্দেন কেন??
২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫০
শিশির সিন্ধু বলেছেন: ডর এখনো স্বপ্নে তাড়া করে.....এই বুঝি
১১৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: হেহে
০১ লা মার্চ, ২০১২ রাত ১:৫০
শিশির সিন্ধু বলেছেন: হাতি গর্তে পড়লে চামচিকাও হাসে
১১৭| ০১ লা মার্চ, ২০১২ দুপুর ১:১৩
জেনারেশন সুপারস্টার বলেছেন:
০১ লা মার্চ, ২০১২ দুপুর ১:৪৭
শিশির সিন্ধু বলেছেন:
১১৮| ০১ লা মার্চ, ২০১২ রাত ৮:২১
জেনারেশন সুপারস্টার বলেছেন: ৬৯ নম্বর মন্তব্যকারী টানজিমা আপা যদি কাহিনীটা বলতেন :!>
০২ রা মার্চ, ২০১২ সকাল ১০:৪০
শিশির সিন্ধু বলেছেন: আপা যদি কাহিনীটা বলতেন
১১৯| ০৯ ই মার্চ, ২০১২ রাত ৮:০১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খাইছেরে, বড় বাচা বাইচা গেছেন !!
তয় সাবধানে থাইকেন, আমাগো সামুর বলগারগো থেইকাও কিন্তু এইরাম অফার পাইতাম পারেন !!
০৯ ই মার্চ, ২০১২ রাত ১১:২৯
শিশির সিন্ধু বলেছেন: তাইলে কিন্তুক বলোগিং ছাইড়া দিমু
১২০| ১১ ই মে, ২০১২ বিকাল ৫:০০
যাযাবরমন বলেছেন: আন্নেরে তো ডলার সাধে নাই, চেয়ারম্যান রে যেমন সাধছিলো।
১২ ই মে, ২০১২ ভোর ৫:০৫
শিশির সিন্ধু বলেছেন: গেলে কত কিছুই না জানি দিত
১২১| ১৮ ই মে, ২০১২ সকাল ১০:৪৫
আর.হক বলেছেন: আপনার উনি কিন্তু লস করে নাই মনে হচ্ছে
১৮ ই মে, ২০১২ দুপুর ২:৩১
শিশির সিন্ধু বলেছেন: আমার উনি লস করে নাই আমারে লাভ করছে
১২২| ২৩ শে মে, ২০১২ রাত ২:৪৮
শামীম অহাম্মদ মজুমদার বলেছেন: ডিম আমার একটা পছ্নদের জিনিস ছিল
দিলেন তো বারটা বাজাইয়া।
২৩ শে মে, ২০১২ দুপুর ১২:০১
শিশির সিন্ধু বলেছেন: আমারো বারোটাই বাজছিলো রে ভাই
১২৩| ২৩ শে মে, ২০১২ দুপুর ১২:০৯
জেমস বন্ড বলেছেন: অনেক হাসলাম এবং আপনি যে ফাসলাম
২৪ শে মে, ২০১২ রাত ২:০৬
শিশির সিন্ধু বলেছেন: কি কইললেন পুরাডা বুঝি নাই
তাই আর তার মানে খুজি নাই
ধইন্যবাদ
১২৪| ২৩ শে মে, ২০১২ দুপুর ১২:২১
সবুজ ভীমরুল বলেছেন: ভাই.....হাসি পাইলেও ঘটনা কিন্তু আসলেই ভয়াবহ!!
হাড় কাপানি অভিজ্ঞতা হয়েছিল আপনার!!
তবে সামুর মগা চীফ তার পাল্লায় পড়লে কি হইত কে জানে??
২৪ শে মে, ২০১২ রাত ২:০৯
শিশির সিন্ধু বলেছেন: জ্বি আসলেই ভয়াবহ আসিলো
আর যার কথা কইলেন সে পড়লে কি হইতো তা আমি আপনি আর সবাই আন্দাজ করতেই পারি, কি কন!!
১২৫| ২৪ শে মে, ২০১২ রাত ১১:০০
নেফেরতিতি বলেছেন: আবার পড়লাম ও খ্যাক খ্যাক করে হাসলাম।
২৬ শে মে, ২০১২ সকাল ১০:৩৯
শিশির সিন্ধু বলেছেন: আবারও মিনমিন করে ধইন্যবাদ দিলাম
১২৬| ২৬ শে মে, ২০১২ সকাল ১০:৫১
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: আহারে...
২৬ শে মে, ২০১২ দুপুর ১:৪৯
শিশির সিন্ধু বলেছেন: আহারে কইয়া কি আপনের সাথে ঘটনাডা ঘটলো না তাই আফসুস করতাছেন নাকি
১২৭| ২৬ শে মে, ২০১২ দুপুর ২:০৮
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: হিহিহিহিহি ঘটনা কি সত্য ?
হেহেহেহে !! ভাই আপনার হৃদয় তো অনেক পাষান !! খেক খেক !!
২৭ শে মে, ২০১২ রাত ১২:৫৬
শিশির সিন্ধু বলেছেন: আসনের জায়গা বাচাইতে হইলে পাষান ই হইতে হয়
১২৮| ২৬ শে মে, ২০১২ দুপুর ২:২৯
লাল চাঁন বলেছেন: হিরো মার্কা চেহারাওয়লাদের ওরা টার্গেট করে, অভিজ্ঞতা ভয়াবহ
২৭ শে মে, ২০১২ রাত ২:০৬
শিশির সিন্ধু বলেছেন: আমার চেহারা তো তাইলে হিরোগোর মতন
১২৯| ২৭ শে মে, ২০১২ ভোর ৪:৫৬
জাবেদ কায়সার বলেছেন: ভাই,আপনার উনা রে পোস্টটা কি দেখাইছেন?
২৭ শে মে, ২০১২ বিকাল ৪:১৪
শিশির সিন্ধু বলেছেন: নিজেই দেখছে...আর সাইড ইফেক্ট ও ঘটছে
১৩০| ২৭ শে মে, ২০১২ বিকাল ৪:২১
মাস্টার বলেছেন: হাসতেই আছি।
আমাদের এলাকায় একটা পোলা আছিলো আমাদের বয়সী। এরকম কোন একটা ক্লাবের মেম্বার আমাদের এক বন্ধুকে নিয়া সোহরাওয়ার্দী মাঠ দেখায়া নিয়া আসছিল। আগে ওই যায়গায় এদের মেলা বসতো
২৭ শে মে, ২০১২ রাত ১০:২১
শিশির সিন্ধু বলেছেন: ওরে গনপিডানি দেন ধইরা....
১৩১| ২৭ শে মে, ২০১২ রাত ১০:৫৫
মাস্টার বলেছেন: মইরাই যাইবো তাইলে। পুরা মাইয়াগো মতোন শইল হালার। আমি একদিন সন্ধায় এলাকায় ওর গলা চাইপা ধরছিলাম ডান হাত দিয়া। ডায়ালগ দিছিলাম - একবারে পুইত্তা লামু।
পোলা নগদে বমি কইরা দিলো। আমার বন্ধুরা দিলো ধমক - হই ব্যাডা, এতো জোরে চাপ দিছস ক্যান?
আমি তখন বেক্কলাবস্থা। আমি কইলাম - দোস্ত আমি তো আস্তে ধরছিলাম।
এই বইলা সবাইরে দেখাইতে গিয়া আবার ধরলাম গলার কাছটায়।। পোলা নগদে আবার বমি করলো
২৮ শে মে, ২০১২ রাত ১:৩৪
শিশির সিন্ধু বলেছেন: টাচ সেনসেটিভ
১৩২| ১৪ ই জুলাই, ২০১২ বিকাল ৪:২৮
আশ্রাফুল আলম বলেছেন: অামার এক বদ ফ্রেন্ড অাছে ওরে সমকামী সাজাইয়া বহুত মানুষের লগে মজা নিসি, কিন্তু সেই ঘটনা ব্লগে লেখলে অামারে নগদে ব্লক মাইরা দিব।
১৫ ই জুলাই, ২০১২ রাত ১২:৩৭
শিশির সিন্ধু বলেছেন: অই ব্লক মারার বুতাম ডা জানি কই??
১৩৩| ১৪ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৯
লিন্কিন পার্ক বলেছেন: শুনার সাথে সাথে অটোমেটিক্যালি নিতম্বের দুটি অংশ টাইট হইয়া জোড়া লাইগা এক হইয়া যাওয়ার চেস্টা করল..
হা হা হা হাসতে হাসতে মইরা গেলাম
সোজা প্রিয়তে
১৫ ই জুলাই, ২০১২ রাত ১২:৩৭
শিশির সিন্ধু বলেছেন: ধইন্যবাদ
১৩৪| ১৪ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৯
আশ্রাফুল আলম বলেছেন: অামার একটা ঘটনা দিলাম পড়ে দেখতে পারেন।
Click This Link
১৫ ই জুলাই, ২০১২ রাত ১২:৫৯
শিশির সিন্ধু বলেছেন: পইরা মন্তব্যাইছি
১৩৫| ১৭ ই জুলাই, ২০১২ রাত ৮:২৯
জন রাসেল বলেছেন: মনে খালি এটুকুই আশা যে এই বাসের দেয়াল কমপক্ষে আমার লগে বেঈমানি করবো না ওরে আমারে ধর
১৮ ই জুলাই, ২০১২ রাত ১২:৪৪
শিশির সিন্ধু বলেছেন: কুনজায়গায়??
আমি কিন্তু ধরতে পারুম না
১৩৬| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫৭
ফাটা বাশঁ বলেছেন: কুঁত কুঁত
২৮ শে আগস্ট, ২০১২ রাত ১:১০
শিশির সিন্ধু বলেছেন: জ্বি কুত কুত খেলছিলাম
১৩৭| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ৯:২৩
জাহিদ হাসান বলেছেন: হা হা প গে
৩১ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৬
শিশির সিন্ধু বলেছেন: শু খু খু হ
১৩৮| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১২:১৬
জেনারেশন সুপারস্টার বলেছেন: নপুংসক সমকামী..আর কোনবেলা বাকী আছে
৩১ শে আগস্ট, ২০১২ রাত ২:৫৮
শিশির সিন্ধু বলেছেন: মেলা বেলা বাকী আছে কয়টা কমু...হিজরা বেলা, প্রেমিক বেলা, বেশ্যা বেলা, হোস্টেল বেলা ইত্যাদি ইত্যাদি.....
১৩৯| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১২:৩১
চিমা মস্তকে হুল হুল বলেছেন: কুৎ কুৎ কুৎ
৩১ শে আগস্ট, ২০১২ রাত ২:৫৯
শিশির সিন্ধু বলেছেন: আকরাব আকরাব আকরাব
১৪০| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১২:৩৬
মাক্স বলেছেন: হাসতেই আছি
৩১ শে আগস্ট, ২০১২ রাত ২:৫৯
শিশির সিন্ধু বলেছেন: মানা করছে কুন হালায়
১৪১| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৩:৩৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: শেষ ৩ টা তো মাস্ট........প্রথমটা স্পেশালপোস্ট হিসেবে
৩১ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৯
শিশির সিন্ধু বলেছেন: দিমু দিমু
১৪২| ৩১ শে আগস্ট, ২০১২ সকাল ১০:১৫
প্রশাসন বলেছেন: হা হা হা হা.................এরকম ঘটনাও ঘটে তাহলে?
৩১ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৪০
শিশির সিন্ধু বলেছেন: যেদিন সামনা সামনি ঘটবো অইদিন বুঝবেন
১৪৩| ৩১ শে আগস্ট, ২০১২ সকাল ১০:১৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন:
৩১ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৪০
শিশির সিন্ধু বলেছেন: এমুন কইরা হাসতাছেন কেলা
১৪৪| ৩১ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৫৯
কৌতুহল বলেছেন: এটাতো অনেক আগে পড়ছিলাম । ব্লগারর নাম মনে নাই । ভাই ওই লোক কি আপনি ছিলেন নাকি কপিপেষ্ট পোষ্ট দিলেন ??
৩১ শে আগস্ট, ২০১২ সকাল ১১:১৪
শিশির সিন্ধু বলেছেন: কপি পেস্ট, উপরে উল্ল্যেখ করা আছে, দেহেন নাই !!
১৪৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২২
িফল্ড মার্শাল বলেছেন: নাউজুবিল্লাহ ।।।
১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৫
শিশির সিন্ধু বলেছেন: পুরাডা কইতে পারেন না নাকি?
আমার লগে কন নাউজুবিল্লাহ মিন জালেক্ব
১৪৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৫
আমি তুমি আমরা বলেছেন: পোস্ট পইড়া মজা পাইসি, তারচেয়ে মজা পাইছি ১০১ নং কমেন্টের জবাব পইড়া
১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৫
শিশির সিন্ধু বলেছেন: ধইন্যবাদ
১৪৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৬
বিঞ্জানী বলেছেন: আর কৈয়েন্না...| আমারেও এক বুড়া টাইপের লোক ধর্সিলো |তয় তখন বুঝতে পারিনাই |তবে সন্দেহ করছিলাম |ইজিবাইকে উঠছিলাম, পাসে বসছিল| বলে, "তুমি দেখতে সুন্দর , বিয়ের পর বৌএর সাথে ভালো সময় কাটবে :#> |ফাস্টে বুঝিনাই| বউ নিয়া কথা বলে সন্দেহ হইছিল| পরে নিশ্চিত হইছিলাম যখন আমার কলের উপর হাত রাখছে তখন :-& | বিপদ বুইঝা তাড়াতাড়ি নাইম্মা গিছিলাম |নামার সময় আবার কয়, তোমার ভাড়া আমি দিয়ে দিচ্ছি ...!!
ভাইরে...., বড় বাঁচা বাইচা গেছেন |
২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৭
শিশির সিন্ধু বলেছেন:
আবার ভাড়াও দিয়া দিছে....আমি আসলেই বড় বাচা বাইচ্যা গেছি
১৪৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৬
গাজী সালাহউদ্দিন বলেছেন: চরম হাসির ।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৮
শিশির সিন্ধু বলেছেন: চরম ধইন্যবাদ.....আর আপ্নে মিয়া ফাকিবাজ অফিসে বইয়া বইয়া ব্লগ পরতাছেন....কাম করেন
১৪৯| ০১ লা অক্টোবর, ২০১২ বিকাল ৪:১০
রবিউল ৮১ বলেছেন: .শুনার সাথে সাথে অটোমেটিক্যালি নিতম্বের দুটি অংশ টাইট হইয়া জোড়া লাইগা এক হইয়া যাওয়ার চেস্টা করল...
কুৎ কইরা একটা ঢোল গিল্লাম...
০১ লা অক্টোবর, ২০১২ বিকাল ৪:১৮
শিশির সিন্ধু বলেছেন: খুব আনন্দ!! তাইনা!!
১৫০| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০১
ফারুক ওমর বলেছেন: পড়লাম , হাসলাম , প্রিয়তে নিলাম ! স্যরি , এখনো প্রিয়তে নেইনি , কমেন্ট করা শেষ হলেই প্রিয়তে নিব ।
০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩০
শিশির সিন্ধু বলেছেন: ধইন্যবাদ
১৫১| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০৮
ফারুক ওমর বলেছেন: হায় , হায় ! মোবাইল দিয়ে তো প্রিয় বাটন খুঁইজাই পাইলুম না । এখন কি করি ?
০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩২
শিশির সিন্ধু বলেছেন: আমি দুইদিন ধইর্যা ল্যাপটপ দিয়ঈ প্রিয় বাটন খুইজ্যা পাইতাছি না....ব্যাপার না...নিয়ত করছিলেন এইডাই তো অনেক.....আবারো ধইন্যবাদ
১৫২| ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৪
বিগবযন্ঙ বলেছেন: ধূর মিয়া ডিম খাওয়া কি বন্ধ কইরা দিবেন নাকি ???????
ভালো লাগলো...।
প্রিয়তে...।
১৯ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৪
শিশির সিন্ধু বলেছেন: আমি নিজেই ৮/১০ দিন ডিম না খাইয়া ছিলাম
১৫৩| ২৭ শে অক্টোবর, ২০১২ রাত ১:০০
বহুব্রীহি বলেছেন: আপনার বর্ননার কারনে পোস্টটা লঘু হয়ে গেছে। স্ট্রেট পিপলরা যখন হোমোসেক্স করার প্রস্তাব পায় ইহা অতি অস্বস্তিকর। আমারে দিনে দুপুরে এক হারামি হাত ধইরা বাসায় নিবার চাইছিলো এক হারামি। আমি তখন কলেজে পড়ি। ছেলেরা এরকম অভিজ্ঞতার কথা মেয়েদের মতন বলে না চেপে যায়।
আমার চেহাড়া ভালো দেখে আমি প্রায়ই দেখতাম লোকজন তাকায় থাকে। এমনকি রিকশা থেকে পেছন ফিরে ড্যাব ড্যাব করে চেয়ে থাকার মতন ঘটনাও ঘটছে। এই কারণে আমি এখন দাড়ি রাখি। দাড়ির উপকার আছে।
২৮ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১১
শিশির সিন্ধু বলেছেন: পোস্ট লঘু হোক আর গুরু হোক কাহিনী সত্য এইডাই হইলো কথা
১৫৪| ২৭ শে অক্টোবর, ২০১২ রাত ১:১৩
ঢাকাইয়া৯৪ বলেছেন: হা হা হা!!!
২৮ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১২
শিশির সিন্ধু বলেছেন: খ্যাক খ্যাক কইরা হাইষেন না তো
১৫৫| ২৭ শে অক্টোবর, ২০১২ রাত ১:১৭
অবাধ্য সৈনিক বলেছেন:
১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১১
শিশির সিন্ধু বলেছেন: ডড়াইছি কইলাম
১৫৬| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১৯
নীল আদ্রিতা বলেছেন:
= p~
হাসতে হাসতে মইরা গেলাম গা..........।
১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১২
শিশির সিন্ধু বলেছেন: মইরাই গেলেন তো এহন কবর টা কই দিমু ??
১৫৭| ২৫ শে নভেম্বর, ২০১২ রাত ৩:৩৪
রাজুবিডি বলেছেন: আতংকজনক ব্যাপার। পোস্টের হেডিং এর কারনে সামুর কিছু গে লাইন দিসে, পশ্চাতদেশ সামাল দিয়া রাখেন।
২৫ শে নভেম্বর, ২০১২ রাত ৯:২৪
শিশির সিন্ধু বলেছেন: পশ্চাদ দেশের চামড়া সেলাই কইরা জিপার লাগায় ফেলুম চিন্তা করতাছি
১৫৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
স্বপ্নজট বলেছেন: চ্রম =)) =)) =))
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
শিশির সিন্ধু বলেছেন: ধইন্যবাদ
১৫৯| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭
রাইসুল নয়ন বলেছেন: লেখক বলেছেন: পশ্চাদ দেশের চামড়া সেলাই কইরা জিপার লাগায় ফেলুম চিন্তা করতাছি
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩
শিশির সিন্ধু বলেছেন: জ্বী আসলেই তাই চিন্তা করছিলাম
১৬০| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২১
লাজুক ছেলে...... বলেছেন: আজ থেকে রাস্তার পাশে ডিম খাওয়ার সময় চারপাশে ডিটেকটিভ নজর রাখতে হইবে। ভাই ঐ মানুষ টা যদি ব্যাডা না হইয়া মাইয়া হইত তাইলে কি করতেন যানতে মুঞ্চায়। আপনার রম্য লেখার হাত অতি চমেতকার। আপনার হাতে চুম্মা। ( দৌড়াইয়া হাতটা ধুইয়া আসেন, আমি কইলাম ঠোটে প্রটেকশন লই নাই)
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩
শিশির সিন্ধু বলেছেন: মাইয়া হইলে আরো দুই তিনটা ডিম খায়া শক্তি বাড়ায় নিতাম...ভাই দেহেন আগেও কইছি আবারো কইতাছি আমি কিন্তু পোলা মাইনষের চুম্মাচাটি ডরাই
১৬১| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২২
লাজুক ছেলে...... বলেছেন: আজ থেকে রাস্তার পাশে ডিম খাওয়ার সময় চারপাশে ডিটেকটিভ নজর রাখতে হইবে। ভাই ঐ মানুষ টা যদি ব্যাডা না হইয়া মাইয়া হইত তাইলে কি করতেন যানতে মুঞ্চায়। আপনার রম্য লেখার হাত অতি চমেতকার। আপনার হাতে চুম্মা। ( দৌড়াইয়া হাতটা ধুইয়া আসেন, আমি কইলাম ঠোটে প্রটেকশন লই নাই)
১৬২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
বুনিয়াদি ভ্রমঘাতিকা বলেছেন: আমি সমকামি সম্পর্কে যতটা জানি এখানে একটু বলি।
১. পৃথিবীর প্রায় ৪০০এরও অধিক প্রজাতির প্রাণী আছে জাদের মধ্যে সমকামিরা আছে। যেসব প্রাণীদের মধ্যে সমকামিতা আছে তাদের সংখ্যা প্রায় ১০%। মানুষও এই প্রাকৃতিক নিয়ম বজার রেখেছে। জরিপ বলে মানুষের মধ্যে ৩.৭% সমকামি।
২. সমকামিতার পিছনে জিন কাজ করে। আর যে বিষয়ের উপর বেশি মনোযোগ দেয় মানুষ মানে "সবাই যদি সমকামি হত" সেটা আদৌ সম্ভব না।
৩। সমকামিরা ইচ্ছাকৃতভাবে এমন পথ বেছে নেয় না। তারা প্রাকৃতিকভাবে বিপরীত লিঙ্গের প্রতি অনাসক্ত। আপনি ধার্মিক হিসেবে এটাকে রোগ বলেন বা যাই বলেন এর জন্য তাকে শাস্তি বা ভুল বলা অযৌক্তিক।
৪। সমকামিরা সাধারনত সন্তান দত্তক নেয়। এটা খুবই মহৎ কাজ। প্ৃথিবীতে অনেক শিশুই এতিম হওয়ার মত দুর্ভাগ্য বহন করে। সমকামিদের এই মহৎ আমাদের দৃষ্টিগোচর করা উচিত না।
৫। বিশেষজ্ঞ ডঃ জাকির নায়েক আরও কিছু স্কলাররা ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন এই বলে যে অবাধ যৌনতা মানুষকে সমকামি করে তুলে। বিষয়টা খুবই ভুল ও অনৈতিক যুক্তি চয়ন। কেননা এমন অগণিত সমকামীজুগল আছে যারা সারাজীবন একই সঙ্গির সাথে থাকে। ছেলে-মেয়ে জুগলের মতও তাদের মাঝে ভালবাসা ও কমিটমেন্ট আছে এটা স্বাভাবিক।
১৬৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
শিশির সিন্ধু বলেছেন: তো অহন আমি কি করতাম...রাস্তার মধ্যে আমারে যাইত্যা ধরতে আইলে কি তারে প্রকৃতির উপহার হিসেবে গ্রহন করতাম?
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভয়াবহ!