![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি ক্ষুদ্র শ্রেনীর একজন মানুষ। এতই ক্ষুদ্র যে দুর থেকে দেখা যায়না। দেখার জন্য কাছে আসা প্রয়োজন।
বাংলাদেশে অনেক মন্ত্রনালয় রয়েছে। তবে অত্যন্ত দুঃখের ব্যপার হচ্ছে মাদক বিষয়ক কোনো মন্ত্রনালয় নেই। আমার মনে হয় বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশে "মাদক মন্ত্রনালয়" নামে নতুন একটা মন্ত্রনালয় চালু করা দরকার।
মখা আলমগীরকে স্বারাষ্ট্র মন্ত্রনালয় থেকে সরিয়ে মাদক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া উচিত। গত কয়েকদিন আগে মখা সাহেব মাদক বিষয়ক একটি বক্তব্য প্রদান করেছেন। বাংলাদেশে মাদক নিয়ন্ত্রনে রয়েছে বলে তিনি মনে করেন। মখা সাহেব নিজেই মাদকের নিয়ন্ত্রনে- এটা হয়তো সে নিজেও জানে না। মাদক এবং মখা একে অন্যের পরিপুরক।
মখা সাহেবকে মাদক মন্ত্রী হিসেবে দেখতে চাই।
বাংলাদেশে অনেক ধরনের বাহীনি রয়েছে। মাদক মন্ত্রনালয়ের অধীনে নতুন একটা বাহীনি গঠন করা হবে। দেশের সকল মাদক গ্রহন এবং সেবনকারীদেরকে এই বাহীনিতে নিয়োগ দেয়া হবে। ফলে দেশ থেকে বেকারত্বের পরিমান অনেক কমবে বলে আমি মনে করি।
বিষয়টা ভেবে দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০
খাটাস বলেছেন: বাংলাদেশে মাদক নিয়ন্ত্রনে রয়েছে বলে তিনি মনে করেন।
কবে বলেছিলেন শুনি নি। তবে কিছু না কিছু খেয়েই বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৪
নানাভাই বলেছেন: সাইকো মন্ত্রনালয়।