![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত বাড়ে পিদিমরা নিভে যায়, প্রার্থনা তবু মোর শেষ হয়না।
আমি ঈশ্বর নই
আমাকেও ভালবাসা যেতে পারে মানুষের মত।
গৃহহীন হরিণীর সজল চোখের মায়াবিষণ্নতা
তোমার চোখে নেমে এলে
পশ্চিমের পবিত্র প্রার্থনায় নয়;
আমার দু’টি হাত ধরে
শিহরিত স্বরে বলে ওঠো, ভালবাসি অনেক বেশি।
নারী, আমি ঈশ্বর নই পুরুষ
আমাকেও ভালবাসা যেতে পারে মানুষের মত।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
অনির্বাণ প্রহর বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু পাঠ প্রতিক্রিয়া জানানোর জন্যে।
ভাল থাকবেন।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৬
অপর্ণা মম্ময় বলেছেন: শিহরিত স্বরে বলে উঠো, > ওঠো
ভালোবাসি আর ভালবাসা যেতে পারে দুইভাবে কেন ?
কবিতা সুন্দর হয়েছে। ভালো লেগেছে
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
অনির্বাণ প্রহর বলেছেন: লিখার পরে খেয়াল করে দেখিনি ঐ ভাবে!
অনেক অনেক ধন্যবাদ আপু টাইপো গুলো ঠিক করে দেয়ার জন্য।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
সায়েম মুন বলেছেন: বেশতো! ভাল লিখেছেন কবি।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫
অনির্বাণ প্রহর বলেছেন: ধন্যবাদ কবি।
অনেক অনেক শুভকামনা রইল।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
রাইসুল নয়ন বলেছেন:
ভাবনাটা আবেগি,আমার ভালো লেগেছে।।
অ টঃ নারী আমি এ টি এম কার্ড নই,রাস্তার পাশ থেকেও চা খাওয়া যেতে পারে!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭
অনির্বাণ প্রহর বলেছেন: হাহাহা, আপনারটাও যথেষ্ট আবেগী এবং রিয়ালিস্টিক।
ভালই লাগলো।
ভাল থাকবেন।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
অপর্ণা মম্ময় বলেছেন: মায়াবিষণ্ণতা -- এক সাথে হলে ভালো হয়। ( মায়া বিষণ্ণতা -- আলাদা আলাদা করে নয় ) কারণ এটা শব্দজোড়ের মাঝে পড়ে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
অনির্বাণ প্রহর বলেছেন: এটা আসলে আমার জানা ছিলনা আপু।
যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমার ভুল গুলো ধরিয়ে দেয়ার জন্যে।
এভাবেই কথা হোক, অনেক কিছু শেখা হবে।
শুভ কামনা রইল।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: আমি ঈশ্বর নই !
তাই কিছু চাই !
চমৎকার প্লট !
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
অনির্বাণ প্রহর বলেছেন: হুম কবি, আমাদের অনেক কিছু চাই তবে কিছু কিছু চাওয়ার সাথে ঈশ্বরও মিশে থাকেন,তাই কামনায় ঈশ্বরের সাথে তুলনা চলে আসে।
অনেক ধন্যবাদ স্বপ্নবাজ, নিয়মিত আমার বাড়ীতে আসার জন্য, আমাকে অনুপ্রাণিত করার জন্য।
নিরন্তর শুভেচ্ছা রইল।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
টুম্পা মনি বলেছেন: আবারো মুগ্ধতা! চমৎকার।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
অনির্বাণ প্রহর বলেছেন: আমিও মুগ্ধ হই বারবার তাই মুগ্ধ করার এই খেলাগুলো চলে একান্ত নীরবে।
অনেক ধন্যবাদ টুম্পা মনি।
শুভেচ্ছা প্রচুর।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: আবেগ দিয়ে বলা কথাটা ভালো লাগল।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০
অনির্বাণ প্রহর বলেছেন: জানিনা, কতটুকু কি দিতে পেরেছি!
তবে আপনাদের ছুঁয়ে গেছে বলে কিছুটা স্বার্থক মনে হচ্ছে এই প্রচেষ্টা।
আমার ব্লগে নিয়মিত আমন্ত্রণ রইল প্রোফেসর, আর অবশ্যই অনেক বেশি ভাল থাকবেন।
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই আমি ঈশ্বর নই।+
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
অনির্বাণ প্রহর বলেছেন: আমি পুরুষ!
আমাকেও ভালবাসা যেতে পারে মানুষের মত।
ধন্যবাদ রইল সেলিম আনোয়ার ভাই।
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!
২য় ভাললাগা রেখে গেলাম।
++++
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯
অনির্বাণ প্রহর বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ।
আশা করি নিয়মিত সাথে পাব, এভাবেই ভালবাসা গুলো বিনিময় হোক।
ভাল থাকুন।
১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭
হাসান মাহবুব বলেছেন: চমৎকার
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৮
অনির্বাণ প্রহর বলেছেন: ধন্যবাদ হামা ভাই, আপনার লেখাগুলো প্রিয়তে রেখে দিচ্ছি সময় পেলেই সারাদিন ধরে পড়ব আর ডুবে থাকব মুগ্ধতায়।
অনেক ভাল থাকবেন আর সাথে থাকবেন।
১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শিরোনাম দেখে আর প্রথম লাইনগুলো দেখে আকৃষ্ট হলাম।
অসীম ভালো-লাগা
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১০
অনির্বাণ প্রহর বলেছেন: কিছু শব্দ আপনাকে আকৃষ্ট করতে পেরেছে বলে ভাল লাগছে।
এখনো আমার লেখা মানুষকে টানে জেনে অনুপ্রাণিত হলাম।
আশা করি এরপর সব লেখাতেই পাব আপনাকে।
ভাল থাকবেন।
১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার হৈসে ||
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২২
অনির্বাণ প্রহর বলেছেন: ভাল লাগা জানিয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন বন্ধু।
১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: আমি ঈশ্বর নই পুরুষ
আমাকেও ভালবাসা যেতে পারে মানুষের মত।
-- আহা, দারুণ, দারুণ!
চমৎকার লিখেছেন! অল্প কথায় অনেক কিছু!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
অনির্বাণ প্রহর বলেছেন: প্রিয় কবি, এই ভাবেই সাথে থেকে অনুপ্রেরণা ছড়িয়ে যাবেন
তবেই না হয় ভালবাসাগুলো আমাদের মাঝে কবিতার ছন্দে গেঁথে যাবে।
নিরন্তর শুভেচ্ছা রইল।
১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২
অনির্বাণ প্রহর বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু।
১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭
অদৃশ্য বলেছেন:
____ খুবই সুন্দর ____
শুভকামনা...
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২
অনির্বাণ প্রহর বলেছেন: আপনাকেও শুভেচ্ছা জানালাম।
১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
সমুদ্র কন্যা বলেছেন: নারী, আমি ঈশ্বর নই পুরুষ
আমাকেও ভালবাসা যেতে পারে মানুষের মত।
সুন্দর।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩
অনির্বাণ প্রহর বলেছেন: নিরন্তর শুভেচ্ছা রইলো আপু। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪
ডি মুন বলেছেন: বাহ , ভালো লাগলো