![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
An average person, always lack of perfection
আজ গ্রামের বাড়িতে আসলাম। প্রতিবারই এরকম হয়। শহরে ঈদ কাটিয়ে ঈদের পরদিন গ্রামের বাড়িতে আসা। শহুরে যান্ত্রিক কোলাহল থেকে হাফ ছেড়ে বাচার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। হ্যা, ক্ষুদ্র বলার যথেষ্ট কারন আছে। বিগত এক বছর ধরে এই উপলব্ধি টা আমায় পীড়া দিচ্ছে খুব।
রূপসী বাংলার প্রধান আকর্ষণ আমাদের গ্রামগুলো, এদেশের নয়নাভিরাম সৌন্দর্যের মূর্ত প্রতীক। গ্রামের প্রতিটি আনাচে কানাচে লুকিয়ে থাকা মণিমুক্তাগুলো ঝিকিমিকি করে সারাক্ষণ। এদেশের মানুষের হৃদয় জুড়ে বসে আছে মনোমুগ্ধকর দৃশ্যাবলী। আমাদের দেশে একটি শিশুর চিত্রাংকনে হাতেখড়ি হয় গ্রামের দৃশ্য একে। একজন কবির কবিতার সিংহভাগ জুড়েই থাকে গ্রামের প্রকৃতির বর্ণনা।
ছোটবেলায় যখন গ্রামে আসতাম কত যে আনন্দ!! খুব মনে পরে সেই দিনগুলোর কথা। ধানের ক্ষেতে লুকোচুরি, পুকুরে ডুব দিয়ে লাই খেলা, কাদায় মাখামাখি হয়ে ফুটবল খেলা এসব এখন শুধুই স্মৃতি।
আধুনিকতার ছোঁয়ায় পল্লিগ্রামের সজীবতা এখন বিলুপ্তপ্রায়। আধুনিকায়নের হিংস্র থাবায় মমতার বন্ধনগুলো ছিন্ন হয়ে পড়ছে একে একে। এখন আর বাড়িতে গিয়ে আগের মত শান্তি খুজে পাইনা। পারস্পরিক সম্প্রীতির বন্ধন ঢিলে হয়ে গেছে অনেক আগেই।
আমার মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে, ফিরিয়ে দাও আমার সেই পল্লিপ্রকৃতি। রেহাই দাও আমার গ্রামগুলোকে আধুনিকায়ন থেকে। আমি চাইনা আধুনিকতার গড্ডালিকা প্রবাহে ভেসে যাক আমার গ্রামগুলো।
এটা একান্তই আমার ব্যাক্তিগত অভিমত। সবার কাছে হয়তো গ্রহনযোগ্য হবেনা, কিন্তু আমি খুব করে চাই আমার গ্রামগুলো ঠিক আগের মতই থাকুক। আগের সেই শান্তিময় পরিবেশ ফিরে আসুক। আমি যে আমার ফেলে আসা দিনগুলি খুব বেশি মিস করি...খুব বেশি......
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৬
কালো গুপ্তচর বলেছেন: ধন্যবাদ । হ্যাঁ, পোষ্ট একটা মুছে ফেলেছি ।
২| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গ্রামে পরিবর্তনের হাওয়া লেগেছে --- অসাধারণভাবে তুলে ধরেছেন ---
১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১০
কালো গুপ্তচর বলেছেন: এটা আমার গ্রামে বসেই লেখা। এই পরিবর্তনের ছোয়াটা আমি মন থেকে অনুভব করে খুব বেশি কষ্ট পাই। সত্যিই, সেই ফেলে আসা দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৩
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা । পোস্ট দুইবার এসেছে ।
শুভেচ্ছা