নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্ল্যাইন্ড আইজ

ব্ল্যাইন্ড আইজ › বিস্তারিত পোস্টঃ

ফেব্রুয়ারী ১৭, ২০১৩- জাতীয় পতাকা উত্তলন ও জাতীয় সঙ্গীত পারিবেসন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

ঠিক ১০ টায় সারা বাংলাদেশ একসাথে ‘গনজাগরন মঞ্চের’ দেওয়া কর্মসূচী (জাতীয় পতাকা উত্তলন ও জাতীয় সঙ্গীত পারিবেসন)পালন করেছে। এখান থেকে একটি বিষয় সুস্পষ্ট, যেটা হচ্ছে এই তরুণ সমাজ শম্মিলিত ভাবে একটি শান্তিপূর্ণ আন্দোলন শম্পন্ন করতে সক্ষম। কিন্তু দুক্ষজনক বিষয় এই যে একটি মহল এই আন্দোলনের দিকে বার বার প্রশ্ন তুলছে এবং এটিকে বাঞ্ছাল করার নিরলশ চেষ্টা চালাচ্ছে।



এই জন্য সেইসব স্বার্থান্নাসি মহল এবং তাদের তাবেদাররা কুৎসিত কিছু কাজে লিপ্ত হচ্ছে। ‘গনজাগরন মঞ্চের’ দেওয়া কর্মসূচি অনুযায়ী, আমার জানা মতে, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ঠিক ১০টায় ঐ কর্মসূচীর সাথে একাত্ততা ঘোষণা করে জাতীয় পতাকা উত্তলন ও জাতীয় সঙ্গীত পারিবেসন করে। এখানে এটা বলা বাহুল্য যে আমাদের এই গনজাগরন মধ্য দিয়ে আমরা নতুন প্রজন্মকে একটি কলশিত মুক্ত বাংলাদেশের ইতিহাস দিতে চাই।



কিন্তু আমাদের এই দেশে এমন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটা এই কর্মসূচী পালন থেকে দূরে থেকেছে। এমন একটি প্রতিষ্ঠান হচ্ছে ‘আগা খান স্কুল, ঢাকা’ (যেটা ঢাকার উত্তরায় অবস্থিত)। এই স্কুলের ছাত্র/ ছাত্রীদের ও তাদের অভিভাবকদের থেকে যানা যায় যে এই প্রতিষ্ঠান এই কর্মসূচী থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে। এই প্রতিষ্ঠানটি ‘আগা খান ফাউন্ডেশন’ দারা পরিচালিত। এই প্রতিষ্ঠানটি প্রতি মাসে কয়েক কোটি টাকা আয় করে ছাত্র/ ছাত্রীদের বেতন থেকে। দুঃখজনক বিষয় এই যে যদিও এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমার মাতৃভূমিতে দীর্ঘ দিন ধরে ব্যাবসা করছে, কিন্তু তাদের এই কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে তারা তারেদ শিক্ষারথিরদেরকে আমাদের এই জাগরনের ও ইতিহাসের থেকে দূরে রাখার চেষ্টা করছে। কিন্তু এই শিক্ষারথিরদের আমাদের সঠিক, কলশিত মুক্ত ইতিহাস জানার অধিকার অবশই আছে এবং দেশের সকল জনগনের সাথে একাত্ততা ঘোষণা করার তাদের নাগরিক অধিকার, তাই এটা হরন করা একটি জঘন্য অপরাদ যেটা এই নতুন প্রজন্মম কোন অবস্থাতেই ক্ষমা করবে না।



এইখানে একটি বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন, শেটা হচ্ছে, যে প্রতিষ্ঠান আমাদের দেশে ব্যাবসা করছে অথবা ভবিষ্যতে করবে তাদের কোন কর্মকাণ্ড যেন কোনভাবেই আমাদের দেশের সারভমৌৎ ও স্বাধীনতার বিপক্ষে না যায়। এটা নিশ্ছিত করার দায়িত্ব নতুন প্রজন্মের এবং আমার বিশ্বাস আমরা এইটা করবই ইন্নশাল্লাহ্‌।



অবিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, একটা দিকে লক্ষ করবেন যে আপনাদের কষ্টের অরজিত টাকা যেন কোনভাভেই আমাদের মাতৃভূমির বিরুদ্ধে ব্যাবহার না হয়, তাই এমন কোন অনইতিক কাজ দেখলে দয়া করে প্রশ্ন তুলবেন। এটা মনে রাখবেন যে আপনাদের টাকায় প্রতিষ্ঠানগুলো সচল আছে, তাই করতিপক্ষরা জবাব দিতে বাধ্য। এর চেয়ে গুরত্তপুরন বিষয় এই যে আপনার সন্তানরা যেন সঠিক এবং কলশিত মুক্ত ইতিহাস জেনে বড় হয়, কারন এক দিন এই প্রজন্মমকে নিতে হবে নেত্রিতের দায়িত্ব।



প্রিয় পাঠক দয়া করে যে যেভাবে পারেন ব্লগটি শেয়ার করুন এবং এসব প্রতিষ্ঠানকে বয়কট করুন যথা সম্ভব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.