নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্ল্যাইন্ড আইজ

ব্ল্যাইন্ড আইজ › বিস্তারিত পোস্টঃ

আর কতো লাশের প্রয়োজন?

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪

১৯৭১ সালে ঐ নর পশুরা চালিয়েছে নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সম্পত্তি দখল সহ আরও নানা পৈশাচিক অত্যাচার। তারপরও ঐ জানোয়ারগুলো এই দেশেই হয়েছে প্রতিষ্ঠিত ও চড়েছে পতাকা সংযুক্ত গাড়ীতে। এখনও ওই পিশাচগুলো উন্মুক্ত হুমকি দেয় এক দল জানোয়ারদের সমাবেশে ও অবাদে ঘুরে বেড়ায় সাধারন মানুষের মধ্যে। তাই প্রশ্ন ওঠে কেন?



সাধারণ জনগনের কষ্টে অর্জিত টাকার থেকেই দেওয়া হয় কর, যার বিনিময় সরকার আমাদের সার্বিক নিরাপত্তা সহ মৌলিক চাহিদা পূরণ করতে বাধ্য। কিন্তু আমারা সব সময় বঞ্চিত, তাই প্রশ্ন করি আর কত কাল এই ভাবে আমরা প্রতারিত হবো।



আরও দুঃখ হয় ভেবে, যেই দল সব সময় বলেন তারা স্বাধীনতার পক্ষের শক্তি তাহলে তাদের সময় ঐ নর পশুরা অবাদে ঐ সব নিকৃষ্ট কাজ কীভাবে করে। হয়তো বিশ্বাস করেন যে, এই তরুণ সমাজ আপনাদের যুদ্ধ অপরাধীদের বিচার ও ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্যই এক যোগে ভোট দিয়েছে। যার ফল আপানদের এতো বড় বিজয় গত নির্বাচনে।



যদিও অনেক জায়গায় ডিজিটালের ছোঁয়া লেগেছে; কিন্তু যুদ্ধ অপরাধীদের বেলায় কি বলবেন? কেন এতো সময় ধরে বিচার? কেন এতো প্রশ ট্রাইব্যুনালকে ঘিরে? কেন একবারে সকল দিক বিবেচনায় না নিয়ে যুদ্ধ অপরাধীদের আইন পাশ? আর যখন এই তরুণ সমাজ গর্জে উঠে ঐ রাজাকারদের সর্ববচ্চ সাঁজার দাবিতে ও জামাত-শিবিরের রাজনীতির বন্ধের দাবিতে তখন কেন বোঝেন না যে ঐ নর পশুরা এই তরুণ সমাজকে আক্রমন করবে। তাই এদের (তরুণ সমাজের) দরকার নিরাপত্তা আর আপনাদের উচিৎ ধ্রুত কাজ করা। মনে রাখবেন কাল সাপ যখনই সুযোগ পাবে তখনই দংশন করবে। হয়তো আল্লাহ্‌তায়ালার রহমতে বেঁচে গেছেন ঐ গ্রেনেড হামলা থেকে এবং সুস্পষ্ট হয়েছে কারা প্রকিত শত্রু। এবার যদি না পারেন ঐ কাল সাপদের আইনের আওতায় এনে সাঁজা দিতে, তাহলে পরিনাম হয়তো হবে খুব ভয়াভয়।



যার প্রতিফলন হচ্ছে এক পর এক লাশ সহ দেশের অবকাঠামো ভেঙ্গে দেওয়ার এক প্রকল্পিত সহিংসতা। তবুও কেন আপানারা এতো চুপ? কেন ঐ কাল সাপদের বন্ধুদের সাথে সংলাপে বসার কথা বলেন? এক দিকে ঐ পিশাচরা কথা চালাবে আর অন্য দিকে এক পর এক মায়ের বুক খালি হতে থাকবে। আপনিওত একজন মা তাই হয়তো অন্য মায়েদের কষ্ট উপলব্ধি করবেন।



যদি দৃষ্টান্ত মূলক পদক্ষেপ নিতে এতো সময়ই লাগে; তাহলে কি লাভ ক্ষমতায় থেকে? যদি ক্ষমতার বাহিরের পিশাচদের শক্তি হয় এই তা হলে ভাবুন ঐ জানোয়ারগুলো ক্ষমতায় গেলে কি করবে? কি হবে এই তরুণ সমাজের?



যদি বলেন এখনও সময় হয়নি। তাহলে বলি, আর কত লাশ পড়লে আপনাদের সিদ্ধান্ত নিতে সহজ হবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.