নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্ল্যাইন্ড আইজ

ব্ল্যাইন্ড আইজ › বিস্তারিত পোস্টঃ

এই হরতাল কেন?

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

আজ ২৭.০৩.২০১৩ প্রধান বিরোধী দল সহ তার অন্যান্য অঙ্গসংঘটনের ৩৬ ঘণ্টার হরতাল শুরু। হরতালের কারন হয়ত তাদের অনেক নেতা-কর্মীদের মুক্তি না দেওয়ায়। কিন্তু প্রশ্ন ওঠে শুধু ঐ নেতাদের কারনেই কি এই হরতাল, নাকি অন্য কোন সুপ্ত এজেন্দা আছে।



বিএনপির হরতালের ছুতা ধরে যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী আদালতে যাননি, যার ফলে ঐ বিচার প্রক্রিয়া কিছুটা হলেও বিগ্ন হল। আর তাই বলি আপনাদের হরতাল সতভাগ সফল; কিন্তু প্রশ্ন ওঠে আর কতো নিচে নামবেন ঐ নর পিশাচদের বাঁচানোর জন্য।



ঐ হিংস্র পশুদের পক্ষ নিয়ে আপনি তরুণ সমাজকে আপনার প্রতিপক্ষ বানিয়েছেন; তাদের নষ্ট, নাস্তিক বলা সহ আরও কতো কুৎসা রটনা করেছেন। প্রশ্ন ওঠে কেন? যেই দল তার প্রতিষ্ঠাতাকে স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার পক্ষের লোক হিসেবে দাবী করেন; সেই দল কীভাবে, কোন লোভে ঐ যুদ্ধ অপরাধীদের পক্ষে এখন অবস্থান নেয়। তাই যাই বলুন না কেন এক দিন অবশ্যই আপনাদেরকে সকল প্রশ্নের জবাব এই তরুণ সমাযকে দিতে হবেই।



আপনারা হরতাল দিয়ে যতই সহিংসতা, চোরা গুপ্তা হামলা এবং দেশের সম্পদ নষ্ট করেন না কেন; মনে রাখবেন এই তরুণ সমাজ একটি অহিংস আন্দোলনে নেমেছে কিন্তু প্রয়োজনে সেই ১৯৭১ সালের মতন বর্তমান হানাদার বাহিনী (জামাত-শিবির) সহ নব্য রাজাকারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পিছপা হবেনা। তাই গানের সূরে শরণ করিয়ে দেই ‘আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তোমার ভয় নেই মা আমরা প্রতীবাদ করতে জানি...’



আপনাদের এই সব কর্মকাণ্ডে একটা বিষয় সুস্পষ্ট যে আপনারা এই নতুন প্রজন্মের হানাদারদের বাঁচানোর জন্য আধা জল খেয়ে নেমেছেন; তাই ‘অল দা বেষ্ট’।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.