![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Sometimes people dont want to hear the truth because they dont want their illusions destroyed. Friedrich Nietzsche
সবগুলাই খুব বোরিং জোক্স। অনেকদিন হাসির কিছু লিখি না তাই দিতাছি। তবে পইড়া ভাল লাগলে জানাইয়েন।
১। চিরুনীঃ
বিক্রেতাঃ ভাই, বাইছা বাইছা লন। এই চিরুনী আছাড় দেন, ছুইড়া মারেন, দুমড়ান মুচড়ান কিছুই হইব না! একদম লাইফ গ্যারান্টি!
ক্রেতাঃ সবই ঠিকাছে, কিন্তু এইটা দিয়া চুল আচড়ান যাইব তো?
২। এভারেস্ট কোথায়ঃ
শিক্ষকঃ বলত এভারেস্ট কোথায়?
ছাত্রঃ জানি না।
শিক্ষকঃ এটাই জানো না! কানে ধরে বেঞ্চের উপর দাড়ালেই সব জানতে পারবে!
ছাত্রঃ কেন স্যার? কানে ধরে বেঞ্চের উপর দাড়ালে এভারেস্ট দেখা যাবে?
৩। চশমাঃ
ছেলেঃ মা! বাবার চোখে চশমা কেন?
মাঃ তুমি বাবার কথা শুনো না যে তাই! যাদের ছেলে কথা শুনে না তাদের এমন হয়।
ছেলেঃ ওহ! এবার বুঝলাম, কেন দাদু ভাইয়ের চোখে এত পাওয়ারের চশমা!
৪। কাজের বুয়াঃ
স্ত্রীঃ তুমি আমাকে এখন একদম আদর কর না!
স্বামীঃ কি বলছ? একটু আগেই তো চা দিতে এলে, তখন তোমাকে আদর করলাম। :>
স্ত্রীঃ একটু আগে তো বুয়া চা দিয়ে গেছে!
৫। পড়াশোনার খরচঃ
বাবাঃ জানিস, তোর পড়ালেখার পিছনে আমার কত খরচ হয়?
ছেলেঃ হ্যা বাবা, জানি বলেই তো কম কম পড়ালেখা করে তোমার খরচ কমানোর চেষ্টা করি।
৬। সাতটা ভাসাঃ
১ম বান্ধবীঃ হ্যা রে, তোকে যে পাখিটা দিয়েছিলাম সেটা কেমন?
২য় বান্ধবীঃ হ্যা খুবই টেস্টি! এত মজা লেগেছে খেতে।
১ম বান্ধবিঃ মানে? তুই কি সেটা রান্না করে খেয়েছিস? জানিস পাখিটা সাতটা ভাষায় কথা বলতে পারত?
২য় বান্ধবীঃ কই? জবাই করার সময় তো কিছু বলেনি!
৭। বিড়ালঃ
রোগীঃ ডাক্তার, আমার না নিজেকে বিড়াল বিড়াল মনে হয়।
ডাক্তারঃ কবে থেকে এমন মনে হচ্ছে?
রোগীঃ যেদিন থেকে নিজেকে আর ঘোড়া মনে হচ্ছে না সে দিন থেকে!
সংগৃহীত কৌতুক। আমি নিজে বানাই নাই!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:২১
ইলুসন বলেছেন: ধন্যবাদ।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:২৬
মথিতস্বপ্ন বলেছেন: হ হি হি হি
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫৮
ইলুসন বলেছেন:
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৩৬
হাসান মাহবুব বলেছেন: ৪,৫ ভালো লাগসে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫৯
ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪০
ভিয়েনাস বলেছেন: ৫,৬,৭ ভালো লাগলো
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫৯
ইলুসন বলেছেন: ধইন্যা পাতা লন।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪০
আমি মন্দের ভালো বলেছেন: ভালাই!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০০
ইলুসন বলেছেন: ধন্যবাদ।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪১
শফিউল আলম চৌধূরী বলেছেন: যেহেতু বলছেন যে আপনার দোষ নাই, তাই আর কিছু বললাম না।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০১
ইলুসন বলেছেন: ওকে। ঠিকাছে।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪৩
আমি তানভীর বলেছেন: মজা পাইলাম
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০২
ইলুসন বলেছেন: ধন্যবাদ তানভীর ভাই।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০২
তন্ময়০১৩ বলেছেন: মজা নিলাম
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০২
ইলুসন বলেছেন: মজা নিছেন এবার ধইন্যা পাতা লন।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:২০
ঘুমকাতুর বলেছেন: ৪ ও ৬ ভাল লাগছে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০২
ইলুসন বলেছেন: ধন্যবাদ।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:৩৯
রিয়েল ডেমোন বলেছেন: একমাত্র ৪ নং পইড়া হাসি পাইছে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০৩
ইলুসন বলেছেন: আর একটাও ভাল্লাগেনাই?
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫৯
ফিরোজ-২ বলেছেন: হি হি হি
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০৩
ইলুসন বলেছেন:
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪৮
ছাইরাছ হেলাল বলেছেন:
আরও কয়েকটা দিন , আরও একটু হাসি ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১৮
ইলুসন বলেছেন: ওকে, পরে দিমুনে।
১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১৭
অনিন্দিতা_একা বলেছেন: স্ত্রীঃ তুমি আমাকে এখন একদম আদর কর না!
স্বামীঃ কি বলছ? একটু আগেই তো চা দিতে এলে, তখন তোমাকে আদর করলাম।
স্ত্রীঃ একটু আগে তো বুয়া চা দিয়ে গেছে!
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৮
ইলুসন বলেছেন: হা হা হা। সবার দেখি ১৮+ টাই ভাল লাগছে।
১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৮
নীল-দর্পণ বলেছেন: ২,৩,৪ বেশী ভাল্লাগসে
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৫
ইলুসন বলেছেন: ধন্যবাদ আপু।
১৫| ০১ লা মার্চ, ২০১২ বিকাল ৫:১৪
যাযাবরমন বলেছেন: 'গ্রেন্ড ডিজাইনার' আর ডারউইন কে নিয়ে একটি পোস্ট এর লিংক-
২য় পর্ব: 'গ্রেন্ড ডিজাইনার' আর ডারউইন
০৩ রা মার্চ, ২০১২ রাত ২:০৫
ইলুসন বলেছেন: আইচ্ছা।
১৬| ০৩ রা মার্চ, ২০১২ রাত ২:১২
নগর বালক বলেছেন: বস্তা পচা সব জোকস । ধুর
০৩ রা মার্চ, ২০১২ রাত ১০:১২
ইলুসন বলেছেন: আইচ্ছা ঠিকাছে! পরের পর্বে আরো বোরিং কিছু দিমু!
১৭| ০৩ রা মার্চ, ২০১২ দুপুর ২:৩০
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: হ্যাপি বার্থডে ইলুশন
০৩ রা মার্চ, ২০১২ রাত ১০:১৪
ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার আইডিটা ভাল্লাগছে।
১৮| ০৩ রা মার্চ, ২০১২ দুপুর ২:৩৩
শিপু ভাই বলেছেন:
০৩ রা মার্চ, ২০১২ রাত ১০:১৫
ইলুসন বলেছেন: ধন্যবাদ শিপু ভাই।
১৯| ০৬ ই মার্চ, ২০১২ সকাল ৭:২২
নাদিয়া জামান বলেছেন:
০৬ ই মার্চ, ২০১২ বিকাল ৫:২২
ইলুসন বলেছেন: ধন্যবাদ।
২০| ০৯ ই মার্চ, ২০১২ রাত ১২:১৫
চেয়ারম্যান০০৭ বলেছেন: ৪,৫,৭ বেশি বালা পাইছি ,তয় পুস্টে পিলাচ মিয়া ভাই
০৯ ই মার্চ, ২০১২ বিকাল ৫:২৮
ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।
২১| ০৯ ই মার্চ, ২০১২ রাত ১২:৩৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কালেকশনটা ভালোই। ।-) হাসছি খুব!
০৯ ই মার্চ, ২০১২ বিকাল ৫:২৮
ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।
২২| ১৩ ই মার্চ, ২০১২ রাত ১০:২৭
বিলাতী পোলা বলেছেন: ৪,৫ ভাল্লাগচে.....
১৫ ই মার্চ, ২০১২ সকাল ৮:৩৩
ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।
২৩| ২৫ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৪৯
শহিদুল ইসলাম বলেছেন: ৭ নং পইড়া হাস্তেই আছি
২৮ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৪১
ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:১৮
ঈষাম বলেছেন: ৫ নাম্বারটা ভাল্লাগসে !