নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

‘মানুষ তার স্বপ্নের চাইতেও বড়’

কাছের-মানুষ

মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে বদলায়, অকারণেও বদলায় । তবে আমি মনে হয় আগের মতই আছি , কখনও বদলাবওনা মনে হয় ! !

কাছের-মানুষ › বিস্তারিত পোস্টঃ

টেক মি হোম, কান্ট্রি রোডস

২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫০


আমার অফিস-রুম থেকে বাইরের দৃশ্য!

মাস পেরিয়ে গেলো এরিজোনা ছেড়ে ওয়েষ্ট ভার্জিনিয়া এসে বাসা বেঁধেছি! ওয়েষ্ট ভার্জিনিয়া নিয়ে একটি বিখ্যাত গান আছে "টেক মি হোম, কান্ট্রি রোডস", গানের-মতই সুন্দর এই স্টেইট! যাইহোক আমেরিকাতে-এ নিয়ে আমার চতুর্থ নাম্বার স্টেইট, জাজাবরের মত স্থান পরিবর্তন করেই চলছি! আমার অবস্থা হল "হইয়া আমি দেশান্তরী দেশ বিদেশে ভিড়াই তরী,রে"! যাত্রাটি শুরু হয়েছিল সেই কোরিয়া থেকে, কোরিয়া থেকে পড়াশুনা শেষ করে দেশে ফিরলাম বছর দুয়েকের জন্য, তারপর আবার উড়াল দিলাম ডেনমার্কের উদ্দেশে, উদ্দেশে লেখা পড়া শেষ করে সব কিছু উল্টাইয়া ফেলব! উল্টাইয়া না ফেললেও পিএইচডি টা শেষ করলাম!

তারপর এলাম আমেরিকার আলাবামা-তে পোষ্টডক হিসেবে! একাডেমিতে যারা আছেন তারা জানেন পোষ্ট-ডক পজিশনগুলো টেম্পোরারি, চাকরি আজ আছেতো কাল নাই! আলাবামা থাকলাম বছর দুয়েক, বছর দুয়েক পর প্রফেসর বলল মালপানি শেষ, পথ দেখো! আমি পরলাম বিপদে, সেখান থেকে চলে গেলাম আমেরিকার উত্তর-পশ্চিম রাজ্য ওরিগনে! ওরিগন মাস ছয়েক ভালই চলছিল, তারপরই শুরু হল গেঞ্জাম। প্রফেসর জানিয়ে দিল প্রজেক্টের মেয়াদ শেষ, তুমি পথ দেখো! আমি আবারো পড়লাম বিপদে, মনে মনে ভাবি যেখানে পা দেই সেখানে কুফা লাগে! তারপর ভাবলাম আর পোষ্টডক্টই করব না, ইন্ডাস্ট্রিতে ট্রাই করি! ইন্ডাস্ট্রিতে যাওয়ার যে খুব ইচ্ছে ছিল তেমন না, আমেরিকার চাকরির বাজার ভয়াবহ চলছিল তাই কোথাও চান্স পেলাম না! বাধ্য হয়ে ভাবলাম আমার আবুল ভাইও-ই ভাল, মানে আবারও পোষ্টডক্টে চলে যাই! এরিজোনায় এলাম ২০২৩ সালে, পোষ্টডক্ট হিসেবে, এখানে এসে আরাম পেলাম, বস ভাল!

এরিজোনায় আমার একাডেমিক লাইফের সব চেয়ে ভাল একটি বস পেলাম, অনেক কিছু শিখলাম, আমার বস মানে প্রফেসরের সাথে বেশ ভাল সম্পর্ক হয়ে গেল! আমরা প্রায় আড্ডা দিতাম, আড্ডা বিষয় বস্তু শিক্ষা, গবেষনা, আর ট্রাভেল ইত্যাদি নিয়ে! প্রায় শুক্রবারে বারে যেতাম, আমি মদ-তারি খাই না, তবে আমার প্রফেসর এবং কলিগদের সঙ্গ দেবার জন্য কোক খেতাম। আমার প্রফেসর অনেক সময় ফ্যামিলি-সহ তার বাসায় দাওয়াত দিত, ভদ্রলোক ইউরোপিয়ান এবং বেশ ভাল! বছর খানেক পার হবার পর আমাকে বলল তোমার ফ্যাকাল্টি পজিশনে যাওয়া উচিৎ, আমিও সেটা চাচ্ছিলাম যে আমেরিকার কোন ইউনিভার্সিটির প্রফেসর হতে পারলে মালপানি কামানো যাবে! জায়গায় জায়গায় দৌড়ানো লাগবে নাহ! তবে সমস্যা হল এই পজিশনগুলো খুবই কমপিটিটিভ, শত শত কোয়ালিফাইড পোলাপান এপ্লাই করে এই পজিশনগুলোতে তাই চান্স পাওয়া কঠিন! তার উপর আমেরিকার একাডেমিক চাকরির বাজার বেশ ভাল না এখন, লোক তেমন নিচ্ছে নাহ! বস অভয় দিয়ে বললেন তোমার চান্স হাই, তাছাড়া আমার প্রজেক্টের যে টাকা আছে তুমি ২-৩ বছর টানা ট্রাই করতে থাকো আমার টাকা শেষ হবার আগ পর্যন্ত!

গত বছর থেকে আমি ধুমাইয়া এপ্লাই করতে লাগলাম, আর ধুমাইয়া রিজেক্ট হতে থাকলাম! অনেক পজিশন আবার লোক নেয়া বন্ধও করে দিচ্ছিল। যাইহোক আমার ২-৩ বছর এপ্লাই করতে হল নাহ, এ-বছর ওয়েষ্ট ভার্জিনিয়ার এক বিশ্ববিদ্যালয়ে এসিসট্যান্ট প্রফেসর হিসেবে সুযোগ পেলাম, মানে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শূনছ অবস্থ!

আবার তাই বউ পোলাপান নিয়ে চলে এলাম ওয়েষ্ট ভার্জিনিয়া! ফ্যাকাল্টি পজিশনে প্রথম উপলব্ধি হল, এতদিন বিভিন্ন বসের অধীনে কাজ করেছি, এখন আমার কোন সরাসরি বস নেই যে ডে টু ডে মনিটর করবে! তাই নিজেই নিজেকে কিছু কাজ এসাইন করছি, তার উপর এই সেমিস্টারে চারটি কোর্স পড়াচ্ছি, সাথে কয়েকজন স্টুডেন্টকে ফ্রি পেয়েছি আমার প্রজেক্টে কাজ করাচ্ছি! কিছু গ্রান্ট লিখছি মালপানির জন্য, যদি পাই ভাল কোয়ালিফাইড স্টুডেন্ট এবং রিসার্চার হায়ার করব! এতদিন একাডেমিক লাইফের একটি দিক দেখেছি আর এখন অন্য পাশটাও দেখতে পাচ্ছি! স্টুডেন্টদের প্রায় ইমেইল পাই আজ সে ক্লাসে আসবে না, কাল একজন অসুস্থ, কেউ বলে তার গাড়ি নষ্ট, বিভিন্ন কাহিনী! যাইহোক, দিস ইজ লাইফ!

এরিজোনাকে বলা হয় আমেরিকার মরুভূমি, সেখানে সামারের তাপমাত্রা থাকে প্রতিদিন গড়ে ১০০ ফারেনহাইট, ভাবছিলাম ওয়েষ্ট-ভার্জিনিয়ায় কিছুটা ঠান্ডা হবে! তবে এখানেও গরম আছে তবে এরিজোনার মত নাহ! আবার একেবারে কমও না! ওয়েষ্ট ভার্জিনিয়া অনেক গ্রিন, গাছপালা আর পাহাড়ে ঘেরা প্রান্তর, দেখতে ভাল লাগে! শনি-রবিবার সাপ্তাহিক ছুটির দিনে আমি প্রায় বিভিন্ন জায়গায় বেরিয়ে পরি, গতকাল গিয়েছিলাম এক জলপ্রপাত দেখতে, পাহাড় ঘেরা অসাধারন প্রকৃতি, তবে বেশী ছবি তোলা হয়নি তাই শেয়ার করা গেল নাহ!

অনেক-দিন ধরে ব্লগে কিছু পোষ্ট করা হয়না, ভাবলাম কিছু ভুং-বাং পোষ্ট করি!

টেক মি হোম, কান্ট্রি রোডস:

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪২

জেনারেশন একাত্তর বলেছেন:



৪ বছর আগে, এক বিকেলে সাউথ ক্যারোলিনা থেকে নিউইয়র্ক ফেরার পথে ওয়েষ্ট ভার্জিনিয়ার Blue Ridge Mountains'এর দিকে তাকিয়ে হতবাক, আসলে অনেক দুর থেকে ইহাকে মিষ্টিরিয়াসভাবে নীল মনে হয়।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫২

কাছের-মানুষ বলেছেন: ওয়েষ্ট ভার্জিনিয়া আসলেই সুন্দর, অনেক সবুজ, আর পাহাড়ে ঘেরা। আমি মুগ্ধ এর প্রাকৃতীক সৌন্দর্যে!

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৩

জেনারেশন একাত্তর বলেছেন:


কোন কোন বিষয় পড়ান?

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৩

কাছের-মানুষ বলেছেন: আমি কম্পিউটার সায়েন্সের বিভিন্ন বিষয় পড়াই, যেমন কম্পিউটার প্রোগ্রামিং, লিনাক্স অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং ইত্যাদি। পরের সেমিস্টারে হয়তো আবার এ.আই. পড়াতে পারি!

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৭

ঢাকার লোক বলেছেন: যথেষ্ট ঝামেলা গেছে মনে হলো! যাক, যার শেষ ভালো তার সবই ভালো। Good luck at your new position!!

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৪

কাছের-মানুষ বলেছেন: ঝামেলা গেছে কিনা জানি না, তবে এইতো জীবন চলছে আরকি! মুহূর্তগুলো উপভোগ করার চেষ্টা করি। জীবনে কখন কোন পাটকেল কোন মুহূর্তে এসে পড়ে, বলা মুশকিল। আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫০

শায়মা বলেছেন: ভুংভাং লিখে ভালোই করেছো ভাইয়া।

তোমার কথা জানা হলো আর গানাটা দিয়েও ভালো করেছো ।

অনেক ভালো লাগলো!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৮

কাছের-মানুষ বলেছেন: গানটা অনেক সুন্দর। ওয়েস্ট ভার্জিনিয়ায় যেদিন এয়ারপোর্টে পৌঁছালাম, লাউড স্পিকারে এই গানটি বাজছিল!

ব্লগে শুরু থেকে অনেক স্মৃতি এবং অভিজ্ঞতা শেয়ার করি। এটা ভাল লাগে!

ভুংভাং লেখাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

ধন্যবাদ আপনাকে।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২৬

এইচ এন নার্গিস বলেছেন: খুব ভালো লাগলো ।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৮

কাছের-মানুষ বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন অনেক।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩৮

নীল-দর্পণ বলেছেন: এরিজোনা , টেক্সাস নাম পড়লেই চোখের সামনে ভাসে সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন বইয়ের একেকটা কাহিনী। অনেক ভালো লাগে যেমনটা লস এঞ্জেলস শব্দটা শুনলেই মনে হয় যেন ওখানে গেলে কিশোর, মুসা, রবিনকে দেখতে পাবো!

টেক মি হোম…গানটা এক সময় অনার্স লাইফে প্রচুর শুনেছি কলেজ থেকে ফেরার পথে বাসে জ্যামে, গরমে কানে ইয়ারফোন গুজে। ওয়েস্ট ভার্জিনিয়া দেখতে কেমন গুগলে সার্চ করতাম!

আপনার অফিস রুম থেকে বাইরের দৃশ্য খুবই সুন্দর। শুভকামনা সামনের দিনের জন্যে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৯

কাছের-মানুষ বলেছেন: হ্যা, অনেক গল্পেই এই রাজ্যগুলোর কথা এসেছে। গল্প পড়লে তো আরও ভালো লাগে, অন্য এক ভুবনে হারিয়ে যাওয়া যায়; যেখানে কল্পনার মিশ্রণে নতুন এক জগতের সৃষ্টি হয়!

গানটি আমারও অনেক প্রিয়। আমি এখনো প্রায়ই গানটি শুনি।

অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:১৬

আহমেদ জী এস বলেছেন: কাছের-মানুষ,




প্রানবন্ত একটি লেখা। যা শোনালেন তাতে বলতেই হয় ---- লাইফ গোজ অন!!!!!!!!!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০০

কাছের-মানুষ বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে!

লাইফ হল সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল, এর নানা জায়গায় অপ্রত্যাশিত টুইস্ট অপেক্ষা করে থাকে। কখন কোন দিক থেকে পাটকেল আসে, বলা মুশকিল! তাই মুহুর্তগুলো উপভোগ করাই শ্রেয়!

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১৫

অপু তানভীর বলেছেন: যাযাবরের জীবনই আসলে ভাল! অবিরাম ছুটে চলা!

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৮

কাছের-মানুষ বলেছেন: আসলে জীবনে এক পর্যায়ে স্থিতিশীলতার দরকার হয়।
সব সময় চেনা পরিবেশ আর পরিচিত বন্ধু-স্বজন ছেড়ে যাওয়া ভাল লাগে না।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৮

কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৬

শ্রাবণধারা বলেছেন: নতুন স্টেটে আপনার জীবন আনন্দময় হোক!

অনেকদিন পরে এই গানটি শুনলাম। আমাদের কৈশোর-তারুণ্যের দিনগুলোতে বাংলা ব্যান্ডের গানের পাশাপাশি জন ডেনভারও জায়গা করে নিয়েছিল। তার Annie’s Song, Rocky Mountain High, Take Me Home, Country Roads গানগুলো খুবই জনপ্রিয় ছিল।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৮

কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

গানটি আমি এখনো প্রায়ই শুনি। এটি আমার সব সময়ের প্রিয় গান, বিশেষ করে কোথাও ঘুরতে বের হলে শুনতে ভাল লাগে।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫২

বিজন রয় বলেছেন: আরো কিছু ছবি দিলে আমরা দেখতে পারতাম।

কাহিনী আরো সাজিয়ে গুছিয়ে লিখুন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৯

কাছের-মানুষ বলেছেন: এখনকার ছবি তেমন নেই।

ধন্যবাদ আপনাকে।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:৩৪

জনারণ্যে একজন বলেছেন: কংগ্রাচুলেশন @ কাছের মানুষ, খুব খুশি হয়েছি খবরটা শুনে। অনেক অনেক শুভকামনা রইলো।

ছবিটা খুব সুন্দর। আর টেনিউরড হইলে জানাইয়েন।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:১৮

কাছের-মানুষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। টেনিউরড এর এখনো দেরি আছে।

ছবিটা কয়েকদিন আগের, আমার অফিসের বাইরের ভিউটা অনেক সুন্দর।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৩৬

জনারণ্যে একজন বলেছেন: লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। টেনিউরড এর এখনো দেরি আছে।

- আই নো।

এরিজোনা ছিলেন খুব সম্ভবত: এর আগে। আমাকে মাঝে মাঝেই যেতে হয় এএসইউ তে; দেখা হইতে হইতেও হইলো না আর কি।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৫

কাছের-মানুষ বলেছেন: এরিজোনা ছিলেন খুব সম্ভবত: এর আগে। আমাকে মাঝে মাঝেই যেতে হয় এএসইউ তে; দেখা হইতে হইতেও হইলো না আর কি।

দুনিয়াটা গোল, কোথাও না কোথাও দেখা হয়েও যেতে পারে! আমি এএসএউ-তে ছিলাম না, ইউএ-তে ছিলাম! ধন্যবাদ আপনাকে!

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:

উস্তাদ জ্বি কে বলুন আমেরিকা থেকে বোতল পাঠাতে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫২

কাছের-মানুষ বলেছেন: হা-হা! আমেরিকা থেকে দেশী বোতল বেশী ভাল!

১৫| ০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:২০

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

নতুন পোস্ট দিন।

১৩ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:০৭

কাছের-মানুষ বলেছেন: ভাল আছি,আপনিও ভাল আছেন আশা করি।
সেমিষ্টারের মাঝে সময় বের করে লেখা কঠিন। নতুন পোষ্ট দেবার চেষ্টা করব।

১৬| ১৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৩৬

খায়রুল আহসান বলেছেন: আপনার অফিস-কক্ষ থেকে দেখা বাইরের দৃশ্যের ছবিটা খুব সুন্দর!
মনে হয় আপনার পদতলে সর্ষে-দানা রয়েছে, তাই কোথাও থিতু হতে পারছেন না। আশাকরি এবারে নিজেও থিতু হবেন, আবার সেই সাথে অন্যকেও হয়তো কিছুটা থিতু হতে সাহায্য করতে পারবেন।
লেখার মাঝে মাঝে কিছুটা রম্য আদলের বাক্য লেখাকে আকর্ষণীয় করে তুলেছে।
গানটাকে আকৈশোর ভালোবেসে এসেছি। প্রথম শুনেছিলাম 'বুচ ক্যাসিডি অ্যান্ড সানড্যান্স কিড' ছায়াছবিতে, ১৯৭০ সালের দিকে (আনুমানিক)।

২০ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১৩

কাছের-মানুষ বলেছেন: চেষ্টা করি সব সময় থিতু হতে, কিন্তু পরিস্থিতি আর টিকে থাকার তাগিদে দৌড়াতেই হয়! এভাবেই কেটে গেছে দেড় দশকেরও বেশি সময়! নিজেও দৌড়াই, আর যারা সাথে থাকে তাদের নিয়েও!

একটু রম্য স্টাইলেই লিখতে চেয়েছিলাম।

হ্যাঁ, গানটি অনেক পুরনো, ৭০-এর দশকেই মনে হয় বের হয়েছিল। এখনো সমান জনপ্রিয়। আগে শুনেছিলেন জেনে ভালো লাগল।

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.