![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের আশায় ছুটতে ছুটতে মানুষ অসুখে পড়ছে। আর আমি তখন সত্যের সন্ধানে ছুটছি।
এই লোকটার অসহায় আর রক্তাক্ত চেহারা দেখতে খুব ভালো লাগছে?
আমাদের দেশের সীমান্ত রক্ষাকরা কালীন সময় অপহরনকৃত এই বিজিবি সেনা তিনদিন ধরে মায়ানমার বর্ডার গার্ড পুলিশের ক্যাম্পে বন্দি ইনি। এনাকে উদ্ধার করতে এত সময় কেন লাগছে জানিনা।
এনাদের জন্য আজ আমাদের বর্ডার সীমানা নিরাপদ। আমরা নিরাপদ। ইনি একজন দেশনায়ক। অথচ এনার আজ এই অবস্থা।
হাতকড়া পড়া অবস্থায় নির্যাতিত এই সেনার ছবি আবার ওরা ওদের ফেসবুক পেজে আপ্লোড দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে এনার নাকে রক্ত জমাট হয়ে আছে।
বুঝতে পারছিনা তিনদিন পেরিয়ে গেলো অথচ এই সেনাকে দেশে ফিরিয়ে আনতে পারছেনা কেন? অপরাধ ওরা করেছে। অবৈধভাবে আমাদের সমুদ্রসীমায় ঢুকে পড়েছে। আবার উল্টা আমাদের দেশের সেনাকে জোর করে ট্রলারে করে অপহরন করে নিয়ে গেছে।
সেনা এই ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। এদের জন্যই আমরা দেশের অভ্যন্তরে নিশ্চিন্তে দিনের পর দিন শান্তিতে চলাফেরা করতে পারি, রাতে ঘুমাতে পারি। এরা না থাকলে অন্যদেশের পশুরা আমাদের সীমানায় ঢুকে আমাদের ছিঁড়ে খেতো।
অতিসত্বর এই সেনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।
বিজিবি সূত্র জানায়, নায়েক রাজ্জাকের নেতৃত্বে বিজিবির ছয় সদস্যের একটি দল গত বুধবার সকালে নাফ নদীতে টহল দিচ্ছিল। দলটি বাংলাদেশের জলসীমায় মাদক চোরাচালান সন্দেহে দুটি নৌকায় তল্লাশি করছিল। এ সময় মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের বিজিপির একটি দল, ট্রলারে কোরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। একপর্যায়ে টহল দলটি বিজিবির নৌযানের কাছে গিয়ে থামে। বিজিপির ট্রলারটিকে বাংলাদেশের জলসীমা ছেড়ে যেতে বলা হলে তারা নায়েক রাজ্জাককে জোর কোরে ট্রলারে তুলে নেয়। এ সময় বিজিবির অন্য সদস্যরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।
বিঃদ্রঃ দিনদিন মায়ানমার তাঁদের উদ্ধততার সীমা ছাড়িয়ে যাচ্ছে। এদের আন্তর্জাতিকভাবে একটা বিচারের ব্যবস্থা করে উচিত শিক্ষা দিতে হবে।
২| ২০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০১
চাঁদগাজী বলেছেন:
মগের মুল্লুকের প্রতিবেশী আমরা।
৩| ২০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১১
আটলান্টিকের প্রবাল বলেছেন: বি.জি .বি চালায় সেনাবাহিনী আর সেনাবাহিনী চালায় নৌকা বাহিনী
বি জি বি পারে শুধু আমাদের সাথেই, বিএনপি জামায়াতের কর্মী সমর্থকদের বুকে গুলো চালাতে। বিরোধী মতকে স্তব্ধ করতে পারে। আর অন্য দেশের সীমান্ত রক্ষী রা এসে ল্যাংটা করে পুটকি মেরে যায় কিছু কইতে পারেনা।
হাতের অস্ত্র কি হাডুডু খেলার জন্য দেয়া হয়েছে।------
মহামান্য বিজিবির মহাপরিচালক, আপনার এমন বক্তব্য এখন কই?
৪| ২০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিডিআর থেকে বিজিবি অধ:পতনের প্রমানই কি এই ঘটনা!
যেখানে যুদ্ধ ঘোষনা হয়ে যায় আত্ম সম্মানের শ্লাঘায় এরকম আঘাত এলে- সেখানে এ কেমন সতজানু নীতি!
মেরুদন্ডহীন হলেই কি এমন হয়? সেনাবাহিনীও কি আত্মমর্যাদা দেশের সম্মান সার্বভৌমত্বের কোন দায় অনুভব করছে না!!!!!
আজ একজন সৈনিক অবরুদ্ধ মানে- দেশ মান সম্মান ইজ্জত সার্বভৌমত্ব সবই অবরুদ্ধ!
কোথায় বীর সেনানী! কোথায় দেশের প্রতি দায় পরিপূর্ন বীর সৈনিকেরা। কোথায় আত্মমর্যাদা বোধ সম্পন্ন দেশের নাগরিকেরা!!!
৫| ২০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
ইমরান আশফাক বলেছেন: যথেষ্ট হয়েছে, ওদের ছাড় দিতে দিতে একেবারে মাথায় উঠে গেছে। ওদের ইয়াবা ব্যবসা আর মানবপাচার বন্ধে বিজিবি তৎপরতা ওরা খুব ভালো চোখে দেখছে না তার প্রমান এই ঘটনা। এরপর থেকে ওদের জন্য নূন্যতম সৌজন্য বা সহমর্মিতা দেখানো অনুচিত হবে। ওদের কয়েকটাকে ধরে আঁধমরা করে কয়েকদিন পর ফেরৎ পাঠানো উচিৎ।
আসলে আমাদের দরকার সমগ্র ব্যাপারটির একটা রাজনৈতিক সমাধান, বার্মার গোটা পশ্চিমান্চল নিয়ে।
৬| ২১ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৬
এরিক ফ্লেমিং বলেছেন: যে বাহিনী ভারতের সেনা বাহিনীর সাথে যুদ্ধ করে পাদুয়া রৌমারি রক্ষা করলো সেই বাহিনী অাজ বর্মার পুলিশের কাছে মার খায় !!!
বাংলাদেশ রাইফেলস্ যখন বর্ডার গার্ড (রক্ষী/পাহারাদার/দারোয়ান) হলো সাথে সাথে কি তার শৌর্য শেষ হয়ে গেল??
৭| ২১ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫৭
মোঃ রাশেদ এয়াকুব বলেছেন: সরকার আরও কইদিন দেরি করে বুজাতে চাইবে যে ইস্যু টা গুরুতর ছিল। তারপর বরদার জয় উদজাপন করবে।
৮| ২১ শে জুন, ২০১৫ বিকাল ৫:৫০
ডার্ক ম্যান বলেছেন: সীমান্ত রক্ষী বাহিনীর সামর্থ্য ধীরে ধীরে লোপ পাচ্ছে। বিষয়টা খারাপ কিছু ইঙ্গিত করে।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৫ বিকাল ৫:৫৬
কাবিল বলেছেন: এদের শিক্ষা দেওয়া উচিত।
আর,
বিজিবি সেনা নায়েক রাজ্জাককে উদ্ধার করে আনতে এত বিলম্ব কেন?