![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের আশায় ছুটতে ছুটতে মানুষ অসুখে পড়ছে। আর আমি তখন সত্যের সন্ধানে ছুটছি।
গতকাল ভারতকে হারিয়ে সিরিজ জয়ের মাধ্যমে এভাবেই ভারতের মাথা নত করে দিলো বাংলাদেশ ক্রিকেট টিম।
বাংলাদেশের নতুন ইয়াংস্টার মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বলিয়েং বিপর্যস্ত ভারতীয় টিম মাত্র ২০০ রানে গুটিয়ে পড়লে। আমাদের দামাল ছেলেরা খুব সহজেই ২০১ রানের টার্গেট পূরণ করে জয় ছিনিয়ে আনে। আর সেই সাথে কোটি বাংলাদেশীদের সিরিজ জয়ের স্বপ্ন পূরণ করে তাঁরা।
অহংকার পতনের কারণ। দিনদিন ভারতীয় ক্রিকেটারদের অহংকার আর উদ্ধতস্বভাব সীমা অতিক্রম করে চরম আকার ধারন করেছিলো।
সেই বিশ্বকাপ হতেই তাঁদের "মওকা মওকা" নামক ব্যাঙ্গত্মক বিজ্ঞাপনের মাধ্যমে তাঁরা পুরো ক্রিকেট বিশ্ব কে হেয় পতিপন্ন করে নিজেদের অহংকার ও ছোট মানুষিকতার পরিচয় দিয়েছিলো। আর তাঁর ফলশ্রতিতে আজ বাংলাদেশ ক্রিকেট টিম তাঁদের সেই অহংকার ভেংগে চুরমার করে দিল।
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম। সিরিজ জয়ের জন্য অনেক অনেক শুভকামনা তোমাদের প্রতি। ভারতকে বাংলা ওয়াশ দেওয়ার অপেক্ষারত ।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৯
ঢাকাবাসী বলেছেন: বড় দেশের নীচু মনের টিম।