নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগারতারেক

ব্লগারতারেক › বিস্তারিত পোস্টঃ

মিডিয়া vs মুসলমান

২০ শে জুন, ২০১৪ সকাল ১১:২৩

নিউইয়র্কে কোনো কারনে এক লোকের হাতে একটা কুকুর মারা যায় । পশ্চিমা মিডিয়ায় নিউজ আসলো , আত্নরক্ষার সময় দুর্ভার্গক্রমে এক আমেরিকানের হাতে একটা কুকুর নিহত । পরে জানা গেল লোকটা আমেরিকান না । নিউজটা ইডিট করে দেয়া হল , এক বিদেশীর হাতে এক কুকুর খুন ! তারও পরে জানা গেল , লোকটা মুসলমান । এবার নিউজটা পুরোপুরি চেইঞ্জ হয়ে আসল এভাবে , এবার মুসলমান জঙ্গীদের হামলা থেকে রক্ষা পেলনা অবলা প্রানী কুকুরও !!



ইসলামবিরোধী শক্তি তিলকে তাল আর তালকে তিল বানিয়ে বিশ্বাসযোগ্য করতে পারে খুব সহজেই । আর এক্ষেত্রে তাদের প্রধান হাতিয়ার মিডিয়া । যার ফলে ব্রেন ওয়াশ হচ্ছে মুসলমানদের । আমরা ফিলিস্তিনের নির্যাতিত শিশুদের জন্য কাঁদি আবার তাদেরকে রক্ষা করতে যুদ্ধ করা মুজাহিদদের জঙ্গী ট্যাগ দিই !

আজব ক্যারেকটার !



সম্প্রতি ইরাকে চলা যুদ্ধে মিডিয়া যাচ্ছেতাই নিউজ করে যাচ্ছে । আর এসব বিশ্বাস করে মুজাহিদদের গালাগাল করছি আমরা ! সঠিক খবর জানতে কয়েকটা ফেসবুক পেজ দিলাম । ইরাক যুদ্ধের প্রতিমুহুর্তের আপডেট জানতে পেজগুলোতে চোখ রাখুন ।

facebook.com/Gazwa.Hind.01



facebook.com/jagomumin



facebook.com/Allahr.Pothe.Mujahid



নিউজ কাফিররাও করবে , ইমানদাররাও করবে , বিশ্বাস করার দায়িত্ব আপনার । দেখুন আল্লাহ সূরা হুজুরাতের ছয় নম্বর আয়াতে কি বলেন -



'হে ঈমান গ্রহণকারীগণ, যদি কোন ফাসেক তোমাদের কাছে কোন খবর নিয়ে আসে তাহলে তা অনুসন্ধান করে দেখ ৷ এমন যেন না হয় যে, না জেনে শুনেই তোমরা কোন গোষ্ঠীর ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে " (সূরাহুজুরাত:৬)





#tariqultareq

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৯

আমি দিহান বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইসলামবিরোধী শক্তি তিলকে তাল আর তালকে তিল বানিয়ে বিশ্বাসযোগ্য করতে পারে খুব সহজেই । আর এক্ষেত্রে তাদের প্রধান হাতিয়ার মিডিয়া । যার ফলে ব্রেন ওয়াশ হচ্ছে মুসলমানদের । আমরা ফিলিস্তিনের নির্যাতিত শিশুদের জন্য কাঁদি আবার তাদেরকে রক্ষা করতে যুদ্ধ করা মুজাহিদদের জঙ্গী ট্যাগ দিই

++++

এই চক্র থেকে বেরিয়ে আসতে হবে।

আত্ম পরিচয় আর আত্মমর্যাদায় জেগে উঠতে হবে।

আমি কারো দ্বারা মূল্যায়িত হয়ে কেতার্থ হবোনা.. আমা কর্তৃক কেউ মূল্যায়িত হবে।

৩| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৮

এইচ. ইমরান বলেছেন: একদম ঠিক বলেছেন।

আপনার লেখা প্রতিটি লাইন-ই সঠিক।

৪| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১:২৪

dream111rocks বলেছেন:
আসলে ইরাকে যুদ্ধ করা সুন্নি জঙ্গিরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করছে?

নূরি আল মালিকি কী ইহুদী? শিয়ারা কি অমুসলিম?

আর সব মুজাহিদি কেন জঙ্গি হয় ? কেন তারা মেইনস্ট্রিম পলিটিক্স করে ক্ষমতায় যেতে চায় না বা পারে না?

৫| ২০ শে জুন, ২০১৪ দুপুর ২:০৩

ব্লগারতারেক বলেছেন: সবাইকে ধন্যবাদ

৬| ২১ শে জুন, ২০১৪ রাত ৮:৪৮

ব্লগারতারেক বলেছেন: #dream111rocks ভাই, আপনার প্রশ্নের উত্তর খুঁজতে এই নোটটা দেখুন facebook.com/notes/সোহাগ-আহমেদ/শিয়ারা-মুসলিম-নাকি-অমুসলিম/590487684404935/?refid=17

৭| ২১ শে জুন, ২০১৪ রাত ৮:৫০

ব্লগারতারেক বলেছেন: facebook.com/Sohugsky

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.