![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রোফাইলের পুরোটাই অন্ধকার, আলো নেই |যৌবনে যন্ত্র শাসনের পুঁথিপাঠ কালে মনে বাসা বাধে দুরারোগ্য কর্কট রোগ, সেখান থেকেই দগদগে মানসিক ক্ষত | আজ তাই রুটি-রুজির দায়ে কোনো এক বিরান ভূমে নির্বাসিত, দেশে ভিক্ষে নেই | জীবন ধমনীর ভেতর থেকে কন্টাকীর্ণ ডালপালা টেনে হেচড়ে জুটে দুটো পয়সা, চিকিত্সার পথ্য| সংকীর্ণ হয়ে আসা অস্তিত্বে তাই অভুক্ত থাকা হয় অনেক প্রহর, সেখানে নিদ্রা, স্নান , ক্ষৌরকর্মের সময়, সুযোগ প্রায়শই নেই |দূর ভবিষ্যতে সুস্থতার সনদ নিয়ে দেশে ফিরলে, ততোদিনে হয়ত জীবনের চাহিদাশূন্য নির্বিকার কেউ একজন |
আমেরিক্যান যুবকটি কৌতুহলী হয়ে বাংলাদেশী ছেলেটিকে বলল "তুমি হিন্দু? ....ও আচ্ছা মুসলিম !" মুসলিম পরিচয় দিতে হওয়াতে একটা বাড়তি লজ্জা বা সংকোচ তৈরি হওয়া মডারেট মুসলিম এখন অনেক । প্রবল ভাবমূর্তি সংকট ও অসম্মানের ভয়ে বাংলাদেশী ছেলেটি ইসলাম ধর্ম বিষয়ে তুমুল বেগে ব্যাখ্যা শুরু করলো এইভাবে, কোনো কথা সূত্র/প্রশ্ন ছাড়াই অযাচিতভাবে ।
১. "কোনো ধর্মই এক্সট্রিমিজম সমর্থন করেনা, এবং হিন্দু, বৌদ্ধ, ইসলাম সব ধর্মের মূল সুর একই ।"
২. "আমাদের ধর্মে মিথ্যা কথা বলা তখনি বৈধ যখন কারণ মৃত্যু ঝুঁকি থাকে ।"
৩. "আমাদের দেশেও এমন এক্সট্রিমিস্ট আছে যারা প্রেয়ার না করলে মানুষ হত্যা করে..."
৪. "আমাদের বাইবেলে (কুরআন) আছে "অন্যের ধর্মকে সম্মান করতে হবে"
৫. "চাপিয়ে দেয়া জোর করা আমাদের ধর্ম একদম সমর্থন করেনা "
৬. "আমাদের রোজা রাখতে হয় যাতে আমরা বুঝতে পারি গরিব মানুষের না খেয়ে থাকার কষ্ট কতটুকু "
৭. কুরবানিতে আমরা বিরাট গরু জবাই দিয়ে বাধ্যতামূলকভাবে তিন ভাগ করি, এক ভাগ গরিব, এক ভাগ প্রতিবেশি এবং আরেকভাগ নিজে রাখতে পারবে ।
থতমত খেয়ে আমেরিক্যান ছেলেটি শুনে গেল ।আদতে তার কোনো প্রশ্ন ছিলনা । পিতৃপুরুষের ধর্মের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করা মনে হয় সহজাত মানবধর্ম। এত ধর্ম প্রেমী, ধর্মের বুঝদার অথচ প্রগাঢ়ভাবে ধর্ম নিরপেক্ষ ছেলেকে সরাসরি জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল ---তা আপনার প্রিয় দল আর প্রিয় রাষ্ট্র যে ধর্মের ধুয়া তুলে লতিফ সিদ্দিকীর বিচার করছে, সেটাকে কিভাবে দেখেন? নাকি এর জন্য এক্সট্রিমিস্ট রাই দায়ী ?
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৮
খেলাঘর বলেছেন:
ধর্ম মানুষের আবিস্কার, মানুষ তাকে ব্যবহার না করলে, তা থাকবে না।