![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ইচ্ছেগুলো মেঘ হয়ে উড়ে...না বলা কথাগুলো বৃষ্টি হয়ে ঝরে...কানটা পেতে শোনো ওই হিমায়িত বাতাসে...ভাসছে আমার অনুভূতি তোমার অনুভবে.....।
মাঝে মাঝে অনুভূতি গুলো এমনই গভীর হয়...
কোনো বাঁধা মানেনা,
বাস্তবতার উল্টো সুতোর টানে
কেটেও যেনো সেই সুর কাটেনা...
তার সেই পথচলাতেই আনন্দ...
কোনো কিছু পাবার লক্ষ্যে নয়...
শুধু প্রগাড় সে অনুভূতি...
এর মাঝে ডুবে থাকাই যেনো প্রাপ্তি...
কি এক গভীর মায়ায়...
অদ্ভুদ সেই ভালোলাগায়...
----- তরাসনু নাতালসু
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭
নিঃশব্দ ঝংকারে বলেছেন:
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
বিজন রয় বলেছেন: শিরোণামে অনুভূতি বানানটি ঠিক দিন প্লিজ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮
নিঃশব্দ ঝংকারে বলেছেন: : জ্বী দিবো। ধন্যবাদ। খেয়াল করিনি।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
তার আর পর নেই… বলেছেন: সুলতানা নুসরাত … অনুভূতি চমৎকার!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯
নিঃশব্দ ঝংকারে বলেছেন: হা হা হা। ধন্যবাদ।
নামটা বের করে ফেল্লেন।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
আজাদ মোল্লা বলেছেন: সুন্দর ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭
নিঃশব্দ ঝংকারে বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯
বিজন রয় বলেছেন: প্রগাঢ় অনুভূতিময় কবিতায় অনেক ভাললাগা।
++