![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ইচ্ছেগুলো মেঘ হয়ে উড়ে...না বলা কথাগুলো বৃষ্টি হয়ে ঝরে...কানটা পেতে শোনো ওই হিমায়িত বাতাসে...ভাসছে আমার অনুভূতি তোমার অনুভবে.....।
পশ্চিমা আকাশের স্তিমিত সূর্যের মত,
আমারো অস্ত হয়, সকলের অজান্তে...
মৃত্যু হয়না আমার, এ পাপের পৃথিবীতে...
তবু যেনো
ক্লান্তিতে গ্লানিতে ভারাক্রান্ত হৃদয়
হেলে পরে অবগ্গার আধারে যে...
ব্যাথাতুর সুর আজ ভাসে কোন বাতাসে,
আমি নিঙরাতে পারিনা তার শঙ্কা...
সে ব্যাথায় আমিও হারাই যেনো,
বুকে বিধে কস্ট দানবীর হুঙ্কা...
--- তরাসনু নাতালসু/ ২৮.০৮.২০১১
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯
নিঃশব্দ ঝংকারে বলেছেন: পরপর দুটো কবিতা দেয়া নিষেধ নাকি? জানতাম নাহ্...
আমি আমার ডায়রী হিসেবে ব্লগটা লিখছি...
এবঙ বানানের বিষয়গুলোও একই...ইউনিজয় ইউজ করছি, কিছু যুক্তাক্ষর আসছেনা, কিছুবা বেখেয়াল, কিছুবা ইচ্ছাকৃত...
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯
ডার্ক ম্যান বলেছেন: ++--
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমারো অস্ত হয়, সকলের অজান্তে...
অসাধারণ একটা লাইন।
লাইনের শেষে ডট(...) দেবার অর্থ কি? এরকম কোন যতিচিহ্ন আছে বলে জানি না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
নিঃশব্দ ঝংকারে বলেছেন: আমি কোনো নিয়ম মেনে কিছু লিখছি নাহ্...
আমার স্বাধীনতা এবঙ ভালোলাগার জন্যে লিখছি...
এরকম ডট ডট দিতে এবঙ দেখতে আমার ভালোলাগে।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩
নিঃশব্দ ঝংকারে বলেছেন: ধন্যবাদ।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩
আদনান শুভ্র বলেছেন: খুব ভাবে ...
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১
নিঃশব্দ ঝংকারে বলেছেন: ?? ভাবে????
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
রক্তিম দিগন্ত বলেছেন: শুরুর দিকটা বেশ ভাল ছিল। শেষের দিকটায় - অতটা ভাল লাগলো না। কিছুটা এলোমেলো হয়ে গেল।
দিশেহারা রাজপুত্রের কথার সাথে আমিও একমত। কবিতায় কিছু নিয়ম অবশ্যই মেনে চলা ভাল। এতে কবিতাটি পাঠকদের ভাল লাগবে। পাঠক না থাকলে লিখে কী লাভ বলেন?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২
নিঃশব্দ ঝংকারে বলেছেন: ডট চিহ্নের জন্য কবিতা পাঠকের ভালো না লাগলে, সেক্ষেএে আমার কিছু বলার নাই...
আমি জানতাম কবিতার ভাব, আবেগ, ছন্দ বা গদ্যরীতির আলোকে কবিতা শ্রুতিমধুর বা মনোরন্জিত হয়ে থাকে।
দাড়ি, কমা, ডটের জন্য কবিতা পাঠকের ভালোলাগে জানতাম নাহ্।
এবঙ পাঠক না থাকলেও আমার লাভ, আমার প্রতিটা লেখা আমার সন্তানের মতন আদরনীয়।
কারো ভালোলাগলেও আমার আদরের থাকবে, না লাগলেও।
যাইহোক্, আমি ছোট মানুস, নিয়মনীতি এত্ব জানিনা, বুঝিনা..যা মনে আসে লিখে ফেলছি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪
নিঃশব্দ ঝংকারে বলেছেন: আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
শেষটুকু ভালোলাগেনি জেনেও ভালোলাগলো। :
তবে কবিতাটার মর্ম/ ভেতরের সুএটা যদি কেউ বুঝে থাকে, তার কাছে লাস্ট প্যারাটা এলোমেলো লাগার কথা নয়।
সবই সামন্জস্যপুর্ণ।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
রুদ্র জাহেদ বলেছেন: ভাল্লাগছে
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
নিঃশব্দ ঝংকারে বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯
বিজন রয় বলেছেন: পরপর দুটো কবিতা!!
কিন্তু সমস্যা বানান।