নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/mahimul.islamakash

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি

অন্ধকারের আলোকিত বাসিন্দা

আসেন দুইটা কথা কই ।

অন্ধকারের আলোকিত বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

ভালবাসি ভালবাসি (এটি একটি প্যানপ্যানানি মার্কা ভালবাসার গল্প)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫০

(নামের পাশে ব্র্যাকেটে সুন্দর ভাবে বলে দিলাম যে ইহা একটি প্যান প্যানানি মার্কা অতি অখাদ্য ভালবাসার গল্প। যাদের এসব গল্পে বমি বমি ভাব আসে,আর যাদের বদহজম এর সমস্যা আছে,তারা নির্দ্বিধায় স্কিপ করে যেতে পারেন। )



-এই তোমার কি ভাল লাগে বলো তো ।পাহাড় না সাগর???

-তোমার যা ভাল লাগে,আমারো ঠিক তাই ভাল লাগে ।

-ফাজলামি কর না । যা বলছি তার উত্তর দাও



এবার রূপক নীলাকে গান গেয়ে শোনালো

''তুমি চাও রোদ্দুর,

আমি চাই আকাশ মেঘলা

খুঁজো পূর্নিমা,

বলি চাঁদ ডুবে যাক না!"



-তারমানে তোমার পাহাড় ভাল লাগে না??

-হু

-আচ্ছা আমাকে একটা কথা বলতে পারবা??তুমি আমার সাথে যতটা না কথা বল তার চাইতে বেশি কর হু হু ! এসবের মানে কি??

-বিয়ের পর তো তাই করতে হবে,তাই একটু আগে থেকেই প্র্যাকটিস করে নিচ্ছি আর কি!

-ফাইজলামি করোনা ।তোমাকে কে বিয়ে করতে যাচ্ছে?

-তাই তো! এটা তো ভাবি নাই! বলো তো আমাকে কে বিয়ে করবে??পাশের বাসার রুমকিটাকে বিয়ে করলে কেমন হয় গো??অনেকদিন নাকি ওটার বিয়ে টিয়ে হচ্ছে না ।

-খুব ভাল হয় । তোমার জন্য একদম পারফেক্ট । বসে আছ কেন??এখনই করে ফেল ।

-সত্যি???আমার তেমন ইচ্ছে ছিল না । তবে তুমি বললে আমি ঢেঁকিও গিলতে বাধ্য । হাজার হোক । তোমার সাথে এতদিন প্রেম করলাম(এ পর্যায়ে নেলির চোখ গরম করা ভাবসাব দেখে) যদিও তুমি এটাকে বন্ধুত্বের চাইতে বেশি কিছু বলতে চাচ্ছ না। তারপরেও আমরা তো সময় কাটিয়েছি না?? তোমার কথার একটা দাম আছে না??

-দাম???দাম আসল কোত্থেকে???তুমি কি ভাব বল তো । আমাকে স্পষ্ট করে বল ।

(কথা প্যাঁচ খেয়ে যাচ্ছে দেখে রূপক প্রসঙ্গ পালটে ফেলল )

-আজকের চাঁদটা কত্ত বড় দেখেছো?

-তুমি একদম কথা ঘুড়াবে না । পাইছোটা কি?? এখন একটা কথা বলব, সাফ সাফ জবাব দিবে ।

-জ্বি ম্যাডাম বলেন ।

-এত্ত ঢং করতে হবে না । যা যা বলি তা তা শুনবা তুমি ।

-জ্বি বলেন ।

-কাউকে ভালবাস??

-জ্বি ।

-কে সে??

-আমার সামনেই উনি । কোমড়ে হাত দিয়ে আমাকে ঝাড়ি দিচ্ছেন ।

-আমি তোমাকে ঝাড়ি দেই না???দাঁড়াও বিয়ের পর সব বের করছি ।

-কি বললা তুমি??আরেকবার বল ।



(এতক্ষণে নীলার খেয়াল হইল যে সে বিয়ের বিষয়টা নিয়ে এসেছে । আয় হায় এত সহজে তো হার মানা যাবে না ।নো,নেভার )



-কয়েকদিন পর তোমার সব বের করছি ।

-না তুমি তখন অন্য কিছু বলেছিলা ।এখন কথা ঘুরালে হবে না । বল বল

-আচ্ছা ঠিক আছে ,বিয়ে করবা?

-সত্যি জিজ্ঞেস করছ?

-হ্যা বাবা সত্যি ।

-তাহলে করব ।

-কেন করবা?আমি কে তার কিছুই তোমাকে কখনো বলি নাই । সামান্য ফেইসবুকের পরিচয়ে আমি আর তুমি পাশাপাশি দাঁড়িয়ে আছি । কেন যে আছি তা নিজেও জানি না ।তুমি আমার কে যে আমাকে বিয়ে করবা?

হাসতে হাসতে রুপক বলল-হবু জামাই

-আচ্ছা আমাদের প্রথম দেখার কথা মনে আছে তোমার?

-না তো । ভুলে গেছি ।

-সত্যি ভুলে গেছ?

(নীলার কন্ঠ টা কেমন অভিমানী শোনায়)

-না বাবা! এ কি ভোলা যায় । ঐ তো সেদিন ।তুমি বেইলি রোড কে এফ সি এর সামনে দাঁড়িয়েছিলে । কালো রঙের স্যালোয়ার কামিজ,চোখে রাগী রাগী চশমা ।গম্ভীর মুখে দাঁড়িয়েছিলে ওখানে,ভ্রু টু কুঁচকে।আচ্ছা তুমি কি আমার উপর খুব রেগে গিয়েছিলা?

-না না রাগব কেন?আমাকে পাক্কা আধা ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিলেন আপনি ।

-ওইদিন কি শাস্তি দিয়েছিলা মনে নাই??

-থাক ওকথা আর তুলে কাজ নেই ।

-না না তুলবা না কেন??আমাকে দিয়ে ৫০০ বার একটা কাগজে লিখিয়েছিলে ''আর কখনো দেরি করব না ।''

-শিক্ষাটাতে কিন্তু কাজ হয়েছিল ।(হাসি হাসি মুখ নিয়েই কথা গুলো বলল রুপক)কিন্তু একটা কথা তোমাকে বলি নাই ওইদিন । আসলে ওইদিন তোমার কাছে আসার সময় বাসে আমার মানিব্যাগটা পিক পকেট হয়ে যায় । তোমাকে নিয়ে খরচ করব বলে এনেছিলাম ।টিউশনির বেতন জমিয়ে অনেক টাকাই হয়েছিল ।কিন্তু শালার পকেটমার সেদিন সব মেরে দিল । ওইদিন আমি আবার ফিরে গিয়ে রুমমেট শফিকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসি ।এজন্যেই আমার দেরী হয় ।

-আগে বল নি কেন?

-বললে কি হত?

-আর শাস্তি দিতাম না ।

-থাক দিয়েই যখন ফেলেছেন আর বলে কি লাভ?

-আচ্ছা তুমি আমাকে বিয়ে করবে??

-হু করব ।

-সত্যি?

-হু

-তিন সত্যি??

-হু রে বাবা তিন সত্যি ।

-আমি কে তা জানার পরেও করবে??

-কি শুরু করলা?

-না বল না , এখন তোমাকে আমি একটা কথা বলব । তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কখনো বলি নি ।

-এতদিন যখন বল নি তাহলে আজকেও বলার দরকার নেই ।

-তুমি ''শান্তা পরিবার'' বইটা পড় নাই??

-হু পড়েছি

-আমি আসলে শান্তার মত করে বড় হয়েছি ।এতিম খানা থেকে এক ফ্যামিলি আমাকে নিজেদের কাছে নিয়ে আসে ।খুব খাটাতো আমাকে ।কিন্তু শান্তার থেকেও আমার অবস্থা খারাপ । কেন জানো??আমি একজন জারজ সন্তান । আই অ্যাম আ বাস্টার্ড । আমি জানি না আমার বাবা কে । আমার মা আমাকে এতিম খানায় রেখে চলে যায় ।কোথায় যায় জানি না । হয়ত আত্মহত্যা করে । কিছুই আসলে জানি না । তবে তাতে আমার কিছুই আসে যায় না ।

(দারুন চমকে গেলেও স্বাভাবিক হয়ে গেল রূপক ।)

-আগে বলেন নাই কেন??

ছোট্ট চেহারাটায় এখন বিস্বাদের কালো ছায়া পড়ে যায় ।চোখ থেকে টপাটপ জল পড়তে থাকে। ওভাবেই সে বলল

-আগে বললে কি হত??তুমি আমাকে ছেড়ে যেতে তাইনা?হু জানি । আমাকে তোমার ছেড়ে যাওয়াই উচিত। তোমাকে হারানোর ভয়ে আমি কিছুই বলি নাই ।আম স্যরি ফর এভ্রিথিং । যাও তুমি চলে যাও । আজ থেকে তুমি মুক্ত ।কারো থাকতে হবে না আমার সাথে ।

আরো কিছু হয়ত বলতে হয়ত যাচ্ছিল । কিন্তু রুপক মুখ চেপে ধরে থামিয়ে দিল তাকে। ওর নিজের দুচোখ ও ভেজা এখন । সেই অবস্থাতেই সে নীলার চোখ মুছে দিল দুই হাত দিয়ে

-অনেক শুনাইসো তো । এখন একটু থামো । আমি কিছু বলি???তুমি আগে বললে আমি কি করতাম জানো?বিশাল,অনেক বড় অনেক অনেক বড় একটা রুমাল দিয়ে মুছে দিতাম। অনেক কষ্ট তোমার না??? আর থাকবে না । আমি আছি না??? তুমি কিভাবে জন্মেছো সেটা আমার দেখার বিষয় না ।তুমি কেমন হয়েছ সেটাই আমার কাছে দেখার বিষয় । আর কিছুই জানি না । শুধু এটাই জানি,অপ্সরীর মত দেখতে এই মেয়েটা আমার,শুধু আমার । একে কেউ আমার কাছ থেকে সরিয়ে নিতে পারবে না । নো নেভার ।শুধু একবার বল ভালবাসি

-ভালবাসি

-আবার বল ভালবাসি ।

-ভালবাসি ভালবাসি ।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৫

খেয়া ঘাট বলেছেন: তুমি কিভাবে জন্মেছো সেটা আমার দেখার বিষয় না ।তুমি কেমন হয়েছ সেটাই আমার কাছে দেখার বিষয় ।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৬

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: আপনাকে ধন্যবাদ খেয়া ঘাট এই অখাদ্যের পিছনে সময় নষ্ট করার জন্য B-) ;) :D :)

২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আহা বাস্তবেও যদি এমন হত, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৯

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: আপা এক্কেবারে মনের কথা কইসেন

৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪২

অচিন.... বলেছেন: vallagse :)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৮

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধইন্য বাদ অচিন পাখি ।

৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৯

পলক শাহরিয়ার বলেছেন: কথোপকথন মজার হয়েছে।আর জীবনের গল্প ধরে নিচ্ছি।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫০

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধইন্যবাদ । কিন্তু জীবনের গল্প না।ব্যাক চাপাবাজি কইচ্ছি B-))

৫| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৮

না পারভীন বলেছেন: হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি




বাহ , বাহ , খুব সুন্দর লাগল কথাটি । প্যানপ্যানানি মার্কা গল্প ও ভাল লাগসে । ++

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২০

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধন্যবাদ আপুমণি

৬| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: মোটামোটি

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৮

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধন্যবাদ

৭| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


প্যানপ্যানানি মার্কা ভালবাসার গল্প সার্থকতা পেয়েছে খুব ভালোভাবেই।

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২১

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ভাই কি নাম করণের সার্থকতার কথা বলছেন??

৮| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:২১

শায়মা বলেছেন: আমিও অখাদ্যটার পিছে( তোমার ভাষায় ভাইয়া) সময় নষ্ট করলাম। অনেক মন খারাপ হলো আবার ভালোও হলো।

অনেক সুন্দর হয়েছে লেখাটা। প্যানপেনানি কিনা জানিনা কিন্তু আমার প্যানপেনানি মার্কা লেখাগুলোই ভালো লাগে বেশি।

৯| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৩

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.