নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাইফুর এর ব্লগ

মানুষ হয়েও মানুষ হতে হয় পুনরায়।

ব্লু আই

আমি ব্লু আই

ব্লু আই › বিস্তারিত পোস্টঃ

জামায়েতে পিছলামি ও E-coli ব্যকটেরিযা

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩

২০/১২/১২, জামায়েত পিছলামি দল এর হরতাল। কিন্তু, নারায়ণগঞ্জ যাওয়া টা খুব জরুরী ছিল। তাইতো খুব ভোরে’ই বাইক নিয়ে রওয়ানা দিলাম। তখনও আযান দেয়নি মসজিদ এ। আম্মা নাস্তা করে যেতে বলাতেও নাস্তা না করেই রওয়ানা দিলাম। আমার সাথে সাথে আব্বাও নিচ পর্যন্ত এগিয়ে দিতে আসলো। গেট খুলে যখন বাইক বের করতে গেলাম, ঠিক তখন ই বাবা আমাকে বলল, তোর মোটরসাইকেল এ লাগানো বাংলাদেশ এর পতাকা টি খুলে ফেললে ভালো হয় না??? আমি জিজ্ঞেস করলাম, কেন বাবা? বাবা উত্তরে বলল, পতাকা দেখে যদি হরতাল এর জামায়েত শিবির এর পিকেটার রা তোর উপর হামলা চালায়??? যদি তারা ভেবে নেয় তুই আওয়ামীলীগ/ বাম রাজনীতি করিস??? আমি খুব অবাক হলাম এবং ভেবে পাচ্ছিলাম না যে কি বলবো। শুধু বললাম যে, প্রয়োজন এ মরবো, জীবন দিবো তবুও পতাকা খুলবোনা। এই বলে রওয়ানা দিলাম। তারপর সারা রাস্তা শুধু একটা কথাই চিন্তা করছিলাম যে, আমার বাবার মত বাংলাদেশের মানুষ এখনও ভয় পায় ঐসব ফাকিস্তানের দালালদের যাদের মাথা এখনও বিগড়ে যেতে পারে বাংলাদেশের পতাকা দেখলে। যারা ফাকিস্তানের পতাকা কে আজও নিজের পতাকা বলে মনে করে। যাদের রক্তে এখনও বইছে ফাকিস্তানের বীজ। বাংলাদেশের মানুষ এখনও জামায়েত পিছলামি দল টি কে ফাকিস্তানের একটি দল হিসেবেই জানে। তারা আসলেই বাংলাদেশ রাষ্ট্রের বিরোধী। ১৯৭১ সালে তারা কতটা বর্বরতা চালিয়েছে এদেশের মানুষদের উপর, কতটা অত্যাচার চালালে স্বাধীনতার ৪১ বছর পরও তাদের কে নিয়ে জাতি চিন্তা করতে পারে ‘ সুযোগ পেলে এখনও পায়ে কামড় বসাতে পারে ’।



এতকিছুর পরও তারা বেঁচে থাকবে মুত্রথলির ই-কলাই (E-coli) নামক ক্ষতিকারক ব্যকটেরিয়ার মত - যারা আজীবন থাকবে এবং সুযোগ পেলেই মুত্রথলির প্রদাহের মত আমাদের জীবনে প্রদাহ সৃষ্টি করতে চেষ্টা করবে যার প্রতিকার স্বরূপ মাঝে মাঝেই হাল্কা ডোজ এ এন্টিবায়টিক দিতে হবে আজীবন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.