নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাইফুর এর ব্লগ

মানুষ হয়েও মানুষ হতে হয় পুনরায়।

ব্লু আই

আমি ব্লু আই

ব্লু আই › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ নাকি নাস্তিক আর বেশ্যাদের জায়গা (!!!)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪

ওরে ছাগু ওরে আমার পাঠা,

তোমরা অনেক ভাবেই চেষ্টা করেছ শাহবাগের গণআন্দোলনকে নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে। তোমরা চেয়েছ জনগন যেন তোমাদের কথা মত ভাবতে শুরু করে এটা নাস্তিক, বাম, আওয়ামী, ফ্যাসিবাদি, গাঁজাখোর আর বেশ্যা’দের আন্দোলন। তোমরা চেয়েছিলে ‘লাকি’কে বেশ্যার সার্টিফিকেট দিতে। তোমরা চেয়েছ ব্লগার রাজীব কে হত্যা করে সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে দিতে। তোমরা চেয়েছ ব্লগারদেরকে টপ লিস্টে রেখে তাদের মুখ বন্ধ করে দিতে চিরতরে। তোমরা চেয়েছ তোমাদের রাজাকার বাপদের কে রক্ষা করতে।



কিন্তু তোরা জানিস না যে, এদেশের জনগন তোদের মত মাথা মোটা নয়। তোদের মত ধর্ষক মানবতাবিরোধী রাজাকারদের পক্ষে কেউ নয়। তোরা যেখানে সাম্প্রদায়িকতার সংঘর্ষ ছড়িয়ে দিতে চেয়েছিলি, সেখানে তারা কাঁধে কাঁধ মিলিয়ে উচ্চস্বরে স্লোগান দিচ্ছে “জামায়েত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়” তোরা যাকে বেশ্যার সার্টিফিকেট দিতে চেয়েছিলি, বাংলার জনগন তাকে 'অগ্নিকন্যা' বলে ঘোষণা দিয়েছে এবং তাঁরই বজ্রকন্ঠে স্লোগান দিচ্ছে “জয় বাংলা” তোরা যাকে নাস্তিক বলে খুন করেছিস, জনগন তাকে ভাই বলে ভালবেসে বুকে জড়িয়ে ধরে কেঁদেছে। তোরা যাদেরকে টপ লিস্টে রেখে খুন করতে চাচ্ছিস, আমরা তাদের পাশে থেকে তোদেরকে প্রতিহত করতে সর্বদাই প্রস্তুত আছি।



আর শুনে রাখ- এই দেশ থেকে রাজাকার, আল-বদর, আল-সামস্‌ সহ সকল যুদ্ধাপরাধীদের কে নির্মূল করে তবেই শাহবাগ ছাড়বো।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

সীমানা ছাড়িয়ে বলেছেন: ছাগুদের পুরানা কৌশল। এমন একটা ভাব যেন ইসলাম তাদের বাপের সম্পত্তি। ছাগুদেরকে সময় সময় গদামের উপ্রে রাখতে হবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮

ব্লু আই বলেছেন: যেখানেই শিবির আর জামায়েত- সেখানেই প্রতিবাদ। দেখামাত্রই গণধোলাই। ইসলাম মনে হয় যেন ওরা কিনে নিয়েছে।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪

নিয়েল ( হিমু ) বলেছেন: জয় বাংলা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮

ব্লু আই বলেছেন: জয় বাংলা।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০১

রাফা বলেছেন: এই কুলাঙ্গাররা ধর্মকে সব সময় ঢাল হিসেবে ব্যাবহার করতে চেয়েছে।এবং এখনও সেই চেস্টা অব্যাহত আছে।

ধন্যবাদ।

জয় বাংলা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২২

ব্লু আই বলেছেন: ধর্মব্যবসায়ী বললে ও ভুল হবে। এরা হল ধর্মের ধর্ষক। ধর্ম কে প্রতিনিয়ত ধর্ষণ করে যাচ্ছে নির্দ্বিধায়। ওদের কে প্রতিরোধ করে প্রতিশোধ নিতে হবে। দিন দিন ছাগু দের কাঁঠাল পাতা খাওয়ার অভ্যাস বেরেই চলছে। আর নয়। এবার হবে ওদের নিধনের পালা।

জয় বাংলা।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৪

বিডি বন্ড বলেছেন: যে ছাগু এই গুলা বলে তাদের বলি। অই নাস্তিক আমার ভাই অই বেশ্যা আমার বোন আমার মা।

আর তোগ যদি এতই সমস্যা তোগ বাড়ির সামনে শাহাবাগ নিয়া আইতাছি খাড়া। রাজাকার হায়নার দল। বেজন্মার দল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৮

ব্লু আই বলেছেন: তোদের দমন করতে এই বেশ্যা (!!!) আর এই নাস্তিক ই দরকার। এই নাস্তিক আমার ভাই। ঐ বেশ্যা আমার বোন, আমার মা।

আমরা তোদের শেষ দেখে নিবো। তোদের কবর দিবো ঐ পাকিস্তানের মাটিতে। এই দেশে তোদের ঠাই নাই।

(ধন্যবাদ, খুব ভালো বলেছেন)

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯

আশিক মাসুম বলেছেন: সীমানা ছাড়িয়ে বলেছেন: ছাগুদের পুরানা কৌশল। এমন একটা ভাব যেন ইসলাম তাদের বাপের সম্পত্তি। ছাগুদেরকে সময় সময় গদামের উপ্রে রাখতে হবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩

ব্লু আই বলেছেন: ছাগুদের কে যেখানেই দেখবেন সেখানেই বয়কট করবেন । সরকার যদি একবার তাদের নিষিদ্ধ ঘোষণা দেয়, তবে এই বাংলার মাটি থেকে ওদের কে আমরাই নির্মূল করে দিতে পারবো। সরকারের কিছুই করতে হবেনা।

জয় বাংলা।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২২

পূজারোজ বলেছেন: যেখানেই শিবির আর জামায়েত- সেখানেই প্রতিবাদ। দেখামাত্রই গণধোলাই। ঠিক ঠিক....... গণধোলাই.....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪

ব্লু আই বলেছেন: আগামি কালের হরতাল দেয়ার সাহস পায় কিভাবে আমি বুঝিনা। আগামি কাল পিকেটার দেখা মাত্রই আগে মাইর পরে কথা। মাইরের উপর কোনও ভাইটামিন নাই।

ধন্যবাদ। ;)

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৫

গল্পসল্প বলেছেন: ami a post ti amr fb ta share korlam..........donnobad ha JODDA........dakha hoba shabaga.

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

ব্লু আই বলেছেন: ধন্যবাদ সহযোদ্ধা

দেখা হবে জনসমুদ্রে ভিড়ের মাঝে, কথা হবে স্লোগানে স্লোগানে।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

শারদ শিশির (এ.বাংলাদেশী) বলেছেন: বেশ্যা ওরাই যারা ৭০ টি বেহেস্তী হুরের লোভে ৭১ এ রাজাকার হয়ে আমাদের উপর কুত্তার মত ঝাপিয়ে পড়েছিল।বেশ্যা ওরাই যারা রাজিবকে হত্যা করে আমাদের মুখ বন্ধ করতে চেয়েছে।কিন্তু ওরা জানেনা রাজিবের মৃত্যুর ভেতর দিয়ে এই বাংলার মাটিতে লক্ষ রাজিবের জন্ম হবে ওদের ধর্মের নামে এই বেশ্যামো বন্ধ করতে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

ব্লু আই বলেছেন: এক রাজীব হারিয়েছি কিন্তু লক্ষ্য রাজীব আমরা বেঁচে আছি। লাকি যদি বেশ্যা হয় তবে আমরাও হতে চাই সেই বেশ্যা।

কিন্তু তোদের এই দেশ থেকে বিতাড়িত করবই করবো। তোদের কারনেই আমাদের বেশ্যা হতে হয়েছে। তোদের কারনেই আমাদের রাজীব কে হারাতে হয়েছে। আর নয় প্রতিরধ-এবার হবে প্রতিশোধ।

জয় বাংলা।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

শারদ শিশির (এ.বাংলাদেশী) বলেছেন: রাজিব শহীদ নয়।রাজিব আমাদের যোদ্ধা।আমরা রাজিবকে হারিয়েছি।তাতে কি এক রাজিব এর শূণ্যস্থান পূরণ হবে লক্ষ রাজিব এ। শিবির জামাত ওদের কবর যেন না হয় রাজিবের রক্তে ভেজা মাটিতে।পাকু বীর্যের পয়দাদের লাথি মেরে পাকিস্তাথানে তাড়িয়ে দিতেই আমরা শাহবাগে ফিরে আসবো রাজিব হয়ে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

ব্লু আই বলেছেন: রাজীব তুমি দেখিয়ে দিয়েছ কিভাবে দেশের জন্য জীবন দিতে হয়। কিভাবে শত্রুর জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হয়। রাজীব আমার ভাই, রাজীব আমার সহযোদ্ধা। রাজীব আমার প্রেরনা। রাজীব তোমাকে শ্রদ্ধা জানাই।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

শারদ শিশির (এ.বাংলাদেশী) বলেছেন: জামাত শিবির নামক ধর্মের মুখোশধারী বেশ্যাদের থেকে এই দেশকে মুক্ত করতে যদি আর একটি লাশের প্রয়োজন হয় সেই লাশটি এই আমি হতে চাই।তবু রাজাকার,জামাত-শিবির মুক্ত বাংলাদেশ চাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২

ব্লু আই বলেছেন: জয় বাংলা। জয় আমাদের-সু নিশ্চিত।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

একটু স্বপ্ন বলেছেন:
শতভাগ সহমত ভাই। পাশেও আছি অযুত-নিযুত মানুষের পাশাপাশি আমিও..

ভাল হোক..

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৪

ব্লু আই বলেছেন: ধন্যবাদ ভাই। পাশে থাকবেন এই কামনায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.