![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Doctor অর্থাৎ চিকিৎসক, যাদেরকে আমরা আল্লাহর পরেই আমাদের জীবন রক্ষাকারী হিসেবে জানি। যাদের উপর কোন কিছু না ভেবে আমারা এত ভরসা করি। তাহলে তাদেরও নিশ্চই আমাদের জন্য কিছু করা একান্ত দায়িত্য রয়েছে? কিন্তু যদি দেখেন সেই ডাক্তাররাই যাদের উপর এত ভরসা করি তারাই আমাদেরকে নিয়ে ব্যবসা শুরু করেছে তখন কি বলবেন? ভাবছেন এসব কথা কেন বলছি? পড়তে থাকুন... কোন ক্লিনিক, হসপিটাল স্বাস্থ কল্যাণ কেন্দ্র বা পারসোনাল চেম্বার যেখানে বড় ডাক্তাররা বসেন সেখানে আসে পাশে একটু খেয়াল করলেই দেখতে পাবেন বিভিন্ন ওষুধ কোম্পানির লোকজন ভিড় জমিয়েছে! কি ভাবছেন? তারাও কি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিতে এসছে? না তারা কোন ট্রিটমেন্ট নিতে আসে না। তারা আসে ডাক্তারদেরকে ঘুষ দিতে। যে ঘুষের বিনিময়ে সেই ডাক্তাররা ঐ ঘুষদাতা কোম্পানির ওষধ প্রেসক্রিপশনে লিখে থাকে। এই ঘুষ গুলা এতটাই সাইড ইফেক্ট যুক্ত যেটার কারনে রোগীর যে ওষধ খাওয়ার কোন দরকার নেই সেটাও তার প্রেসক্রিপশনে লেখা হয়!! শুধু তাই নয় যে অসুখটা ৫০ টাকার ওষধ খেলেই ভালো হয়ে যাবে, সেখানে ঐ ডাক্তার আপনাকে ৫০০ টাকার ওষধের প্রেসক্রিপশন লিখে দিবে
। এভাবে প্রয়োজনের অধিক ওষধ সেবনের ফলে রোগীর অনেক ক্ষতি হয়ে যায়। আর সরকার থেকে যে ওষধ গুলা দেয় তার মধ্যে দামী ওষধ যেগুলা সেগুলা ডক্তাররা প্রেসক্রিপশনে কখনই লিখবে না। এটা ডাক্তাররা বাজারে বিক্রি করে দিয়ে সবাই মিলে টাকা ভাগা ভাগি করে নেয়! আর ওষধ কোম্পানির লোকজন যারা সব সময় চেম্বারের আসে পাশে ঘোরা ঘুরি করে তারা চেক করার জন্য থাকে যে ডাক্তার আসলেই তাদের ওষধ লিখছে কিনা। রোগী যখন ডাক্তারের কাছে থেকে প্রেসক্রিপশন নিয়ে বের হয়ে আসে তখন তারা অনেক রোগীকেই বলে দেখি একটু আপনার প্রেসক্রিপশনটা। তখন তারা সেটা চেক করে যে ডাক্তার চুক্তি মত কাজ করছে কিনা। এটা গেলো সাধারন অসুখ গুলার কথা।
আপনার অসুখ যদি একটু গুরুতর হয় তাহলে তো আপনি মরেছেন। এই পরীক্ষা সেই পরীক্ষা কত কি পরীক্ষাই না আপনাকে করতে হবে। এই সব পরীক্ষা করাতে করতে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন :-& । এই পরীক্ষা গুলো থেকেও তারা কমিশন খেয়ে থাকে। নিচের ছবিটা দেখুন ডেসটেনীর মত লেখা আছে Refered By : XXX.
এই পরীক্ষাটা আমার আম্মাকে দেয়া হয়েছিল।
রোগীর পেটে গ্যাস হলে অনেক ডাক্তার আছে যারা এপিন্ডি সাইডের ব্যাথা বলে অপারেশন করে। ডাক্তারদের মধ্যে কত্ত প্যাচ যে আছে এটা এক আল্লাহ ছাড়া কেও জানে না।
ডাক্তারদের এসব কুকর্মের জন্য সব থেকে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে নিম্ন আয়ের মানুষরা। ডাক্তারদের কাছে অনুরোধ দয়া করে মানুষ নিয়ে খেলা বন্ধ করুন।
এতকিছুর পরে যদি আমরা ডাক্তারদেরকে কসাই নামে ভুষিত করি তবে ভুল করবো?
একবারে তাদের এত সব কুকর্ম তুলে ধরা সম্ভব না তাই পরের পর্বে তাদের আরো কার্সাজী তুলে ধরবো।
তবে হ্যা অনেকেই ব্যাতিক্রম আছে। ভাল ডাক্তারও আছে। কিন্তু বাংলাদেশে এর সংখ্যা খুবই কম। মানে আসলেই কম। হাতে গোনা কয়েকটা! যারা ভালো আছেন তাদেরও নাম খারাপ হওয়াটাই স্বাভাবিক। নিজেদের নাম অক্ষুন্ন রাখতে এসব কুকর্মকারী ডাক্তারদের বিরুদ্ধে আপনাদেরকেই ব্যবস্থা নিতে হবে।
সচেতন হন ভালো থাকুন...
" style="border:0;" />
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮
মো: আতিকুর রহমান বলেছেন: ওরা তো থাকে টাকা কামানোর ধান্দাই। রোগী ভালো করে না দেখেশুনে চিকিৎসা দেয়। তাদের এসব গাফলতির জন্য কত মানুষকেই না ভুগতে হয়।
২| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০
শিপন মোল্লা বলেছেন: Doctor দের আধুনিক মডেল নাম কসাই রাখা হোক(।
সহমত
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯
মো: আতিকুর রহমান বলেছেন: Doctor দের আধুনিক মডেল নাম কসাই রাখা হোক(।
৩| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০
ঘুমের বড়ি বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকরী বলে একটা ব্যাপার আছে না ভাই ? আপনি নিজে কি ডাক্তারি পড়েন?
যদি না পড়েন তাহলে সাইড ইফেক্ট নিয়ে লাফাবেন না ।
আর একজনের ভুলের/দোষের কারণে নিশ্চয় সবাইকে আপনি কসাই বলতে পারেন না । ফাউল !
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬
মো: আতিকুর রহমান বলেছেন: আমি ঘুষের সাইড ইফেক্টের কথা বলেছি যেটা বলার জন্য আমাকে নিশ্চয় পি.এইচ. ডি. করতে হবে না? ঐ মিয়া আমি এখানে কোন রোগ নিয়ে আলোচনা করেছি যে আমাকে ডাক্তারি পড়তে হবে? অল্প বিদ্যা ভয়ংকরী কথাটা ঠিক বলেছেন কারন আপনি নিজেই তার প্রমান। কারন আপনি না বুঝে আজাইরা কমেন্ট করছেন। আর মেডিক্যাল/ক্লিনিকে একটা ডাক্তার থাকে? ? মেডিক্যাল/ক্লিনিক কোনদিন চোখে দেখেছেন? মেডিক্যাল এবং ক্লিনিকে রোগীদের নিয়ে যে কি বিজনেস চলে নিজে না দেখলে বুঝবেন না।
। ফাউল
৪| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: ডাকতার হৈতাছে কসাই
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০
মো: আতিকুর রহমান বলেছেন: ডাক্তারা হৈতাছে কসাই
৫| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪
পথহারা সৈকত বলেছেন: বজ্জাদ সাজ্জাদ বলেছেন: ডাকতার হৈতাছে কসাই
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১
মো: আতিকুর রহমান বলেছেন: পথহারা সৈকত বলেছেন: বজ্জাদ সাজ্জাদ বলেছেন: ডাকতার হৈতাছে কসাই
৬| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫
ঘুমের বড়ি বলেছেন: হুম মেডিকেলে ডাক্তার থাকে না । ভূতেরা এসে ট্রীটমেন্ট করে !
৭| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শুধু নেগেটিভ দিক গুলো না দেখে পজিটিভ দিক গুলোও দেখুনঃ
ডাক্তাররা আপনাকে সুস্থ করার জন্য, আপনার ব্যাথা কমানোর জন্য সারারাত ঘুমান না ।
একজন ডাক্তার কে আপনার জীবন বাঁচানোর জন্য সারা জীবন পড়াশোনা করতে হয় আর এক্সাম দিতে হয় ।
তাকে সারাজীবন রোগ জীবানু সাথে নিয়ে থাকতে হয় তাই তারই ইনফেকসান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
একজন ডাক্তার ৯-৫ চাকুরি করেন না বরং তার ডিউটি মৃত্যুর আগ পর্যন্ত দিনে রাতে চব্বিশ ঘণ্টা ।
সে আপনার সেবায় এতটায় ব্যাস্ত থাকে যে নিজের ফ্যামিলির সাথে ভাল ভাবে কখন টাইম স্পেন্ড করছে সে নিজেই হয়ত ভুলে যায় ।
একজন ডাক্তার সারাজীবন পড়াশোনা করে শুধুমাত্র আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য।
I agree that
there are doctors indulging in shameful
malpractices and even i know a few of
them. But i can proudly say i am surrounded by more doctors who work day and
night just to ensure that their patients get the best
possible treatment..The'
BAD' doctors should be punished and we all can
come together to ensure we do
not encourage such malpractices
৮| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭
মেঘ বালকের কথা বলেছেন: দেশের বাইরে, ডাক্তারা যদি কোনো হাসপাতালের সাথে যুক্ত থাকেন সে প্রাইভেট প্রাকটিস করেননা, যারা কোনো হাসপাতালে চাকুরী করেনা তারাই প্রাইভেট প্রাকটিস করেন। এখানে ডাক্তারা প্রেসকিপশনে কোনো ঔষধের কোম্পানির নাম লেখেন না। ঔষধ কিনতে গেলে ফার্মাসিস্ট ঔষধের নাম লেখা ইনভয়েস দিয়ে দেন। বাংলাদেশে ডাক্তার গুলোকে কসাই বলেলে কসাইদেরও আপমান হবে, এরা আসলে ছেচড়া, আর্থ লোভি, রোগীর আস হায়ত্বের সুযোগ নিয়ে পয়সা কামানই এদের এক মাত্র উদ্দেশ্য।
৯| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
ক্লোরোফিল বলেছেন:
দেশে মেডিক্যাল কলেজের সংখ্যা বাড়াতে হবে, ডাক্তার বাড়লে ডাক্তারের ফী কমে আসবে এতে করে ডাক্তারদের ব্যাবহার ভাল হবে লোকে শ্রদ্ধা করবে ।
একজন প্রাইমারী শিক্ষক বেতন পান কয় টাকা ? স্কুলের ঝাড়ুদার সাদা পাঞ্জাবী পড়লেও শ্রদ্ধেয় শিক্ষকদের শ্রদ্ধা প্রাপ্তিতে ভাটা পড়েনা । অন্যদিকে আপনাদের পোশাক পালটালেই কি সম্মান পাল্টাবে ?
জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল । নিজেকে এমন ভাবে গড়ে তুলুন যেন পোশাক পড়ে না থাকলেও মানুষ চেনে এটা ওমূক ডাক্তার । অনেক নামকরা প্রতিষ্ঠানে নাম লেখা থাকেনা ।
যেমন হাজীর বিরিয়ানির মূল দোকানে কোথাও নাম লেখা নেই । চেনা বামুনের পৈতার দরকার হয়না ।
ভাল ডাক্তার হতে গেলে অনেক সাধনার দরকার ...। বাংলাদেশের ডাক্তাররা টাকার পিছে ছুটে ছুটে নিজেকে খুব হালকা করে ফেলেছে আগের তুলনায়... ।
১০| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
মেঘ বালকের কথা বলেছেন: তাসনুভা সাখাওয়াত বিথি বলেছেন:
"ডাক্তাররা আপনাকে সুস্থ করার জন্য, আপনার ব্যাথা কমানোর জন্য সারারাত ঘুমান না"
- এটা রোসটারিং ডিউটি, ডাক্তার রোগীর ব্যাথা উপশমের ব্যাবস্থা কেরবেন এটাই স্বভাবিক। আন্য আনেক প্রফেশন আছে যাদের রাতে কাজ করতে হয়। সাংবাদিকরা নরমালি আফিস থেক রাত ৩টা/৪টার আগে বের হতে পারেননা।
"একজন ডাক্তার কে আপনার জীবন বাঁচানোর জন্য সারা জীবন পড়াশোনা করতে হয় আর এক্সাম দিতে হয় ।"
- প্রত্যেকটা স্পেশালাইজড প্রফেশনে এটা জরুরী। একজন আইটি এক্সপার্ট কে সারা জীবনই নতুন টেকনোলজি শিখতে হয়। কারণ আজ সে যেটাতে এক্সপার্ট একমাস পর সেই টেকনোলজি আবসুলেট হয়ে যায়।
"তাকে সারাজীবন রোগ জীবানু সাথে নিয়ে থাকতে হয় তাই তারই ইনফেকসান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।"
- যারা ফায়ার সর্ভিসে কাজ করেন তারা সবসময়ই তাদের জীবনের ঝুকি নিয়ে কাজ করেন, এক জন প্রগ্রামার রেডিয়েশ হচ্ছে জেনেও প্রায় ২৪ ঘন্টা তার ল্যাপটপ ধরে পরে থেকেন, একজন সাংবাদিক তার নিজের কথা না ভেবে বিভিন্ন ঝুকিপূর্ন পরিবেশে সংবাদ সংগ্রহ করেন। এখানে ডাক্তাররা একা নন। আর তারা সবসময়ই প্রটেকশন নিয়েই কাজ করে থাকেন।
"একজন ডাক্তার ৯-৫ চাকুরি করেন না বরং তার ডিউটি মৃত্যুর আগ পর্যন্ত দিনে রাতে চব্বিশ ঘণ্টা ।"
- সাংবাদিক, আইটির লোকজনও নয়টা পাচাটা কাজ করে না।
"সে আপনার সেবায় এতটায় ব্যাস্ত থাকে যে নিজের ফ্যামিলির সাথে ভাল ভাবে কখন টাইম স্পেন্ড করছে সে নিজেই হয়ত ভুলে যায় ।"
- একজন প্রগ্রামার তার কাজে এতো ব্যস্ত থাকে আনেক ক্ষত্রে সে তার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়,
"একজন ডাক্তার সারাজীবন পড়াশোনা করে শুধুমাত্র আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য।"
- এক জন আইটি এক্সপার্ট সারাজীবনে পড়াশুনা করেন যাতে মানুষ সহজে নির্ভূল ভাবে তার কাজ করতে পারে। যেমন মেডিকালে ডায়াগোনস্টিক এমবেডেড সফটওয়্যার গুলো।
সবচেয়ে বড় কথা প্রত্যেক স্পেশালাইজড প্রফেশনের আলাদা, আলাদা ইমপ্লিকেশন থেকে, এটা জেনেই একজন ঐ প্রফেশনে যায়। এটা নিয়ে সে কখনো সিম্পেথি খোজে না।
১১| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
ক্লোরোফিল বলেছেন: Click This Link
১২| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
ক্লোরোফিল বলেছেন:
দেশে মেডিক্যাল কলেজের সংখ্যা বাড়াতে হবে, ডাক্তার বাড়লে ডাক্তারের ফী কমে আসবে এতে করে ডাক্তারদের ব্যাবহার ভাল হবে লোকে শ্রদ্ধা করবে ।
একজন প্রাইমারী শিক্ষক বেতন পান কয় টাকা ? স্কুলের ঝাড়ুদার সাদা পাঞ্জাবী পড়লেও শ্রদ্ধেয় শিক্ষকদের শ্রদ্ধা প্রাপ্তিতে ভাটা পড়েনা । অন্যদিকে আপনাদের পোশাক পালটালেই কি সম্মান পাল্টাবে ?
জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল । নিজেকে এমন ভাবে গড়ে তুলুন যেন পোশাক পড়ে না থাকলেও মানুষ চেনে এটা ওমূক ডাক্তার । অনেক নামকরা প্রতিষ্ঠানে নাম লেখা থাকেনা ।
যেমন হাজীর বিরিয়ানির মূল দোকানে কোথাও নাম লেখা নেই । চেনা বামুনের পৈতার দরকার হয়না ।
ভাল ডাক্তার হতে গেলে অনেক সাধনার দরকার ...। বাংলাদেশের ডাক্তাররা টাকার পিছে ছুটে ছুটে নিজেকে খুব হালকা করে ফেলেছে আগের তুলনায়... ।
Click This Link
১৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২
লিংকন১১৫ বলেছেন: আমিও তাই মনে করি
১৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৩
গ্রীনমাইল বলেছেন: ডাক্তারের প্রতিশব্দ কসাই। কাল্লু মামা
১৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৬
েসাহাগ২৫কগগ বলেছেন: @ঘুমের বড়ি ,সালার পো কসাই এর সাফাই গাও। ডাক্তারের প্রতিশব্দ মানুষ খেকো শুয়োর।কসাই এর চেয়ে ও খারাপ।
১৬| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৮
শিশু বিড়াল বলেছেন: কি সর্বনাশ!!! এখন আপনারা কি আমাকেও কসাই বলে ডাকবেন????
আমার নিজের কথা বলি। এ পর্যন্ত অনেক ওষুধ কোম্পানি আমার কাছে এসেছে। আমি একজন সাধারন এমবিবিএস ডাক্তার। একটা হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে আছি। আমি এখনও পর্যন্ত কোন কোম্পানীর কোন ওষুধ কোন নামে বিক্রি করে তা মনে রাখতে পারিনা, আসলে প্রয়োজন মনে করি না। একারনে তাদের দেয়া ওষুধ স্যাম্পল, বা বিভিন্ন গিফট ও তাদের ফিরিয়ে দেই। কি করব এসব দিয়ে??? মাঝে মাঝে গরীব কিছু রোগী জ্বর, পেট ব্যাথা, ডায়রিয়া এসবের ওষুধ আমার কাছে চায়। তখন ওটুকু মাথায় রেখে ঐ ওষুধ গুলো দিতে বলি একটা ব্যাপার খেয়াল রাখি শুধু, এক্সট্রা কোন ওষুধ যেন না যায় আমার রোগী গুলোর কাছে।
আমি এমন অনেক ডাক্তার কে চিনি যারা নিজের টাকা দিয়ে ওষুধ কিনে রোগীকে খাওয়ায়। কাজেই দয়া করে সবাইকে এক কাতারে ফেলবেন না ভাইয়া। আমার কষ্ট পাওয়া স্বাভাবিক এমনভাবে আমাদের সবাইকে আপনি কসাই বলছেন। কিন্তু কষ্ট হচ্ছে না। কারন আমার ছোট ডাক্তারি জীবনে এখনও এমন কোন অন্যায় আমি করিনি আর করার কোন নিয়্যত ও নেই। তবে আমি আপনার সাথে এ ব্যাপারে একমত। আজকে কিছু.... না..... বেশির ভাগ ডাক্তারের জন্য এই দশা। তাদের জন্য সব ডাক্তারের নাম খারাপ হচ্ছে। কিন্তু ভাইয়া সবাই একরকম না এটুক আশাকরি আপনি মানবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০
বইয়ের পোকা বলেছেন: ডাক্তারের ভুলের জন্য আমার (নিউমোনিয়া + যন্ক্ষা) প্রকট আকার ধারণ করেছিলো। যখন নরমাল ঠান্ডা- কাশি ছিলো তখন, ঠিকমতো চিকিৎসা না করায় শেষমেষ ১ মাস হাসপাতালে থাকতে হয়েছিলো।